রবিবার, ০৫ মে ২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বাড়িয়াপুরে অবস্থিত কাপড়ের হাট পুর্বের ন্যায় সপ্তাহে দু দিন কাপড়ের হাট করার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে এ এলাকার তাঁতীরা। শনিবার (৪জুন) দুপুরে শত শত তাঁতীদের অংশগ্রহনে এ বিক্ষোভ মিছিল হয়। সামাজিক দুরুত্ব বজায় না রেখে দুপুরে পৌর শহরের দ্বাড়িয়াপুর থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিষদের সামনে যায়। সরকারি ছুটির দিন থাকায় উপজেলা নির্বাহী অফিসারকে না পেয়ে পুনরায় বিক্ষোভটি দ্বাড়িয়ারপুর কাপড়ের হাটে এসে শেষ হয়। তাঁতীদের অভিযোগ ঐতিহ্যবাহী শাহজাদপুর কাপড়ের হাট সপ্তাহে রবি ও বুধবার হাট বসতো। এক শ্রেণীর প্রভাবশালী মহল সপ্তাহে চারদিন করে হাট বসাতে শুরু করেছে। সেই থেকেই শাহজাদপুরে শনি-রবি ও মঙ্গল-বুধ তাঁত কাপড়ের হাট বসতে শুরু করে। হাটের ইজারদারদের খাজনাও দ্বিগুণ বেড়ে যায়। আগে দু দিনে যে পরিমান কাপড় ক্রয় বিক্রয় হতে এখন চার দিনে সমপরিমান ক্রয় বিক্রয় হয় শুধু খরচ ও শ্রম হয় দ্বিগুন। এতে করে লোকসানের মুখে পড়েছে এ এলাকার তাঁতীরা। বিভিন্ন সময় কর্তৃপক্ষের নিকট সমাধান চেয়েও এর প্রতীকার পাননি। করোনাকালে ইতিমধ্যে অনেকের ব্যবসা বন্ধ হয়েছে তাই ঝুকি থাকা স্বত্তেও সামাজিক দুরত্ব বজায় না রেখে তাঁতীদের আজকের এ বিক্ষোভ। সপ্তাহের দু দিন সরকারি বিধি অনুযায়ী তাঁতীরা হাটের খাজনা দেওয়ার কথা জানান। এসময় তাঁতীরা খাজনার তালিকা হাটে জনসম্মুখে ঝুলিয়ে দেওয়ার দাবিও জানান। তাতীদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য এসময় স্থানীয় এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপনের হস্তক্ষেপ কামনা করেছেন। https://youtu.be/MB7hZUXKm8U

সম্পর্কিত সংবাদ

তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা

অর্থ-বাণিজ্য

তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা

শামছুর রহমান শিশির : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ দেশের তাঁতসমৃদ্ধ এলাকার তাঁত...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...