মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
দেশের এই ক্রান্তিলগ্নে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় করোনা রোগীদের সেবাদানের জন্য আইসোলেশন সেন্টার এবং করোনা নিবেদিত হাসপাতাগুলোতে সরকারি ডাক্তারদের স্বল্পতা দেখা দিয়েছে। এ অবস্থায় আমি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় করোনা টিমে বদলি হয়ে করোনা রোগীদের সেবা করতে ইচ্ছুক’- এটি একজন চিকিৎসকের আবেদন। চিকিৎসকের নাম ডা: মশিউর রহমান। তিনি একজন সহকারী সার্জন। তার এই আবেদনটি পুরো স্বাস্থ্য বিভাগে নাড়া জাগিয়েছে। আবেদনও গৃহীত হয়েছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের এই চিকিৎসক এখন নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। মশিউর রহমান গত ৩০ এপ্রিল থেকে হাসপাতালটিতে সংযুক্তি হিসেবে কর্মরত আছেন। কখনো তিনি করোনা সন্দেহে আসা রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। আবার কখনো আইসোলশনে থাকা অন্তত ৭০ রোগীর দেখভালের কাজ করে যাচ্ছেন। ডা: মশিউর বলেন, ‘মরতে তো হবেই। মরব যখন ভালো পথেই মরি। মানুষের সেবা করেই মরি। আমার নানা সুবেদার হাবিবুর রহমান (বীর উত্তম) দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে ৪৬ বছর পঙ্গুত্বেও সাথে লড়েছেন। নানার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি আমি। দেশের জন্য যুদ্ধ করতে পারিনি সঙ্গত কারণেই। তাই ভেবেছি দেশের এই ক্রান্তিলগ্নে করোনার সাথে যুদ্ধটা চালিয়ে যাবো।’ ডা: মশিউর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে। বাবা সাবেক সরকারি চাকরিজীবী (বিজিবির ক্লার্ক) বজলুর রহমান ও মা গৃহিনী শিরিনা আক্তারের বড় ছেলে তিনি। সংসারে বাবা, মা ছাড়াও দুই ভাই ও এক বোন আছেন। মশিউর রহমান ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরি পান। এক ভাই আইন পেশায় জড়িত, আরেক ভাই পড়াশুনা করছেন। একমাত্র বোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মশিউর রহমানের নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে। তার নানা হাবিবুর রহমান (বীর উত্তম) মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী। ঢাকার নিউ মার্কেটে হাবিবুর রহমানের নামে একটি গেট রয়েছে। গত ২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা: মো: বেলাল হোসেন এক প্রজ্ঞাপনে মশিউর রহমানকে নারায়ণগঞ্জে সংযুক্ত করেন। তবে তিনি মূল কর্মস্থল থেকে বেতন উত্তোলন করবেন বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ডা: মশিউর রহমান জানান, প্রজ্ঞাপনটি হাতে পাওয়ার পরপরই নারায়ণগঞ্জ ছুটে চলে যাওয়ার ইচ্ছা ছিল তার। তাড়াশ হাসপাতাল থেকে ‘না দাবি’ ও ‘ছাড়পত্র’ সংগ্রহে দেরি হওয়ায় তিনি ৩০ এপ্রিল নারায়ণগঞ্জে যোগদান করেন। মশিউর রহমান আরো বলেন, ‘আমি যেখানে কর্মরত ছিলাম, সেখানে একজনেরও করোনা পজেটিভ নেই। নিজ উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে প্রশিক্ষণ নিয়েছিলাম সেটা কাজে লাগাতে পারছিলাম না। চিন্তা করি, যেখানে বেশি করোনা রোগী আছে সেখানে গিয়ে সেবা দেবো। সেই চিন্তা থেকেই ঢাকার এক বন্ধুর মাধ্যমে আবেদনটি সংশ্লিষ্ট দফতরে জমা দেই। করোনা রোগীদের জন্য কাজ করতে দেয়ার সুযোগের চিঠি আসার পর আমার খুবই ভালো লেগেছে।’ তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি যে সার দেশের চিকিৎসক সঙ্কট। অনেকে ঠিকমতো সেবা পাচ্ছেন না শুনে খারাপ লাগে। নতুন করে চিকিৎসক নিয়োগ দেয়া হলেও তাদের যোগদানে কিছুটা সময় লাগবে। সার্বিক দিক বিবেচনা করে খুব দ্রুতই আবেদন করি।’ নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পুরোটাই এখন করোনা রোগীর সেবার জন্য ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ৭০ জনের মতো আইসোলেশেনে আছেন এ হাসপাতালে। এ ছাড়া করোনা সন্দেহভাজন রোগীদেরকেও এখানে সেবা দেয়া হয়। ৫১ জন চিকিৎসক পর্যায়ক্রমে এখানে সেবা দিয়ে যাচ্ছেন।
আরো খবরঃ কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ৭৮৬ জন, মৃত্যু ১ বিটিভির মহাপরিচালক সপরিবারে করোনা আক্রান্ত শাহজাদপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর হাসপাতাল কর্মচারীদের জন্য যুবলীগের উপহার

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

আসন্ন শাহজাদপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনের সাম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. এসএ হামিদ লাবলু

রাজনীতি

আসন্ন শাহজাদপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনের সাম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বিএনপি-জামায়াত জোট সরকারের ২য় মেয়াদী ১০ বছরের শাষণামলে...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

অপরাধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক যেন প...

শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত

শাহজাদপুর

শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরাতনপাড়া মহল্লার ঐতিহ্যবাহী রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি