সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
বাবর আজমের যা সামর্থ্য ও পারফরম্যান্স, সে অনুযায়ী প্রাপ্য কৃতিত্ব তিনি পান না বলে মনে করেন নাসের হুসেইন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে, বিরাট কোহলি যদি বাবরের মতো খেলতেন, তাহলে ঠিকই আলোচনার ঝড় উঠত তাকে নিয়ে। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বুধবার যখন স্ট্রোকের দ্যুতিতে মাতাচ্ছেন বাবর, স্কাই স্পোর্টসে তখন এই মন্তব্য করলেন হুসেইন। পারফরম্যান্সের ধারাবাহিকতা দিয়ে অবশ্য বাবর আলোচনায় থাকছেন নিয়মিতই। তাকে কোহলি, স্টিভেন স্মিথদের উচ্চতায় রাখার প্রসঙ্গও উঠে আসছে বারবার। কোহলি, স্মিথের সঙ্গে কেন উইলিয়ামসন ও জো রুটকে মিলিয়ে বলা হয় ‘ফ্যাবুলাস ফোর’, সময়ের সেরা চার ব্যাটসম্যান। হুসেইনের কোনো সংশয় নেই, একই উচ্চতায় এখন বাবরকেও রাখতে হবে। “ এই ছেলেটি যদি কোহলি হতো, সবাই তাকে নিয়ে কথা বলত। কিন্তু যেহেতু সে বাবর আজম, কেউ কিছু বলছে না। ২০১৮ সাল থেকে টেস্টে তার গড় ৬৮, ওয়ানডেতে ৫৫।” “ সে তরুণ বয়সী, খুবই নান্দনিক ব্যাটসম্যান ও নিজের পারফরম্যান্সে গর্ব খুঁজে নেয়। লোকে ‘ফ্যাব ফোর’ নিয়ে কথা বলে, কিন্তু এখন তা ‘ফ্যাব ফাইভ’, বাবরও সেখানে আছে।” সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিয়ারের শুরু থেকেই বাবর দুর্দান্ত। ৭৪ ওয়ানডে খেলেই ১১ সেঞ্চুরি করে ফেলেছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান, ব্যাটিং গড় ৫৪.১৭। টি-টোয়েন্টিতেও অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে রান করে চলেছেন পঞ্চাশের বেশি গড়ে। ২০ ওভারের ক্রিকেটে অনেক দিন থেকেই তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ওয়ানডেতে এখন আছেন তিন নম্বরে। টেস্টে অবশ্য ক্যারিয়ারের শুরু থেকে পারফরম্যান্স এতটা ভালো ছিল না। বরং ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। কিন্তু সময়ের সঙ্গে কঠিনতম সংস্করণেও হয়ে উঠেছেন দুদান্ত পারফর্মার। হুসেইন যে সময়ের কথা বলছেন, ২০১৮ সাল থেকে চলতি টেস্টের প্রথম দিন পর্যন্ত, ১৬ টেস্টে বাবরের গড় ৬৮.৭৬। এই সময়টায় স্মিথের গড় ৫৯.৬৬, কোহলির ৫৩.২৯। আর বড় ইনিংসের ধারাবাহিকতার অভাবে রুট এই সময়টায় পিছিয়ে পড়েছেন অনেক, গড় কেবল ৪০.১৬। হুসেইনের মতে, পাকিস্তানের ক্রিকেটার বলেই আড়ালে থেকে যাচ্ছেন বাবর। “ এটি খুবই দুঃখজনক। অনেক কিছুর ফল এটি। পাকিস্তান দীর্ঘদিন ধরে দেশের বাইরে খেলতে বাধ্য হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে ফাঁকা মাঠে খেলছে, ভারতীয় ক্রিকেটের ছায়ায় পড়ে থাকছে, আইপিএলে খেলার সুযোগ সুযোগ পাচ্ছে না, ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না, সবকিছু মিলিয়েই এটা হচ্ছে। ”   সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শিক্ষাঙ্গন

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ শিক্ষার্থীদের নিকট থেকে জোর করে উপবৃত্তির টাকা কেটে নেওয়া ও এর প্রত...

চলে গেলেন কিংবদন্তি কার্টুনিস্ট ‘চাচা চৌধুরী’

আন্তর্জাতিক

চলে গেলেন কিংবদন্তি কার্টুনিস্ট ‘চাচা চৌধুরী’

এনায়েতপুরে বন্যা দুর্গতদের মাঝে লতিফ বিশ্বাসের নগদ অর্থ প্রদান

বন্যা

এনায়েতপুরে বন্যা দুর্গতদের মাঝে লতিফ বিশ্বাসের নগদ অর্থ প্রদান

এনায়েতপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যা দুর্গত অসহায়দের মাঝে জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সা...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

এনায়েতপুরে দোকান ও বসত বাড়ী ভস্মিভূত

বেলকুচি

এনায়েতপুরে দোকান ও বসত বাড়ী ভস্মিভূত

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ এনায়েতপুরে বেতিল বাজার কবরস্থান সংলগ্ন শুক্রবার সকাল ১০ টায় অগ্নিকান্ডে ৪টি ঘর এব...