শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশির : এক সময় নাম শুনলেই গাঁ ছমছম করে ওঠা অজানা ভীতি সৃষ্টিকারী অঞ্চল কালের চক্রে সময়ের পরিধিতে অতিথি পাখির কলতানে মুখরিত প্রাঞ্জলিত এবং অভয়ারণ্য চলনবিল অঞ্চল প্রাকৃতিক বিপর্যয়সহ বহুমূখী সমস্যায় জর্জরিত হয়ে বর্তমানে সংকোচনের পথে! আধুনিক বিশ্বায়নের যুগে বায়ুমন্ডলে তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় আবহাওয়া ও জলবায়ূ ওপর পড়ছে বিরূপ প্রভাব ও পরিলক্ষিত হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া।ফলে দিগন্ত ছোঁয়া বিস্তৃত জলসীমা ধীরে ধীরে সংকুচিত হয়ে একদিকে যেমন ক্রমান্বয়ে ছোট আকার ধারণ করছে, অন্যদিকে এক সময়ের অতিথি পাখির অভয়ারণ্য অঞ্চল চলনবিল তার ঐহিত্য হারাতে বসেছে। চলনবিলের বুকে প্রমোদতরী ভাসিয়ে কত রাজা বাদশা,পাঠান মোগল নিরুত্তাপ ক্লান্তি ঝেড়েছেন তার খবর কে রাখে ! চলনবিলের বিশালত্ব ও দিগন্তছোঁয়া বিস্তৃর্ণ জলরাশির নৈসর্গিক দৃশ্য এবং বিদেশ থেকে আগত দৃষ্টিনন্দন অশেষ অতিথি পাখি দেখে বিষ্ময়ে অবিভূত হয়ে কত পর্যটক, লেখক, কত কবি যে বিচিত্র কাহিনী লিখেছেন তার হিসাব কে রাখে ! কালাবর্তনে প্রাকৃতিক বিপর্যয়, তলদেশে পলি জমাসহ বহুবিধ কারণে যেমন মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চলনবিল, তেমনি উপযুক্ত পরিবেশের অভাব, অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাষকের ব্যাবহার, খাদ্যের অভাব, শৌখিন শিকারীর আগ্রাসনে চলনবিলাঞ্চলে অতিথি পাখির আগমনের হার ও উপস্থিতি কমে গেছে বহুগুণে। এ অঞ্চলে যৎসামান্য পরিমানে অতিথি পাখির আগমন ঘটলেও বিভিন্ন শৌখিন ও অসাধু শিকারীর ফাঁদে ওইসব পাখির জীবনও বর্তমানে বিপন্ন হতে চলেছে। পাশাপাশি এক সময়ের অতিথি পাখির অভয়ারণ্য চলনবিল প্রাকৃতিক বিপর্যয়ে ও বিবর্তনে সংকোচনের পথে ! জানা গেছে, এক সময় রাজশাহী জেলার নাটোর মহকুমার তিন-চতুর্থাংশ, নওগাঁ মহকুমার রানীনগর ও আত্রাই থানা, পাবনা জেলার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, বেড়া, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ ও বগুড়া জেলার শেরপুর,নন্দীগ্রাম এলাকার বেশ কিছু এলাকা জুড়ে চলনবিলের অস্তিত্ব ছিল বলে অতীত ইতিহাস আজও স্বাক্ষ্য বহন করছে। আব্দুল হামিদের লেখা চলনবিলের ইতিকথা বইতে চলনবিলের উক্ত পরিধি ছাড়াও এক সময়ের পাবনা মহকুমার সিরাজগঞ্জ অংশ পুরোটাই চলনবিলের মধ্যে ছিল বলে উল্লেখ রয়েছে। ধীরে ধীরে চলনবিলের জমিতে পলি পড়তে থাকায় বিল এলাকা সরে আসতে আসতে অনেক সংকুচিত হয়ে পড়ে। চলনবিল