শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার রাউতারা এলাকায় চলনবিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে এ অঞ্চলের শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, আত্রাই, রাণীনগর, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব অঞ্চলের হাজার হাজার গো-খামারে (বাথান) লালন পালন করা প্রায় ৩ লক্ষাধিক গবাদীপশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে গো-খামারীদের অবর্ণনীয় দুর্ভোগ-দুর্গতি পোহাতে হচ্ছে। দেশের দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু ওই অঞ্চলের গো-খামারীরা ওই বিশাল সংখ্যক গবাদীপশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে দিশেহারা হয়ে পড়েছে। এসব এলাকায় রোপিত উন্নতজাতের গো-খাদ্য ( কাঁচা ঘাস) ইতিমধ্যেই আকষ্মিক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এ অঞ্চলে গো-খাদ্য কাঁচা ঘাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। আকষ্মিক বন্যার পানিতে বড়াল নদী তীরবর্তী রাউতারা-নিমাইচড়া চলনবিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে মুহুর্তেই এ অঞ্চলের বিস্তৃত গো-চারণ ভূমির বিশাল এলাকা প্লাবিত হয়েছে। ফলশ্রুতিতে, চলনবিলের বিস্তৃর্ণ ওই চারণ ভূমিতে লালন-পালনকৃত গবাদী পশু শ্যালো নৌকার মাধ্যমে পরিবহন করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে খামারীরা। কাঁচা ঘাস বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় চলনবিল অঞ্চলে গো-খাদ্য ব্যবসায়ীরা গো-খাদ্য খড় নৌকাযোগে বিভিন্ন স্থানের খামারীদের সরবরাহ করছে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর সাবেক ভাইস চেয়ারম্যান, সফল গো-খামারী মোঃ শফিকুর রহমান বলেন, ‘হঠাৎ করেই রাউতারা স্লুইচগেট সংলগ্ন এলাকায় রাউতারা-নিমাইচড়া রিং বাঁধটি ভেঙ্গে যাওয়ায় বাঘাবাড়ী মিল্কশেড এরিয়াসহ চলনবিলাঞ্চলের প্রায় ৩ লক্ষাধিক গবাদীপশু নিয়ে গো-খামারীরা চরম উদ্বেগ আর উৎকন্ঠায় পড়েছে। ইতিমধ্যেই এ অঞ্চলের গো-খামারীরা তাদের গবাদীপশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। সেইসাথে এ অঞ্চলে অকষ্মাৎ কাঁচা ঘাসের তীব্র সংকট সৃষ্টি হওয়াসহ গো-খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।’ এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব জানান,‘রাউতারা বাঁধ ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বালির বস্তা দিয়ে বাঁধের ওই স্থান সংস্কার করায় প্রতি বছরই এ ঘটনা ঘটে। ওইস্থানে ভাঙ্গন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে বৃহত্তর চলনবিলাঞ্চলবাসী ক্ষয়-ক্ষতির হাত থেকে রেহাই পাবে।’ পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...