বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
করোনা ভাইরাস প্রতিরোধে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটিকালীন সময়ে বিভাগ/ জেলা/উপজেলা/ ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিকে দায়িত্ব পালনের লক্ষ্যে তাদের নিজ নিজ কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশ দেয় সরকার। কিন্তু তা না মেনে সরকারি নির্দেশনা উপেক্ষা করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি কর্মস্থলে না থেকে উপজেলার বাহিরে বিভিন্ন উপজেলা ও জেলায় অবস্থান করছেন। এতে করে জরুরি কাজের সময় পাওয়া যাচ্ছে না অধিকাংশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের। তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার ২৭টি দপ্তরের মধ্যে কর্মস্থলে রয়েছে মাত্র কয়েকটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, থানা, খাদ্য অধিদপ্তর, সমাজ সেবা কার্যালয়ে সকল কর্মকর্তা-কর্মচারি কর্মস্থলে উপস্থিত রয়েছেন। এ ছাড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপজেলা প্রকৌশলী ছাড়া সকল কর্মকর্তা-কর্মচারি রয়েছেন তাদের কর্মস্থলের বাহিরে, উপজেলা শিক্ষা অফিসের একজন সহকারি শিক্ষা অফিসার ও একজন অফিস সহকারি ছাড়া কেউ নেই কামারখন্দ উপজেলায়, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সকল কর্মচারি অবস্থান করছেন সিরাজগঞ্জ শহরে। পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিরকল্পনা কর্মকর্তা এই উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় তিনি তার কর্মস্থল সিরাজগঞ্জ শহরে রয়েছেন, এ কার্যালয়ের কয়েকজন ছাড়া সকল কর্মচারি উপজেলার বাহিরে। পল্লী উন্নয়ন কার্যালয়ে পল্লী উন্নয়ন কর্মকর্তা ও চার জন ছাড়া বাকি দুই জন সিরাজগঞ্জ শহরে অবস্থান করছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা মাঝে মধ্যে কর্মস্থলে আসলেও এ দপ্তরের অধিকাংশ কর্মকর্তা কর্মস্থলেই রয়েছেন। যুব উন্নয়ন দপ্তরে যুব উন্নয়ন কর্মকর্তা সরকারি ত্রাণ বিতরণে তিনি তার দায়িত্ব পালন করছেন অন্যান্য কর্মরত সবাই কামারখন্দের বাহিরে অবস্থান করছেন। সমবায় কর্মকর্তার কার্যালয়ে সমবায় কর্মকর্তা ছাড়া অধিকাংশ কর্মচারি নেই কর্মস্থলে, হিসাবরক্ষণ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকায় তিনি তার আসল কর্মস্থলেই রয়েছেন এ কার্যালয়ের বাকী কর্মচারিরা উপজেলার বাহিরে, সাব-রেজিস্টার সহ তার কার্যালয়ের সকল কর্মচারি রয়েছেন সিরাজগঞ্জ শহরে, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরসহ কেউ নেই কর্মস্থলে, উপজেলা প্রকল্প কর্মকর্তার (পজীব) কার্যালয়ের উপ প্রকল্প কর্মকর্তা ও কয়েকজন কর্মচারি ছাড়া অন্যান্যরা রয়েছেন বিভিন্ন উপজেলায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশল ছাড়া সকল কর্মচারি উপজেলার বাহিরে, নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা ছাড়া অন্যান্য কর্মচারিরা নেই কর্মস্থলে, বন কর্মকর্তার কার্যালয়, আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মরত সবাই কর্মস্থলের বাহিরে অবস্থান করছেন। এই সব সরকারি কর্মকর্তা-কর্মচারি সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কামারখন্দ উপজেলার বাহিরে অবস্থান করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারি কামারখন্দ উপজেলায় অবস্থান করছেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী এসএম সানজীদ আহম্মেদ জানান, আমি ছাড়া আমার অফিসের কর্মরত সবাই কামারখন্দ উপজেলার বাহিরে সিরাজগঞ্জ শহরসহ বিভিন্নস্থানে অবস্থান করছেন। এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, যে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি কর্মস্থলে নেই। তাদের তালিকা তৈরী করে মন্ত্রী পরিষদ বিভাগে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

মাদকের অন্ধকার থেকে ৫ যুবকের  আলোর জীবনে পদার্পণ

স্বাস্থ্য

মাদকের অন্ধকার থেকে ৫ যুবকের আলোর জীবনে পদার্পণ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : ‘মাদক যখন সেবন করেছি, তখন মানুষ খুন করা ছাড়া এমন কোন অপরাধ নাই যা করতো নূন্যতম দ্বিধাবোধ ক...

‘অতীতে বঙ্গবন্ধুর নামে; এখন প্রধানমন্ত্রীর অবদানে ক্রিকেটের টাইগার হিসেবে বাংলাদেশকে বিশ্ববাসী চিনেছে’ - সাবেক এমপি চয়ন ইসলাম

খেলাধুলা

‘অতীতে বঙ্গবন্ধুর নামে; এখন প্রধানমন্ত্রীর অবদানে ক্রিকেটের টাইগার হিসেবে বাংলাদেশকে বিশ্ববাসী চিনেছে’ - সাবেক এমপি চয়ন ইসলাম

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর নামে বিশ্ববাসী চিনতো। কিন...

সাংবাদিক শিমুলের কবর জিয়ারতে আগামীকাল শাহজাদপুরে আসছেন পিআইবি’র চেয়ারম্যান গোলাম সারওয়ার

জাতীয়

সাংবাদিক শিমুলের কবর জিয়ারতে আগামীকাল শাহজাদপুরে আসছেন পিআইবি’র চেয়ারম্যান গোলাম সারওয়ার

আগামীকাল ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পা...

স্ত্রীর কারনে হার্ট অ্যাটাক বেশি হয় পুরুষদের

স্বাস্থ্য

স্ত্রীর কারনে হার্ট অ্যাটাক বেশি হয় পুরুষদের

নিউজ ডেস্ক: আজকের কম্পিটিশনের দুনিয়ায় স্ট্রেস একটি দৈনন্দিন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর...

সিরাজগঞ্জ জেলায় যৌন উত্তেজক সিরাপ বিক্রি হচ্ছে বিভিন্ন নাম দিয়ে  নেই কোন প্রশাসনের তৎপরতা

সিরাজগঞ্জ জেলায় যৌন উত্তেজক সিরাপ বিক্রি হচ্ছে বিভিন্ন নাম দিয়ে নেই কোন প্রশাসনের তৎপরতা

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে ছড়িয়ে পরেছে অনুমোদ...