

শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের মানিক খার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে অপহরণ করে টাঙ্গাইল পতিতালয়ে বিক্রির হোতা চাঁন মিয়া (৬০) কে পুলিশ অবশেষে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে। সে টাঙ্গাইল সদর থানারকান্দাপাড়া গ্রামের কেফেত উল্লাহর ছেলে। পুলিশ জানায়, ভাল মানুষির আড়ালে চাঁন মিয়া সুদর্শন যুবকদের দিয়ে তরুণীদের ভাগিয়ে এনে তাদের পতিতালয়ে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। সুদর্শন যুবকেরা উঠতি বয়সের তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার কথা বলে ভাগিয়ে নিয়ে চাঁন মিয়ার হাতে তাদের তুলে দিত। গত ৫ জুন একই কায়দায় শাহজাদপুরের মাদলা গ্রাম থেকে লিটন নামের এক যুবক মানিক খাঁর মেয়ে বুদ্ধি প্রতিবন্ধি ওই তরুণীকে তুলে নিয়ে গিয়ে টাঙ্গাইল পতিতালয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় মেয়েটির পিতা গত ৮ জুন প্রথমে শাহজাদপুর থানায় একটি জিডি করে। এর পর টাঙ্গাইলের র্যাবের সহযোগীতায় গত ২২ সেপ্টেম্বর ওই পতিতালয় থেকে মেয়েটিকে উদ্ধার করে। এরপর চাঁন মিয়া, পতিতালয়ের সর্দারনীনার্গিস ও লিটন নামের এক যুবককে আসামী করে শাহজাদপুর থানায় একটি অপহরণ ও পতিতালয়ে বিক্রির অভিযোগে মামলা দায়ের করে। প্রায় ২ মাস আতœগোপনে থাকার পর অবশেষে শাহজাদপুর থানা পুলিশ টাঙ্গাইল থেকে চাঁন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু তালেব বলেন, আসামী চাঁন মিয়া অত্যন্ত ধূর্ত প্রকৃতির ব্যাক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন তথ্য প্রদান করছেনা। নানা চালাকির আশ্রয় নিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। তিনি আরো বলেন তাকে ৭ দিনের রিমান্ডে নেয়া হবে। বিজ্ঞ আদালত তার এ রিমান্ড মঞ্জুর করলে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও এর সাথে জড়িত অন্য আসামীদেরও গ্রেফতার করা সম্ভব হবে।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

তথ্য-প্রযুক্তি
ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো
শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুরের ভেকা ও হাটপাচিল গ্রাম বিলীন হওয়ার উপক্রম
স্টাফ রিপোর্টারঃ দ্রুত বন্যার পানি কমতে থাকায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে ভয়াবহ ভাঙ্গন...

আইন-আদালত
শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক
ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

আন্তর্জাতিক
সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে
জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...