


শেরপুরে সাবেক প্রধানমন্ত্রীকে বরণ করতে ২০ কিলোমিটারজুড়ে রাজকীয় তোরণ!
পিএনএস (আইয়ুব আলী), শেরপুর (বগুড়া) : বিএনপি চেয়ারপার্সন ও ২০-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাঞ্চল সফরকে ঘিরে বগুড়ার শেরপুরে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। এমনকি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এখন চাঙা। এদিকে বিএনপি দলীয় নেতাকর্মীদের ভেতরে সামান্য ভুল বোঝাবুঝি ও মনে কিছুটা ক্ষোভ দুঃখ থাকলেও দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমন তা সম্পুর্নরুপে ভুলিয়ে দিয়েছে।এ উপলক্ষে চারদিকে সাজসাজ রব পড়ে গেছে। বগুড়ার প্রবেশদ্বার শেরপুর উপজেলার দক্ষিণে সীমাবাড়ী ও উত্তরে দশমাইল ঢাকা-বগুড়া মহাসড়কের ২০কিলোমিটার এলাকাজুড়ে রং-বে-রংয়ের তোরণ, পোষ্টার, ব্যানার, প্লাকার্ড, ফেষ্টুনে মুড়িয়ে ফেলা হয়েছে। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিশালাকৃতির একাধিক ছবি। সব মিলিয়ে দলের চেয়ারপার্সন বেগম জিয়াকে বরণ করতে সব আয়োজন সম্পন্ন করে এনেছেন উপজেলা ও পৌর বিএনপি। বিএনপি দলীয় সূত্র জানায়, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উত্তরাঞ্চল সফর কর্মসূচি ঘোষণার পর থেকেই দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়। এছাড়া এ কর্মসূচি সফল করতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে বুধবার (২২অক্টোবর) বেলা ৩টায় বেগম জিয়াকে স্বাগত জানাতে শেরপুর শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে বিশাল গণজমায়েতের আয়োজন করা হয়েছে। ওই গনজমায়েত কর্মসূচিতে স্মরণকালের জনসমাগম ঘটাতে বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতারা স্থানীয়ভাবে সপ্তাহব্যাপি কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সংক্ষিপ্ত আকারে একাধিক সভা-সমাবেশও করা হয়। দলের উপজেলা কমিটির নেতারা সেখানে বক্তব্য রাখেন। নেতাকর্মীদের সামনে বর্তমান আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতনসহ নানা অন্যায় অত্যাচারের চিত্র তুলে ধরা হয়। এছাড়া শহর এলাকায় প্রায় প্রতিদিনই মিছিল মিটিং লেগেই আছে। আর বিষয়গুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা বলেন, নেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করতে দলের হাজার হাজার নেতাকর্মী সম্পুর্ন প্রস্তুত। এছাড়া এ কর্মসূচি থেকেই নেত্রী সরকার পতন আন্দোলনের সুনির্দিষ্ট ঘোষণা দিবেন বলেও তিনি মনে করেন। তাই অবৈধ আওয়ামীলীগ সরকারের যাতাকলে পিষ্ট সাধারণ মানুষও নেত্রীর আগমনের প্রহর গুনছেন। আমাদের সঙ্গে তাঁরাও নেত্রীকে স্বাগত জানাবেন বলে বিএনপি নেতা জানে আলম খোকা দাবি করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার বলেন, দলের চেয়ারপার্সনকে স্বাগত জানাতে সব প্রস্তুতি চূড়ান্ত। আজ বুধবার দুপুর থেকেই নেত্রীকে স্বাগত জানাতে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে দলের হাজার হাজার দলীয় নেতাকর্মী জমায়েত হবেন বলে তিনি দাবি করেন।সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

তথ্য-প্রযুক্তি
ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো
শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুরের ভেকা ও হাটপাচিল গ্রাম বিলীন হওয়ার উপক্রম
স্টাফ রিপোর্টারঃ দ্রুত বন্যার পানি কমতে থাকায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে ভয়াবহ ভাঙ্গন...

আইন-আদালত
শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক
ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

আন্তর্জাতিক
সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে
জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...