শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) থেকে : আজ (বৃহস্পতিবার) দুপুরে সিরাজগঞ্জ জেলার তাঁত ও দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারে সিটি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর এসএমই শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুরে মণিরামপুর বাজারস্থ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ শাখার শুভ উদ্বোধন করেন দি সিটি ব্যাংক লিমিটেড উত্তরবঙ্গ বিভাগীয় প্রধান মো: সাইফুল ইসলাম। সিটি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর শাখার আয়োজনে স্থানীয় এজেন্ট ফজলে রাব্বি সেতুর সভাপতিত্বে ও শাহজাদপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সিটি ব্যাংক এজেন্ট ও এসএমই শাখার উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রবিন আকন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন, সিটি ব্যাংক সিরাজগঞ্জ শাখা ব্যবস্থাপক ও এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী শাখার এসোসিয়েট ম্যানেজার রবিউল ইসলাম, সিরাজগঞ্জ এসএমই-এসবি শাখার ইউনিট ম্যানেজার তহিদুর রহমান, ব্যবসায়ী নেতা হাজী আনোয়ার হোসেন, আলহাজ্ব হায়দার আলী, শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ জাফর লিটন, সাংবাদিক মণিরুল গণি চৌধুরি শুভ্র প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ ও উদ্বোধক দি সিটি ব্যাংক লিমিটেড উত্তরবঙ্গ বিভাগীয় প্রধান মো: সাইফুল ইসলামসহ অতিথিবৃন্দ বক্তব্যে বলেন,' প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষকে সহজে সকল প্রকার ব্যাংকিং লেনদেনের আওতায় এনে সব ধরণের ব্যাংকিং সেবা প্রদান করাই সিটি ব্যাংকের উদ্দেশ্য। সিটি ব্যাংকের এ শাখায় গ্রাহকদের জন্য সেভিংস, কারেন্ট, বেতন-ভাতা, ছাত্র-ছাত্রী ও অন্যান্য একাউন্ট খোলা, নগদ অর্থ উত্তোলন ও জমা, অন্য ব্যাংক বা একাউন্টে ফান্ড ট্রান্সফার রেমিট্যান্সের অর্থ প্রদান, পল্লী বিদ্যুতের বিল, গ্যাস বিল, মোবাইল বিল প্রদান, ক্ষুদ্র ও কৃষি ঋণের আবেদন গ্রহন, ডিপিএস/ফিক্সড ডিপোজিট সেবা গ্রহণ ও স্কুল কলেজের বেতন গ্রহণের সুবিধাসহ সব ধরণের ব্যাংকিং সেবার সু-ব্যবস্থা রয়েছে। শাহজাদপুরের সকল শ্রেণিপেশার মানুষ এ ব্যাংকে আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবা গ্রহণ করে আর্থিক ভাবে লাভবান হবেন।' উক্ত সভায় শাহজাদপুরের ব্যবসায়ীমহল, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যবসায়ী নেতা রবিন আকন্দ ফিতা কেটে সিটি ব্যাংক শাহজাদপুর এজেন্ট ও এসএমই শাখার উদ্বোধন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

বাংলাদেশ

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...