শাহজাদপুর সংবাদ ডেস্ক : ফিলিস্তিনের গাজা থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরাইল। প্রায় একমাসের টানা হামলায় প্রায় দুহাজার মানুষ হত্যার পর তারা এ ঘোষণা দিল। এরআগে মিশরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস।মঙ্গলবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে। ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন পূর্বশর্ত ছাড়াই তারা মিশরের প্রস্তাব গ্রহণ করেছে, এবং তারা কায়রোতে একটি প্রতিনিধিদল পাঠাবে। এদিকে মিশর জানায়, এই যুদ্ধবিরতি গাজায় সংঘাত অবসান ও স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মিশরের মধ্যস্থতাকারী কর্মকর্তারা জানায়, তাদের প্রস্তাব করা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সোমবার দিনভর মিশরে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয় ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন দল। ইসরাইল এর আগে সেখানে কোনো প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। মিশরে শান্তি আলোচনায় ফিলিস্তিনের মূল দাবির মধ্যে রয়েছে, গাজা থেকে ইসরাইলি বাহিনী ও তাদের আরোপ করা অবরোধ প্রত্যাহার, এবং সীমান্তের সংযোগ পয়েন্টগুলো খুলে দেয়া। এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, প্রতিবারই হামাস এবং ইসরাইল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।সোমবার ইসরাইল মানবিক কারণে সাত ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু এরপর পরই তারা গাজার উত্তরে একটি শরণার্থী শিবিরে গোলাবর্ষণ শুরু করে। এতে একজন নারী ও একজন কিশোরী প্রাণ হারায়। রবিবার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার পর জাতিসংঘ ও ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে ইসরাইল সোমবারের ওই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করে। গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানায়, চার সপ্তাহের সংঘর্ষে আঠারোশ’রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই সময়ে ৬৭ জন ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া ইসরাইলে বসবাসকারী একজন থাই নাগরিকও নিহত হয়েছেন। এদিকে, সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির মূল লক্ষ্য তার নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। হামাসের সুড়ঙ্গগুলো পুরোপুরি ধ্বংস করার আগ পর্যন্ত হামলা চলবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
অপরাধ
শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...
পড়াশোনা
শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন
শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...
ধর্ম
মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু
নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...
জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...