যখন এক দিগন্তছোঁয়া বিস্তৃত জলসীমা ছিল তখন শীত মৌসুমে হিমালয়, সাইবেরিয়া, ভারত, চীনসহ বর্হিঃবিশ্বের বিভিন্ন দেশ শীতের তীব্রতা ও তুষারাপাত সহ্য করতে না পেরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটতো। শীত মৌসুমে চলনবিল জলকুটকুট, পচার্ড, নর্দান পিনটেল, সরালি, গাগেনি, কোম্বডাক, মুরগ্যারি, বামুনিয়া, কাস্তেচারা, সোনাজিরিয়া, হুডহুড, খয়রাসহ বিভিন্ন প্রজাতির অতিধি পাখির কলতানে মুখরিত ও প্রাঞ্জলিত থাকতো। কালের চক্রে সময়ের পরিধিতে প্রাকৃতিক বিপর্যয়সহ বহুবিধ কারণে অতিথি পাখির অভয়ারণ্য চলনবিলের জলরাশীর পরিধি সংকোচনের পাশাপাশি শীত মৌসুমে বর্হিঃবিশ্ব থেকে অতিথি পাখির আগমন কমে যেতে থাকে । বর্তমানে চলনবিল সংকুচিত হয়ে এতটাই সংকুচিতাকারে পরিবর্তিত রূপ ধারন করেছে যে ওই অঞ্চলে অবাধে বিচরণের ক্ষেত্র বিস্তুৃর্ণ জলসীমা ও সার্বিক পরিবেশ রীতিমতো অতিথি পাখির জন্য বিপদ সংকুল হয়ে পড়েছে। বিগত ১৯১৪ সালে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথ স্থাপনের পর চলনবিল দ্বি-খন্ডিত হয়ে পড়ে। ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে জানা যায়, পদ্মা তীরের লালপুর থানা ছাড়া নাটোর মহকুমার বাকি এলাকাই ছিল বিলময়। তন্মদ্ধে চলনবিল ছিল সব চেয়ে বড় জলাশয় যার আয়তন ছিল প্রায় আটশ’ বর্গমাইল। এ সময় চলনবিলের নাম শুনলেই ভয়ে গাঁ ছমছম করে উঠতো। প্রায় একশ’ বছর আগে জনবসতি এলাকা বাদে চলনবিলের জলসীমার আয়তন ছিল প্রায় পাঁচশ’ বর্গমাইলের ওপরে। এ সময় চলনবিলে শীত মৌসুমে বর্হিঃবিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমানে অতিথি পাখির আগমন ঘটতো বলে অতীত সাক্ষ্য দেয়। পূর্ববঙ্গ রেলওয়ের প্রচার বিভাগ থেকে বিগত ১৯৪০ সালে প্রকাশিত ‘বাংলায় ভ্রমন’ বইয়ে প্রকাশ, চলনবিলের আয়তন ছিল চারশত একচল্লিশ বর্গমাইল। ইষ্ট ইন্ডিয়া কোম্পানী আমলের রেভিনিউ সার্ভে নকশায় উত্তর-পশ্চিমে কলম গ্রাম, দক্ষিণ-পশ্চিমে সিধুলী, দক্ষিণে হরিপুর ও গুনাইগাছা, পূর্বে হান্ডিয়াল ও তাড়াশের মাঝে দেখানো হয়েছিল চলনবিলকে। হান্ডিয়ালের পর নবীন, ছাইকোলা ও বরদানগর নামের এলাকাগুলোতে জনবসতি গড়ে উঠতে শুরু করে। জনবসতির পাশাপাশি বনজঙ্গল অঞ্চলে শীত মৌসুমে অতিথি পাখির অভয়ারণ্য, বন্য পশুপ্রাণীর সাথে অবির্ভাব হয় দস্যু তস্করের এবং মোঘল আমলে দুঃসাহসী ডাকাত বেণী রায়। ডাকাত বেণী রায়কে নিয়ে অনেক কিংবদন্তী চলনবিল অঞ্চলে এখনো ছড়িয়ে আছে। এ সময় সলপের জোয়ারীর বিশী ও সান্যাল জমিদার বংশের পূর্ব পুরুষদের ডাকাতির অনেক কাহিনীও এ অঞ্চলে প্রচলিত রয়েছে। ডাকাতি ঠেকাতে ১৮১৩ সালে রাজশাহীকে ভেঙ্গে মালদহ, ১৮২১ সালে বগুড়া ও ১৮২৮ সালে পাবনা জেলা গঠন করা হয়। প্রতি বছর বন্যার পানির সাথে পলিমাটি জমে চলনবিলের জলরাশীর বিস্তৃতি ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় ১৯০৯ সালে চলনবিল অঞ্চলকে আবাদযোগ্য করে গড়ে তুলতে নানা পরিকল্পনা গৃহিত হয়। এ সময় থেকেই এ অঞ্চলে জলকুটকুট, পচার্ড, নর্দান পিনটেল, সরালি, গাগেনি, কোম্বডাক, মুরগ্যারি, বামুনিয়া,কাস্তেচারা, সোনাজিরিয়া, হুডহুড, খয়রাসহ বিভিন্ন প্রজাতির অতিধি পাখির আগমন ও কলতান হ্রাস পেতে শুররু করে। এ অঞ্চলে গৃহিত পরিকল্পনার আলোকে পাবলিক ওর্য়াকস্ ডিপার্টমেন্ট পৃথক চলনবিল সাব ডিভিশন গঠন করে। এরপর থেকে চলনবিলে চলছে বহুমূখী উন্নয়ন। শুধু বিদেশ থেকে শীত মৌসুমে আগত অতিথি পাখিদের অভয়ারণ্য ধরে রাখতে কোন পরিকল্পনা নেওয়া হয়নি। মৎস সম্পদকে ঘিরে এ অঞ্চলে বহু জেলেরা গড়ে তোলে বসতি। দেশে সর্ববৃহৎ মাছের খনি চলনবিল এখন শষ্য ভান্ডারে পরিণত হওয়ায় শীত মৌসুমে অতিথি পাখির আগমন আশংকাজনক হারে হ্রাস পেয়েছে। সরকার কর্তৃক গৃহীত বন্যা নিয়ন্ত্রন পরিকল্পনা পথিমধ্যে ভেস্তে যাওয়ায় এ অঞ্চলের নিম্নাঞ্চল এখনও ফসলি জমি হিসাবে বিবেচিত হলেও অকাল বন্যাতে সে ফসলও নষ্ট হয়। এক সময়ের অতিথি পাখির অভয়ারণ্য চলনবিলের ভৌগলিক ও অবস্থানগত পরিবর্তনের সাথে সাথে সামাজিক কাঠামোরও ব্যাপক পরিবর্তন ঘটেছে। দস্যু তস্কর ও বেণী রায় না থাকলেও রাজনৈতিক দুঃর্বৃত্তায়ন তাদের স্থান দখলে রেখেছে। প্রতি বছর নদ-নদীর ঘোলা পানি চলনবিলে ফেলে যায় পলি। ফলে এখানে প্রচুর খাদ্যশষ্য উৎপাদিত হয়। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় দুইশ’ আশি কোটি টাকা ব্যয়ে চলনবিলের উন্নয়নে বহুমূখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এজন্য, রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় ব্যাপক জরিপ চালানো হয়েছে। ওই জরিপ সূত্রে জানা গেছে,চলনবিলের মোট এলাকা পাঁচ লাখ ষিষট্টি হাজার একশ’ ছয়চল্লিশ হেক্টর। তন্মদ্ধে পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনায় পড়েছে পাঁচ লাখ আটত্রিশ হাজার বায়ান্নো হেক্টর। চাষযোগ্য জমির পরিমান চারলাখ বাইশ হাজার পাঁচশ’ ষাট হেক্টর।এর মধ্যে সেঁচ সুবিধার আওতায় রয়েছে তিন লাখ ঊনসত্তর হাজার সাতশ’ একান্ন হেক্টর জমি। চলনবিলে রয়েছে করতোয়া, বড়াল, নন্দকুজা, বেশানী, আত্রাই, গুমানী, গুর, ফকিরনী, শিববারনই, নাগর, ছোট যমুনা, মুসাখান, নারদ ও গদাই নামের বেশকিছু নদনদী। বর্ষাকালে মাছের বিচরণ ক্ষেত্র দুই লাখ নয় হাজার তিনশ চোদ্দ হেক্টর এলাকা। মাছ সংগৃহিত হচ্ছে পয়ষট্টি হাজার ছয়শ’ চোদ্দ টন। এ অঞ্চলে বায়ান্নো লাখ চুরাশি হাজার নারী পুরুষ শিশু কিশোর বসবাস করছে। চলনবিলাঞ্চলবাসীদের সিংহভাগই এখন কৃষির ওপর নির্ভরশীল।