শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২০১৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ৪৪ বছর পুর্তি হবে। ৭১’র ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। এর মাঝে নানা চড়াই উৎরাই করে আমাদের জাতীয় জীবনে স্বাধীনত্বা দিবসের ৪৩ বছর পার হয়ে গেছে। বাংলাদেশ নামক এ স্বাধীন ভূখন্ডে বসবাসকারী জনগোষ্ঠির জীবনমানের পরিবর্তন তথা দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও শিক্ষা-সাংস্কৃতিক উন্নয়ণ কতটুকু ঘটেছে ? এ প্রশ্নে প্রজন্ম পর প্রজন্ম কি ভেবেছে এর সমাধানে তারা কি পদক্ষেপ গ্রহন করেছে ? এ বিষয়ে বিশ্লেষণের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলে মনে হয় না। অতীত ইতিহাসের নানা কর্মকান্ড থেকে শিক্ষা গ্রহন করাই জ্ঞানীর কাজ। য়ে আশা আকাংখা ও চেতনা নিয়ে বাঙ্গালি জাতি জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে ৩০ লাখ মানুষের আত্মাহুতি ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় অর্জন করেছিল। সেই আকাংখা ও চেতনার সাথে সঙ্গতি রেখে রচিত হয়েছেল দেশের সংবিধান। এই সংবিধানে ৪ টি মৌলিক কাঠামো রচিত হয়েছিল। এর একটির নাম ‘গণতন্ত্র’- দ্বিতীয় হলো-‘সমাজতন্ত্র’ – তৃতীয়টি ছিল ‘ধর্মনিরক্ষেতা’- চতুর্থ টি ছিল- ‘বাঙ্গালি জাতিয়তাবাদ’। জাতির সেই মুল আকাংখা ও চেতনার কতটুকু বাস্তবায়ন ঘটেছে এর হিসাব নিকাশ মিলিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে হয়ে এটাই নিয়ম। প্রজন্ম পর প্রজন্ম সেটাই করেট থাকে আমাদের দেশেও এর ব্যাতিক্র নেই। আমরা চিন্তার জগতে শিক্ষা সংস্কৃতিতে কতটুটু মানবীয় মূল্যবোধের জায়গায় অগ্রসর হতে পেরেছি এর ওপর নির্ভর করেই বিশ্বব্যপি পরিচিতি মিলবে আমাদের জাতীয় মানদন্ডের। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আামাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। স্বাধীন দেশের ৪৩ বছর পার করার পর জনআকাংখার পরিপুরক এ ৪ মৌলিক কাঠামোর কোন অবস্থানে আমরা রয়েছি এর হিসেব-নিকেশ মিলিয়ে নেবার দায়িত্ব তৃতীয় প্রজন্মের। সবাই দেশ নিয়ে ভাবেন এটি যেমন ঠিকনা, তেমনি দেশ নিয়ে সামান্যতম চিন্তা করেন না এমন ব্যাক্তি খুঁজে পাওয়াও দুস্কর। আমরা একটি ভৌগলিক সীমারেখার গন্ডির মধ্যে বসবাস করলেও দেশের আলো-বাতাশ-মাটি, জলবাবু, প্রকৃতি-পরিবেশ, সমাজ-সংস্কৃতি, রাজনীতি-অর্থনৈতিক কর্মকান্ডে কোনরূপ বিরুপতা, অসাঞ্জস্যতা দেখা দিলেই দেশের অভ্যন্তরে বসবাসকারী জনগোষ্ঠির ওপর নানা ধরনের খারাপ প্রভাব ফেলে। খুব বেশী খারাপ হলে গৃহযুদ্ধের আশংকা দেখা দেয়। সমাজ টিকে থাকেনা। রাষ্ট্র ব্যবস্থায় ভঙ্গুরতা দেখা দেয়। সে কারনে জ্ঞানী ব্যাক্তিদের ভাবনায় সবসময় সত্যটা বলার চেষ্টা করে জণস্বার্থে রাষ্ট্রের স্বার্থে এটা কোন অপরাধ নয়। আমরা স্বশস্ত্র মুক্তিযুদ্ধ করে লক্ষপ্রাণের আত্মত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা লাভ করেছি। জাতীর এই ত্যাগ ফেলনা নয়। স্বাধীনতা প্রাপ্তি পরবর্তী ৪৪ বছর পুর্তিও উষালগ্নে তৃতীয় প্রজন্ম কি ভাবছে সেটাই বড় কথা। বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যাচ্ছে, আমাদের রজনৈতিক ও অর্থনেতিক সংস্কৃতি হচ্ছে লুটপাটের। রাজনীতির নামে আমরা লুটপাট করছি। ভূমি দস্যূতায় লিপ্ত হয়েছি। সেবার নামে জনগনের সাথে অহরহ প্রতারণা করছি। নানা অবৈধ কর্মকান্ডের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি। যা পাচ্ছি আস্ত গিলে খাচ্ছি। চিবানোর সময় নেই। রাজনীতিবিদ-আমলা-ব্যবসায়ী সবাই মিলে এটাই বোঝানোর চেষ্টা করছি যে, এটাই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। তোমরা ভোট দেবে আমরা চেটেপুটে খাবো। photoএ বিষয়ে তৃতীয় প্রজন্ম কি ভাবছে ? এ প্রশ্নের আলোকে নানা কথামালা নিয়ে আমরা তৃতীয় প্রজন্মে চিন্তার কথা লেখনির মাধ্যমে প্রকাশ করতে চাই। খাবার খেতে যেমন পাত্রের দরকার তেমনি লেখনি প্রকাশের জন্যও পাত্রের প্রয়োজন। এ পাত্র হিসেবে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আমরা “শাহজাদপুর সংবাদ ডটকম” নামক একটি পাত্রের ব্যবস্থা করেছি। এ ধরনের একটি ডিজিট্যাল পাত্র নিয়ে যিনি স্বার্থহীন ভাবে এগিয়ে এসেছেন তিনি হলেন, তিনি হলেন, মোঃ শরীফ সরকার। তার বাড়ী প্রত্যন্ত অঞ্চল শাহজাদপুর উপজেলার চরবেলতৈল গ্রামে। ঐ গ্রামের আবু হেনা সরকারের যোগ্য সন্তান তিনি। আমাদের মুক্তিযোদ্ধাদের উত্তরসুরি হিসেবে মুক্তিযুদ্ধের মুল চেতনা বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন। তার মুল বক্তব্য হলো, দেশব্যাপী তৃতীয় প্রজন্ম মুক্তি ও স্বাধীনতা প্রশ্নে নতুন করে ভাবতে শুরু করেছে। তারা বলছে- বর্তমান রাজনৈতিক সংস্কৃতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। এটি অন্যায়, দূর্বৃত্যায়ন, অপসংস্কৃতি । প্রধান সম্পাদক

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

পড়াশোনা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের...

৩ দিনে যমুনার কড়াল গ্রাসে দেড় শতাধিক ঘরবাড়ি : জনমনে আতংক

সিরাজগঞ্জ জেলার সংবাদ

৩ দিনে যমুনার কড়াল গ্রাসে দেড় শতাধিক ঘরবাড়ি : জনমনে আতংক

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জে রাক্ষুসী যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। বর্না মৌসুম শুরু না হতেই গত ৩দিন যাবৎ সিরাজগঞ্জ...

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

জাতীয়

হাইকোর্টে নির্দেশনা : শাহজাদপুরে স্বাধীনতা বিরোধী মাওলানা ছাইফুদ্দিনের নাম মুছে ফেললো কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট : বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিন এহিয়ার নামে থাকা শাহজাদপুরে স্থাপিত বিভিন্ন শিক্ষা...