শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
1d1   শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকা : উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করা ও এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে বিদায় করাসহ ছয় দফা সংবলিত ফুলবাড়ি চুক্তি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। দিনাজপুরের ফুলবাড়ি হত্যার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এ সভার আয়োজন করাহয়।সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ৩০ আগস্ট তত্কালীন চারদলীয় জোট সরকারের সঙ্গে আন্দোলনকারীদের ‘ছয় দফা ফুলবাড়ি চুক্তি’ হয়। ৩ সেপ্টেম্বর তখনকার বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ি গিয়ে প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে চুক্তি বাস্তবায়ন করা হবে। কিন্তু ছয় বছর ধরে ক্ষমতায় থেকেও তা বাস্তবায়ন না করে শেখ হাসিনা বেইমানি করেছেন। সভায় সংগঠনের সদস্যসচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বিদেশি প্রতিষ্ঠানের দালালি করে যাঁরা বিভিন্ন সময়ে বলেছেন, বাংলাদেশ গ্যাস-কয়লার ওপর ভাসছে, তাঁদের কান ধরে উঠ-বস করানো উচিত। শেখ হাসিনা বিভিন্ন সময়ে বলেছেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে না। তাহলে চুক্তি এখনো বাস্তবায়ন করা হচ্ছে না কেন?’সভায় আরও বক্তব্য দেন জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতউল্লাহ, ম. ইনামুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীম উদ্দিন খান প্রমুখ।উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বিষয়ে সরকারের সঙ্গে এশিয়া এনার্জির চুক্তির বিরুদ্ধে আন্দোলনরত গ্রামবাসীর ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণে তিনজন নিহত হন। এর পর থেকে প্রতি বছর ২৬ আগস্টকে ‘ফুলবাড়ি দিবস’ হিসেবে পালন করে আসছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সভার শুরুতে নিহত মানুষের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহত ব্যক্তিদের স্মরণে ২৬ আগস্ট সকাল ১০টায় জাতীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে দায় পূরণের আহ্বান তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেছেন, ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সঠিক পথ পাওয়া যাবে। সম্পদের ওপর শতভাগ জাতীয় মালিকানা এবং সম্পদ ব্যবহারে জাতীয় সক্ষমতা বিকাশের চেতনা নিয়ে কাজ করলে প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে। শুক্রবার সকালে রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে কমিটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস উপলক্ষে আয়োজিত শহীদের খুনে রাঙা পথে দালাল ও বেঈমানের ঠাঁই নাই শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বক্তারা। এতে ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বিডি রহমতুল্লাহ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, প্রকৌশলী ম. ইনামুল হক, ড. তানজিমউদ্দীন খান, প্রকৌশলী কল্লোল মোস্তফা প্রমুখ। সভায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জনগণের কর্তৃত্বে যদি জাতীয় সম্পদ না থাকে, যদি দেশ কমিশনভোগী ও লুটেরাদের দ্বারা পরিচালিত হয় তাহলে সম্পদ পরিণত হয় অভিশাপে। ফুলবাড়ী গণঅভ্যুত্থান আবাদি জমি পানিসম্পদ ও মানুষ বিনাশী চক্রান্ত প্রতিরোধ করেছিল, এটি ধ্বংসাত্মক পথের পরিবর্তে জনস্বার্থে উন্নয়নের তাগিদ উপস্থিত করেছে। শহীদের খুনে রাঙা এই প্রতিরোধ এখনও জারি আছে। অধ্যাপক বিডি রহমতুল্লাহ বলেন, বিদ্যুৎ সংকট সমাধানের অজুহাতে কয়লা ও গ্যাসসম্পদ লুণ্ঠনের আয়োজন চলছে। অথচ দেশে অমূল্য সৌর শক্তি, বায়ু শক্তি ও বর্জ্য ব্যবহারে জাতীয় সক্ষমতার বিকাশের পদক্ষেপই সঠিক সমাধান দিতে পারে। রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের স্বার্থে রক্তে লেখা ফুলবাড়ী চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

শাহজাদপুরে ইসলামী জালসা অনুষ্ঠিত

ধর্ম

শাহজাদপুরে ইসলামী জালসা অনুষ্ঠিত

গতকাল রোববার রাতে উপজেলার শেলাচাপড়ী পশ্চিমপাড় গ্রামের পূর্ব উত্তরপাড়া মহল্লার ‘মাশয়ারিল হারাম’ জামে মসজিদের উন্নতিকল্পে...

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

বাংলাদেশ

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

উপ-সম্পাদকীয়

কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন

মানুষের প্রয়োজনে দুনিয়ায় কত শত পেশা যে তৈরি হয়েছে তার ইয়ত্তা নাই । দেখুন না, জুতা সেলাই থেকে জাহাজ তৈরি কিংবা টিকা তৈরি...

শাহজাদপুরে কাভার্ডভ্যান চাপায় কৃষক নিহত

শাহজাদপুর

শাহজাদপুরে কাভার্ডভ্যান চাপায় কৃষক নিহত

একদিনের ব্যবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় আক্তার মোল্লা (৪৫) নামের আরো এজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার...