শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধি : গতকাল ৬ মে শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ইসলামপুর( রামবাড়ী) গ্রামে এলাকার তরুণ যুবকদের প্রতিষ্ঠান ইসলামপুর মানবকল্যাণ ও বিদ্যাদান প্রতিষ্ঠান এর উদ্দোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাইব্রেরি উদ্ভোধন ও কৃতি সন্মাননা অনুষ্ঠান-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানচর্চারর উদ্দেশ্যে লাইব্রেরি স্থাপন ও এলাকার বিশিষ্টজন দের সন্মাননা দিতে উক্ত অনুষ্ঠান এর আয়োজন করা হয়। গতকাল বিকালে লাইব্রেরি উদ্ভোধন ও কৃতি সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হালিমুল হক মিরু,মেয়র-শাহজাদপুর পৌরসভা। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্মানিত কাউন্সিলর কোরবান আলী, কাউন্সিলর ও প্যানেল মেয়র সিলভী পারভিন মিঠু, কাউন্সিলর নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব সোহরাব হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তোলেন ইসলামপুর মানবকল্যাণ ও বিদ্যাদান প্রতিষ্ঠান এর অন্যতম সদস্য -সাগর আহমেদ, ফারুক হাসান কাহার, আশিকুল হক রানা, রাশিদুল ইসলাম, আরিফ হোসেন অন্যান্য সদস্যবৃন্দসহ ইসলামপুর (রামবাড়ী) গ্রামের বিশিষ্টজনেরা। কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর লাইব্রেরি উদ্ভোধন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন, কৃতি সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর মেয়র সহ, ৩ জন বীর মুক্তিযোদ্ধা, ৩ জন হাফেজে কোরআন সহ মোট ৯ জন কৃতি সন্তানকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি জনাব হালিমুল হক মিরু বলেন,বর্তমানে তরুণ সমাজ যখন মাদক নেশার দিকে ঝুকে পরছে ঠিক তখনি মানবকল্যাণ এর ব্রত নিয়ে মাদকদ্রব্য বর্জনে উৎসাহিত করা, এলাকার পরিবেশ পরিষ্কার -পরিছন্ন রাখা সহ বিভিন্ন উদ্দেশ্যে কয়েকজন যুবকের উদ্দোগে এই প্রতিষ্ঠানটি চালু হয়। তাই আমি তাদের এই মহৎ প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সফলতা কামনা করছি এবং প্রতিষ্ঠানটির পাশে থাকার প্রতুশ্রুতি দিচ্ছি। উল্লেখ্য যে, গত ২৬ শে ফেব্রুয়ারি সমাজ কল্যাণ তথা জনকল্যাণ অঙ্গীকার নিয়ে "আলোকিত মানুষ, আলোকিত সমাজ" এই স্লোগানকে সামনে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে। কয়েকজন যুবকের মহৎ উদ্দোগে চালু হয় এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত সংবাদ

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

অপরাধ

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত

রাষ্ট্রপতি যুক্তরাজ্যে পৌঁছেছেন

জাতীয়

রাষ্ট্রপতি যুক্তরাজ্যে পৌঁছেছেন

শাহজাদপুরে অভিলাষ জর্দ্দা ইন্ড্রাস্ট্রিজের উদ্বোধন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে অভিলাষ জর্দ্দা ইন্ড্রাস্ট্রিজের উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন মাদলা গ্রামে মেসার্স অভিল...