শাহজাদপুর সংবাদ ডটকমঃ ইরাকে হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক সমস্যার সমাধান এক সপ্তাহে সম্ভব নয়। আমরা জঙ্গিদের দমনে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা করছি। তিনি বলেন, কুর্দি শহর ইরবিলকে রক্ষার জন্য এই বিমান হামলা দরকার ছিল। তিনি বলেন, ইসলামিক স্টেট গোষ্ঠীর জঙ্গীদের অগ্রাভিযান ঠেকানোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ নিহিত রয়েছে। এদিকে ইরাকে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠন করে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের আহবান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স। ইরাক সরকার জানিয়েছে, জঙ্গিরা ইয়াজিদি সমপ্রদায়ের ৫শত লোককে হত্যা করেছে। ।মার্কিন প্রেসিডেন্ট ওবামা স্পষ্ট করে বলেন যে, সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সম্ভাব্য গণহত্যা ঠেকানোও ওই বিমান হামলার একটি উদ্দেশ্য ছিল। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ওবামা দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে জঙ্গিদের অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করতে সক্ষম হয়েছেন। তিনি এই হামলা কতদিন ধরে চলবে সেটা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা মনে করি না এক সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। এটা মাসব্যাপী চলতে পারে বলেও ইঙ্গিত দেন ওবামা। ওবামা আইসিসকে মোকাবেলা করতে সক্ষম একটি ঐকমত্যের সরকার গঠনে ইরাকি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন, এর ওপরই নির্ভর করবে হামলা কতদিন স্থায়ী হবে। এছাড়া সাপ্তাহিক বেতার ভাষণে বারাক ওবামা আবারো বলেন যে মার্কিন সৈন্যরা ইরাকে ফিরে যাবে না। দু'দফা বিমান হামলা চালানোর পর পেন্টাগন বলেছে, এ হামলা অব্যাহত থাকবে। ২০১১ সালের ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম ইরাকে যুক্তরাষ্ট্র সরাসরি কোন সামরিক অভিযানে অংশ নিল। ওবামা আরো বলেন, ইরাকে বোমা হামলার চেয়েও স্থিতিশীলতা ফেরানোয় বেশি সময় লাগবে। তিনি সুন্নিদের ক্ষমতায়ন করতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নূরীআল-মালিকির সমালোচনা করেন।জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইরাকে জিহাদিদের মোকাবেলায় একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনে দেশটির রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বান শনিবার ইরাকের সকল রাজনৈতিক দলের প্রতি প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে সাংবিধানিক সময়সীমা মেনে চলার আহবান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব ইরাকের সকল নেতার প্রতি সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি ব্যাপকভিত্তিক সরকার গঠন ও তা টিকিয়ে রাখতে প্রজ্ঞা ও বিচার বুদ্ধি প্রয়োগেরও অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, কেবল এ ধরনের সরকারই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হুমকি মোকাবেলায় গোটা জাতিকে গতিশীল করতে পারে। আর এরই মাধ্যমে ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে।ইরাকের উত্তরাঞ্চলে গত জুন থেকে ব্যাপক এলাকা দখল করে নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, তারা সুন্নি এ মুসলিম জঙ্গিদের ওপর গতকাল রবিবার নতুন করে তৃতীয় দফা বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) ও জঙ্গি বিমানগুলো জঙ্গিদের কবলে আটকা পড়া মাউন্ট সিনজারের ইয়াজিদি এলাকায় সশস্ত্র যান ধ্বংস করেছে। ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের অগ্রযাত্রা রোধে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার তাদের ওপর বিমান হামলার অনুমতি দেয়। ইরাক সঙ্কট নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরা ফ্যাবিউস গতকাল সকালে দেশটিতে সফরে গেছেন। সিনজার অঞ্চলে উদ্বাস্তু হওয়া মানুষদেরকে ফ্রান্সের প্রথম ত্রাণ সরবরাহ কর্মসূচি তদারক করবেন তিনি। পরে তিনি গোলযোগপূর্ণ কুর্দি শহর ইরবিল পরিদর্শনেও যাবেন। সূত্র- বিবিসি, রয়টার্স ও সিএনএন'র।
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
ঘটনার দুই বছর পর বৃহস্পতিব... পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ... ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ... শামছুর রহমান শিশির,বিশেষ প্রদিবেদক, শাহজাদপুর : আজ (সোমবার) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এ... বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন,...রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প
শাহজাদপুর
শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের
ফটোগ্যালারী
মিল্কভিটা'র চেয়ারম্যানের শাহজাদপুর বাথান পরিদর্শণ; কোর্ডায়াল রিসিপশান
বেলকুচিতে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন