শাহজাদপুর সংবাদ ডটকম : পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনার ষষ্ঠ দিনে সনাক্ত হওয়া ধাতব বস্তুটিকে ঘিরেই চলছে উদ্ধার তৎপরতা। ডুবে যাওয়া লঞ্চের খোঁজে নদী অন্য স্থানে অনুসন্ধান অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।আজ রোববার এক সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এ কথা জানান। বেলা সোয়া ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাওয়া রেস্ট হাউসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক জানান, শনিবার দুপুরের পদ্মা নদীতে যে ধাতব বস্তুটি শনাক্ত হয়েছে তা ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর কি না তা শতভাগ নিশ্চিত হতে কাণ্ডারি-২ ও জরিপ-১০ নামের অনুসন্ধানী জাহাজ কাজ চালিয়ে যাবে।এছাড়া নৌবাহিনী, ফায়ার সার্ভিসকে অনুসন্ধান কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে তারা আর এ কার্যক্রমে যুক্ত থাকবেন না।অন্যান্য সব ধরনের অনুসন্ধান কার্যক্রম আপাতত পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
তিনি জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পদ্মা নদীর ৫০ বর্গ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হলেও ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটি সাতদিনেও শনাক্ত করতে পারেনি সমন্বিত উদ্ধারকারী দল।
সংবাদ সম্মেলনে নৌবাহিনীর কর্মকর্তা ও কান্ডারি-২ এর কমান্ডার মনজুরুল করিম চৌধুরী,ক্যাপ্টেন নজরুল ইসলাম,বিআইডব্লিউটিএর পরিচালক (সিএমপি) মো. হোসেনসহ সমন্বিত উদ্ধারকারী দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে অনুসন্ধান জাহাজ কাণ্ডারি-২-এর ইকো সাউন্ডারে পদ্মায় নিমজ্জিত একটি ধাতব বস্তুর সংকেত ধরা পড়ে। মাওয়া ঘাটের অদূরে, যেখানে এমএল পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়, তার কাছাকাছি জায়গায় ওই সংকেত পাওয়া যায়। 'বস্তুটি' আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বস্তুটি আদৌ পিনাক-৬ লঞ্চ কি-না, তা রোববার দুপুর পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি।গত সোমবার মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা
এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...
শাহজাদপুর
শাহজাদপুর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মামলা না হওয়ার কারণ’ খুঁজছে সিরাজগঞ্জ জেলা বিএনপি
আওয়ামী লীগ–সমর্থিত সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, না হ...
শাহজাদপুর
মিল্ক ভিটার অনিয়মের বিরুদ্ধে শাহজাদপুরে সমবায়ীদের প্রতিবাদ
‘সমবায়ী বাঁচলে মিল্ক ভিটা বাঁচবে’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার বিভিন্ন অনিয়মের...