বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির, রাজীব রাসেল, ফারুক হাসান কাহার, শাহজাদপুর থেকে : ‘বিএনপি বাংলাদেশকে খুনের দরিয়া ও কান্নার নদী বানিয়ে আজ আবার ক্ষমতায় যাওয়ার জন্য কুম্ভিরাশ্রু বির্সজন করে মায়া কান্না করছে। দেশের মানুষ আগুন সন্ত্রাস ও হাওয়া ভবন আর চায় না। বিএনপি দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশকে সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন। বিএনপি’র আন্দোলন এখন বেগম খালেদা জিয়ার ভ্যানেটি ব্যাগে। তাই তাদের আন্দোলন আর সফলতার মুখ দেখে না। দেশের জনগণ শেখ হাসিনার উন্নয়নে এতো খুশি যে তারা আর বিএনপি’র আন্দোলনের ডাকে সাড়া দেবে না। বেগম জিয়া এসএসসি, এইসএসসি পরীক্ষার নামে, রোজার ঈদ, কোরবানীর ঈদের নামে আগুন সন্ত্রাসের যে আন্দোলনের ডাক দিচ্ছেন, সাড়ে ৩ মাসের ভ্যানিটি ব্যাগের সেই আন্দোলনের ডাক আর এদেশে বাস্তবায়িত হবে না। জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে পদ্মা সেতু নির্মাণ, ২টি উড়াল সেতু নির্মাণ, গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৫টি ফ্লাইওভার নির্মাণ, টুঙ্গী বাজার এলাকার পুরোটাতেই এলিভেটেড ফ্লাইওভার নির্মাণ, ১০ লেনের টুঙ্গী সেতু নির্মাণ, ও বিশেষ করে আপনারা যারা ঢাকা যেতে ভোগান্তীতে পড়ছেন সেই ভোগান্তি লাঘবে উত্তরবঙ্গ থেকে ঢাকা মহাসড়ক অচিরেই ৪ লেনে উন্নীতকরণে যেসকল প্রকল্প হাতে নিয়েছেন, তা অচিরেই বাস্তবায়িত হবে। অনেক উন্নত দেশকে পিছনে ফেলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’ আজ বুধবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের শক্তিপুরে প্রফেসর মযহারুল ইসলাম স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মযহারুল ইসলামের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠিত ওই স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেক মাহমুদ চৌধুরী এমপি, সিরাজগঞ্জ- ২ (সদর) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। স্মরণসভায় সভাপতিত্ব করেন, ড. মযহারুল ইসলামের সহোদর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক। সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ড. মযহারুল ইসলামের মেয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, ড. মযহারুল ইসলামের ছেলে সাবেক এমপি চয়ন ইসলাম, এড. শেখ মো: আব্দুল হামিদ লাভলু প্রমুখ। বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মযহারুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁর স্মৃতিচারণ করে প্রধান অতিথি ওবায়দুল কাদের এমপি বক্তব্যদানকালে আরও বলেন, ‘মহান আল্লাহ পাক দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধ’ুকে সৃষ্টি করেছেন, আর এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন তথা জনগণের মুক্তির জন্য শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন। মিয়ানমার থেকে রোহিঙ্গারা ¯্রােতের মতো এসে দেশে সাময়িক সংকট সৃষ্টি করলেও জননেত্রী শেখ হাসিনা’র উদারতা, উষ্ণ আতিথেয়তা, মানবিক সাহায্য ও রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে আমাদের নেত্রী বিশ্ব মানবতার নেত্রী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন । জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী সিদ্ধান্তের ফলেই লাখ লাখ রোহিঙ্গারা টেকনাফে নিরাপদ আশ্রয় পেয়েছে। সারা বিশ্ব শেখ হাসিনার এই দুরদর্শী নেতৃত্বের প্রশংসা করলেও বিএনপি এখনও হীনমন্যতায় ভূগছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের জন্য লোক দেখানো ত্রাণ সামগ্রী বিতরণের নামে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক পথে যাত্রার মাধ্যমে ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম সড়ক অচল করে দিয়েছিলেন। মির্জা ফখরুল ১ দিন সেখানে গিয়ে মায়াকান্নার সহমর্মিতা দেখালেও নেত্রীর নির্দেশে রোহিঙ্গাদের জন্য টানা ২৫ দিন আমি রোহিঙ্গাদের কল্যাণে কাজ করেছি। বেগম জিয়া, মির্জা ফকরুল মায়াকান্নার রাজনীতি বন্ধ করুন। আন্দোলনের নামে বিএনপি আমাদের শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। কিবরিয়া সাহেব, আহসান উল্লাহ মাষ্টার, মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজের মতো আমাদের ২১ হাজার নেতাকর্মীর রক্ত ঝড়িয়েছে যা দেশের জনগণ ভোলেনি। এসব হত্যাকান্ডের জবাব বিএনপি’কে দিতে হবে।’ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের এমপি বলেন,‘দলভারী করার জন্য খারাপ লোকদের দলে ভেড়াবেন না। ত্যাগী কর্মীদের দুরে ঠেলে দিয়ে দলে পরগাছাদের জায়গা দিবেন না। আওয়ামী লীগ পরগাছা মুক্ত করতে হবে। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, এর পরিণতি ভালো হবে না। জনগণ মুখে কিছু না বললেও ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। তাই জনগণকে খুশি রাখবেন।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,‘আগামী বছরের বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের যুবসমাজকে সর্বনাষা ইয়াবা থেকে রক্ষা করতে হবে। আপনাদের জেলার ডিসি মহিলা। দেশে এমন ৯ জন নারী ডিসি, বেশ কয়েকজন এসপি, হাইকোর্টের বিচারপতি এমনকি অসংখ্য নারীরাও এখন পাইলট হচ্ছেন। এজন্য নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেবেন।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, ‘এলাকায় যার জনপ্রিয়তার পাল্লা ভারী, যার গ্রহণযোগ্যতা বেশী, তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের সাথে যার সম্পৃক্ততা বেশী রয়েছে, এলাকার উন্নয়নের জন্য যিনি কাজ করেছেন, যার এসিআর ভাল, যিনি জনগণের সাথে ভালো ব্যাবহার করেছেন, জননেত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবেন।’ তিনি সকল দ্বন্দ্ব-বিভেদ ভূলে গিয়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদের ‘মৃত্যুঞ্জয় মযহারুল ইসলাম’ নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে দেশ বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী প্রয়াত মযহারুল ইসলামের পুত্রবধূ লিলি ইসলাম কবিগুরুর লেখা ‘তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ সংগীত পরিবেশন করেন।

সম্পর্কিত সংবাদ

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

শাহজাদপুর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

কবিগুরু রবীন্দ্রনাথ সাধারন মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ - নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

জাতীয়

কবিগুরু রবীন্দ্রনাথ সাধারন মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ - নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

কবিগুরু ১৬১তম জন্মজয়ন্তী উৎসবে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে কাছারিবাড়ি প্রাঙ্গণ। সেইসাথে উৎসবের...

বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার

বাংলাদেশ

বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার

জুম ঘর থেকে বান্দরবানে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মার্চ) দিবাগত রাতে পাহাড়ের জুম ঘর থেকে উদ্ধার...

শাহজাদপুরে ৩০০ ফিট রাস্তার জন্য চরম দূর্ভোগে সাত শতাধিক শিক্ষার্থী

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ৩০০ ফিট রাস্তার জন্য চরম দূর্ভোগে সাত শতাধিক শিক্ষার্থী

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে মাত্র ৩০০ ফিট উঁচু সড়ক না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি ও অল্প...

ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা

বাংলাদেশ

ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা

ঈদ উপহার নিতে যাওয়া সেই বৃদ্ধকে ঘুষি দেওয়ার এক দিন পর আজ রোববার তাঁকে নিজ হাতে সহায়তার চাল দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভ...