বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
মৌসুমের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত শিরোপা খুইয়েছে বার্সেলোনা। অন্যদিকে করোনা বিরতির পর কাতালান জায়ান্টদের ব্যর্থতার বিপরীতে দুর্দান্ত সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ।টানা জয়ে ৩৪তম লা লিগা শিরোপাও ঘরে তুলেছে লস ব্ল্যাঙ্কোসরা। বৃহস্পতিবার রাতে রিয়ালের শিরোপা উৎসবের রাতে ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। দলের মন হতাশাজনক পারফরম্যান্সে বিরক্ত মেসি নিজের রাগ দমিয়ে রাখতে পারেননি। সরাসরি বলে দিয়েছেন, ‘এভাবে খেলতে থাকলে চ্যাম্পিয়নস লিগেও ব্যর্থ হতে হবে। ’ দলকে ‘দুর্বল’ বলেও কটাক্ষ করেছেন তিনি। প্রশ্ন উঠেছে, ফেবারিট হয়েও কেন এমন অধঃপতন হলো কিকে সেতিয়েনের দলের? উত্তর খুঁজতে বিভিন্ন বিষয়ের অবতারণা করছেন অনেকে। বিশেষ করে অতিরিক্ত মেসিনির্ভরতার কথাই বেশি শোনা যাচ্ছে। কিন্তু পুরো মৌসুমে সবচেয়ে সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও দলীয় সাফল্যের দেখা পাননি মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের মতে, বার্সায় আসলে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন বা সহায়তাই পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সার সাবেক ডিফেন্ডার, ‘রেডিও কাতালুনিয়া’কে বলেন, ‘সে (মেসি) জাত বিজয়ী। সে হারতে অপছন্দ করে এবং তার রাগ করাটা তাই স্বাভাবিক। সে আমার মতোই সবসময় জিততে চায়। সে বহুদিন থেকে থেকে খেলছে, ফলে সে বুঝতে পারে কখন দল ভালো খেলছে আর কখন খেলছে না। বহুদিন বার্সায় খেলার ফলে সে জানে জিততে হলে কী করতে হবে। আমার যেটা মনে হয় যে, সে আসলে ঠিকঠাক সমর্থন পাচ্ছে না। ’ বার্সার সর্বজয়ী দলের সদস্য আরও বলেন, ‘(আমাদের সময়) মেসিই ছিল মূল তারকা। কিন্তু আমরা তখন তাকে যথেষ্ট সহযোগিতা করতাম। সে সব সময় শীর্ষে থাকতে চাইত এবং এটা বানিয়ে দেওয়ার জন্য অন্যদের সহায়তা দরকার। এখন বিষয় হচ্ছে দলের জন্য সবটা তাকেই করতে হচ্ছে, কিন্তু সে শুধুই একজন মানুষ। ’ এ অবস্থায় মেসি কি বার্সা ত্যাগ করবেন? এমন প্রশ্নের জবাবে আলভেস বলেন, ‘না, আমি এমনটা মনে করি না। কারণ সে হচ্ছে ক্লাবের পোস্টার বয় এবং এটা (মেসি যদি ক্লাব ছাড়ে) ক্লাবের জন্য সবচেয়ে বড় ভুল হবে। তার মতো খেলোয়াড় এখানে অবসর না নেওয়া এবং ক্যাম্প ন্যুয়ের নাম বদলে লিও মেসি না করা হবে বড় ভুল। ’ বিগত দুই মৌসুমেই নেইমারের বার্সায় ফিরে আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। আলভেস স্বীকার করলেন, স্বদেশী ফরোয়ার্ডকে ফের একবার বার্সায় ফিরে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘একমাত্র নেইমারকেই আমি বার্সায় যেতে উৎসাহ দিয়েছিলাম। রিয়াল মাদ্রিদের কাছ থেকে সে বড় অফার পেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম যদি সে সুখী হতে চায় তাহলে বার্সাতেই ফেরা উচিত। ’ নেইমারের বার্সায় ফেরা যেমন জরুরি, তেমনি বার্সারও নেইমারের প্রয়োজন বলে মনে করেন আলভেস। তিনি বলেন, ‘আমি যদি নেইমার হতাম তাহলে চিন্তাভাবনা বাদ দিয়ে চলে আসতাম। আমি কখনো ভাবিনি কেউ সিদ্ধান্ত নেওয়ার পর ভুল করতে পারে। সবাই জানে নেইমার বার্সা এবং মেসিকে সহায়তা করতে পারে এবং বার্সাও ফের লা লিগা এবং ইউরোপের জায়ান্ট হতে পারে। দলে ১১ জন খেলোয়াড় থাকে, কিন্তু মেসি থাকলে ১৩ জন হয়। নেইমারের ক্ষেত্রেও তাই। ’ তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

অপরাধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক যেন প...

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

শাহজাদপুর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে দুই ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কবিগুরু রবীন্দ্রনাথ সাধারন মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ - নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

জাতীয়

কবিগুরু রবীন্দ্রনাথ সাধারন মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ - নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

কবিগুরু ১৬১তম জন্মজয়ন্তী উৎসবে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে কাছারিবাড়ি প্রাঙ্গণ। সেইসাথে উৎসবের...