এ অঞ্চলে ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকায় চাষযোগ্য জমি, বিল এলাকা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ফলে এ অঞ্চলের আয়তন বহুলাংশে হ্রাস পাওয়ায় জলসীমার বিস্তৃর্ণতাও কমেছে যা অতিথি পাখিদের অবাধে নিরাপদে বিচরণক্ষেত্র এলাকাও কমে গেছে। ফলে অতীতের মতো চলনবিলে অতিথি পাখির আগমন উদ্বেগজনক হারে হ্রাস পেয়েছে। স্বল্প পরিমানে এখনো এ অঞ্চলে অতিথি পাখির আগমন ঘটলেও গরম পড়তে শুরু করায় তাও যাচ্ছে চলে সাইবেরিয়াসহ হিমবাহ অঞ্চলে। অতীতের চলনবিলের কথা মনে উঠলেই অক্ষিপটে ভেসে ওঠে বিপদ সঙ্কুল ভয়ার্ত এক অঞ্চলের দৃশ্য! বিশাল এ জলাশয়কে কেন চলনবিল নামকরণ করা হয়েছে তার কোন সুনির্দিষ্ট তথ্য আজও মেলেনি। তবে প্রায় দুই হাজার বছর আগে চলনবিলের কোন অস্তিত্ব ছিল না বলে অতীত থেকে জানা যায়। তখন এ অঞ্চলটি ছিল সমুদ্রগর্ভে। কালাবর্তনে সমুদ্র সরে যেতে থাকে দক্ষিণে। দেশের অন্যান্য বিলের মতো চলনবিল স্থির নয়, হয়তো অতীতে নদীর স্রোতের মতো চলনবিলের স্রোত ছিল বলেই এর নামকরণ করা হয় চলনবিল। অনেক নদ-নদীর মিলনস্থল চলনবিলে বর্ষা মৌসুমে প্রচুর পলি জমে চর জেগে উঠতে শুরু করে। এভাবে কালের আবর্তনে সময়ের ব্যবধানে প্রাকৃতিক বিপর্যয়ে ধীরে ধীরে স্থলভাগ থেকে বিলাঞ্চল সংকুচিত হয়ে বিলাঞ্চলের আকার এখনো ক্রমাগত হ্রাস পেতে পেতে ঐহিত্য হারাতে বসেছে। অতিথি পাখির আগমনও কমে যাচ্ছে বিল অঞ্চলে নিরাপদ বিচরণক্ষেত্রের অভাবে। দেশের সর্ববৃহৎ বিল চলনবিল এখন গবেষণার বিষয় হয়ে উঠেছে। সময় আবর্তনের সাথে সাথে এ অঞ্চলের আকার সংকোচনের পাশাপাশি পরিবর্তিত হয়েছে প্রাকৃতিক পরিবেশ, সাহিত্য, লোকজ সংস্কৃতিসহ স্থানীয়দের আচার-আচরণ। সার্বিক দিক বিবেচনায়, কালাবর্তনে প্রাকৃতিক বিপর্যয়, তলদেশে পলি জমাসহ বহুবিধ কারনে সংকুচিত হয়ে যেমন মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চলনবিল, তেমনি উপযুক্ত পরিবেশের অভাব, অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাষকের ব্যাবহার,খাদ্যের অভাব,শৌখিন শিকারীর আগ্রাসনে চলনবিলাঞ্চলে শীত মৌসুমে অতিথি পাখির আগমনের হার ও উপস্থিতি কমে গেছে বহুগুণে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পড়াশোনা

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...