শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

বাঘাবাড়ী থেকে ঢাকায় দুধ সরবরাহ বন্ধঃ বিভিন্ন স্থানে তরলদুধের কৃত্রিম সংকট।

Milk-Vita-photo-2lll স্থানীয় প্রতিনিধিঃ গতকাল রোববার সকাল থেকে লাগাতারভাবে অনির্দিষ্টকালের জন্য শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্কভিটা কারখানা চত্বরে চাকুরী চ্যুত শতাধিক কর্মচারী চাকুরীতে পূনর্বহালের দাবীতে আন্দোলন শুরু করেছে। এ আন্দোলনের অংশ হিসাবে তারা এ দিন বাঘাবাড়ী মিল্কভিটা গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়া মিল্কভিটার তরল দুধ পরিবহনকারী ট্যাংকলরি ঢাকায় গমনে বাধা প্রদান করায় এদিন শাহজাদপুর থেকে ঢাকায় মিল্কভিটার তরল দুধ সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে মিল্কভিটার প্রায় সাড়ে তিন লাখ লিটার তরল দুধ নিয়ে ১৬ টি গাড়ী বাঘাবাড়ীতে আটকা পড়ে আছে। তরল দুধ সরবরাহ বন্ধ হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জরুরী শিশু খাদ্য তরল দুধের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এই বিপুল পরিমান দুধ সরবরাহ দিতে না পেরে বাঘাবাড়ী মিল্কভিটা কর্তৃপক্ষ চরম বেকায়দায় পরেছে। আন্দোলনকারীরা মিল্কাভটার দুধ সরবরাহ বন্ধ করে দিলেও কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ না করায় দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীরা বিনা বাধায় এদিন মিল্কভিটায় দুধ সরবরাহ করেছে। ফলে বাঘাবাড়ী মিল্কভিটার তরলদুধের ধারনক্ষমতা পূর্ণ হওয়ায় অতিরিক্ত দুধ ফেরত দিতে বাধ্য হচ্ছে। ফেরতকৃত দুধ নিয়ে কৃষকেরা বিপাকে পরেছে। তারা বিভিন্ন হাট-বাজার ও পথে-ঘাটে ফেরি করে কম দামে দুধ বিক্রি করছে। ফলে ৫০ টাকা লিটারের দুধ ২০ থেকে ২৫ টাকা দরে কৃষকেরা বিক্রি করতে বাধ্য হচ্ছে। চাকুরীচ্যূতরা জানিয়েছেন, বিগত তত্বাবধায়ক সরকারের আমলে অতিরিক্তি ও অবৈধ নিয়োগের অজুহাতে মিল্কভিটার বিভিন্ন কারখানার ৩৭৪ জন কর্মচারীকে চাকুরীচ্যূত করা হয়। পরবর্তী সময়ে চাকুরীচ্যূতদের অসহায় অবস্থা বিবেচনা করে এদের পূনর্বহালের সিদ্ধান্ত মোতাবেক ধাপে ধাপে ২৪৫ জনকে চাকুরী ফিরিয়ে দেওয়া হয়। বাকী ১২৯ জন চাকুরী ফেরত পাওয়ার উদ্দেশ্যে তদবির শুরু করে। এর মধ্যে বাঘাবাড়ী কারখানার ৬০ জন কর্মচারী স্থানীয় প্রভাবশালী এক নেতার মাধ্যমে জনপ্রতি ১ লাখ ২০ হাজার টাকা করে মিল্কভিটা চেয়ারম্যান হাসিব খান তরুনকে উৎকোচ প্রদান করেছে বলে তারা দাবী করেছে। এরপরেও তাদের চাকুরী ফিরিয়ে না দেওয়ায় গত ১৯ আগষ্ট তারা বাঘাবাড়ী মিল্কভিটা চত্বরে আন্দোলন শুরু করে। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে মিল্কভিটা কর্তৃপক্ষ চাকুরী ফিরিয়ে দিতে ৩০ আগষ্ট পর্যন্ত সময় নেয়। গত শনিবার এ সময় পার হয়ে গেলেও চাকুরী ফিরে না পাওয়ায় তারা এই লাগাতার আন্দোলন কর্মসূচী শুরু করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খান তরুনের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে বাঘাবাড়ী মিল্কভিটা কারখানা ম্যানেজার ডাঃ ইদ্রিস আলীর কাছে মোবাইল ফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, উৎকোচ প্রদানের বিষয়টি তার জানা নেই। এটা কতটুকু সত্য তাও তিনি কিছু বলতে পারবেন না বলে জানান। এছাড়া আন্দোলকারীদের বাধার মুখে এদিন বাঘবাড়ী মিল্কভিটা থেকে ঢাকায় তরল দুধ সরবরাহ বন্ধ রয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, কোথাও কোন দুধের কৃত্রিম সংকট সৃষ্টি হয়নি। আন্দোলনকারীরা বিক্ষোভ শেষে মিল্কভিটা গেটে অবস্থান নিয়ে এক সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম স্বপন। বক্তব্য রাখেন, শাহ আলম, সাইদুর রহমান বাবলু, আজমত আলী, জহুরুল ইসলাম, মোক্তার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, চাকুরী ফেরত না পাওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন কর্মসূচী চলবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের হরিনাথপুর(পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা উচ্চ...

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

অপরাধ

শাহজাদপুরে পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি! আটক ৪

সিরাজগঞ্জ শাহজাদপুরে দুটি টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫ বাড়ির পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণলংক...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

শাহজাদপুরে ডি টি সি মাদকাসক্তির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে ডি টি সি মাদকাসক্তির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফারুক হাসান কাহার ঃ ডি টি সি মাদকাসক্তি নিরাময় কেন্দের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে...