মঙ্গলবার, ০৭ মে ২০২৪
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : বরেণ্য কন্ঠশিল্পী আব্দুল আলিমের লেখা ও তার কন্ঠে গাওয়া জননন্দিত ‘আর কতোকাল ভাসবো আমি, দুঃখের সারি গাইয়া’- এ সঙ্গীতের মতোই বহুমুখী সম্যস্যায় নিপতিত হয়ে দেশের সর্ববৃহৎ কুঁটিরশিল্প ঐতিহ্যবাহী তাঁতশিল্পে সম্পৃক্ত শাহজাদপুরের তাঁত শ্রমিকের হা-হুঁতাশ- ‘আর কতজ্বাল বুনমু তাঁতে, দুখ পাথারে ভাইস্যা !’ তাঁতবস্ত্রের বাজারে মন্দাভাব বিরাজ করার কারণে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরের হাজার হাজার তাঁত শ্রমিকদের খেয়ে না খেয়ে দিন কাটছে । ‘হ্যান্ড টু মাউথ’ অর্থাৎ ‘দিন আনি দিন খাই’ -এমন পেশাজীবী ওইসব তাঁত শ্রমিকেরা তাদের পরিবার পরিজনের জীবনজীবিকা নিয়ে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় দিনাতিপাত করছে। এছাড়া লোডশেডিং, প্রাকৃতিক দুর্যোগসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি, তাঁতবস্ত্র উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কাঁচামাল ও উপকরণের মূল্যবৃদ্ধি, বিভিন্ন এনজিও, সুদখেকো সুদ ব্যবসায়ী, সমিতি ও ব্যাংক থেকে নেওয়া ঋণের বোঝা বহন, জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি, ক্রয়-ক্ষমতা হ্রাস, তাঁতবস্ত্র উৎপাদনের নায্য মজুরি প্রাপ্তি বঞ্চিতসহ নানাবিধ কারণে ওইসব শ্রমিকদের ভাগ্যাকাশে বর্তমানে বিরাজ করছে কালো মেঘের ঘনঘটা । দেশের সর্ববৃহৎ কুটিরশিল্প ঐহিত্যবাহী তাঁতশিল্পের সাথে সম্পৃক্ত এসব হতভাগা তাঁত শ্রমিকদের ন্যায্য অধিকার অ-প্রাপ্তি ও ভাগ্যোন্নয়নে গৃহিত উল্লেখযোগ্য পদক্ষেপের অভাব, সুষ্ঠু পরিকল্পনাসহ ন্যায্য মজুরি প্রাপ্তির নিশ্চয়তার অভাবে ওই দুর্যোগ-দুর্ভোগ, দুর্গতি ক্রমেই ঘণীভূত হচ্ছে।ফলশ্রুতিতে ভাগ্যবিড়ম্বিত ওইসব চির অবহেলিত, চিরপতিত, চির অপাংক্তেয় হতদরিদ্র তাঁত শ্রমিকদের জীবনজীবিকার বাণী নিরবে নিভৃতে কাঁদছে (রূপকার্থে)! লোডশেডিং, প্রাকৃতিক দুর্যোগ, উত্তরাঞ্চলের সর্ববৃহত শাহজাদপুর কাপড়ের হাটে তাঁতবস্ত্রের বিকিকিনিতে মন্দাভাবসহ বহুবিধ কারণে এলাকার প্রায় ২৫ ভাগ তাঁত বন্ধ হয়ে হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। হাঁড়ভাঙ্গা খাটুনি আর মেহনত করেও প্রয়োজনীয় অর্থ না পেয়ে অনেকে পেশা বদলাচ্ছে। আজ সোমবার শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি তাঁতী ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ জানান, ‘ শাহজাদপুর কাপড়ের হাটে তাঁতবস্ত্রের বেচাকেনা একেবারেই নেই। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, শ্রমিকদের জীবনযাত্রার সার্বিক ব্যয় বৃদ্ধি, নায্য মজুরি প্রাপ্তি থেকে বঞ্চিত, ঋনের কিস্তির ঘানি টানাসহ বহুবিধ কারণে হাজার হাজার তাঁতশ্রমিকেরা মানবেতর দিনযাপন করছে। ইতিমধ্যেই পুঁজি সংকটের কারণে এলাকার শতকরা প্রায় ২৫ ভাগ তাঁত বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছে হাজার হাজার তাঁত শ্রমিক। ফলে তাঁতীদের অবস্থা করুণ হবার পাশাপাশি শ্রমিক পরিবার পরিজনের ওপর বিরূপ প্রভাব পড়ায় তারা অবর্ণনীয় দুর্ভোগ, দুর্গতিতে নিমজ্জিত হয়ে পরিবার পরিজন নিয়ে ধুঁকে ধুঁকে দিন কাটাচ্ছে। এ অবস্থা রোধে তাঁতবস্ত্রের আন্তর্জাতিক বাজার সৃষ্টি ও তাঁত মলিক-শ্রমিকদের ভাগ্যোন্নয়নে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা অতীব জরুরী। ’ শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শুধুমাত্র শাহজাদপুরেই রয়েছে প্রায় ৬০ হাজার তাঁত শ্রমিক। এদের মধ্যে স্থানীয় শ্রমিকের সংখ্যা ৪০ হাজার। আর উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকার ২০ হাজার শ্রমিক এখানে নিযুক্ত রয়েছেন। ওইসব শ্রমিকের গড় আয় প্রায় ২০০ টাকা। চাল, ডাল, ভোজ্যতেলসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে ওই সীমিত আয় দিয়ে বর্তমানে তাদের জীবন চালানো খুবই মুশকিল হয়ে পড়েছে। শাহজাদপুরে অনেক শ্রমিক রয়েছেন যাদের একার আয়ের ওপর সংসার পুরোপুরি নীর্ভরশীল। এমন একজন উপার্জনক্ষম শ্রমিক পরিবার বর্তমানে কিভাবে দিন কাটছে তা বাস্তবে না দেখলে বিশ্বাসের উপায় নেই। এ বিশাল জনগোষ্ঠি শ্রমিকের সিংহভাগই ‘দিন আনি দিন খাই’-এ নীতিতে চলছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ওইসব শ্রমিকেরা পুঁজি ভেঙ্গে, সম্পদ বিক্রি করে, ধারদেনা করে বিশেষ করে স্থানীয় বিভিন্ন এনজিও থেকে চড়াসুদে ঋণ নিয়ে কোনভাবে দিন অতিবাহিত করছে। ফলে তাদের ধারদেনা ও ঋণের মাশুল গুণতে হচ্ছে প্রতি ক্ষণে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের আকাশচুম্বি উর্ধ্বগতিতে এমনিতেই শ্রমিকদের বেহাল অবস্থা পরিলক্ষিত হচ্ছে। তার পরেও ‘মরার ওপার খাড়ার ঘা’-এর মতো ঋণের কিস্তি টানতে টানতে ঋণ শোধের পরিবর্তে নতুন করে তারা বিভিন্ন এনজিওর ঋণের অধৈ জলে আটকে গিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছে আর হা-হুঁতাশ করছে। এদিকে, তাঁতীদের তাঁতবস্ত্র উৎপাদনের উপকরণের মূল্যবৃদ্ধিসহ সার্বিক উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় উৎপাদিত তাঁতবস্ত্রের দামও আনুপাতিক হারে বেড়েছে। অন্যদিকে, বর্ধিত মূল্য দিতে নারাজ ব্যাপারী পাইকারেরা। ফলে কাপড়ের হাটে বেচাকেনা ক্রমাগত হ্রাস পাচ্ছে। যেটুকু বিক্রি হচ্ছে তাতেও আশানুরূপ মুনাফা করতে না পেরে ও শ্রমিকদের মজুরি দিতে না পেরে তাঁতীরা তাঁত বন্ধ করে দিচ্ছে । হাটে তাঁতবস্ত্র বিক্রি হলে তাঁতীরা কারখানার শ্রমিকদের স্বতস্ফূর্তভাবে মজুরি প্রদান করে থাকেন। কিন্তু বিক্রির অবস্থা নাজুক হলে শ্রমিক বিল আটকে যায়। এতে শ্রমিকদের খেয়ে না খেয়ে মানবেতর দিন যাপন করতে হয়, নতুবা অথৈ ঋণের জালে আবদ্ধ হয়ে জীবন চালাতে হয়। এতে ওই শ্রমিক জনগোষ্ঠির জন জীবন ক্রমশ বিষিয়ে ও তেঁতো হয়ে উঠছে। এ অবস্থা হতে তাদের, তাঁত মালিক ও তাঁতশিল্পকে রক্ষায় দেশীয় তাঁতবস্ত্রের আন্তর্জাতিক বাজার সৃষ্টি ও তাঁতী এবং শ্রমিকদের মধ্যে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা অতীব জরুরী বলে বিজ্ঞমহল মনে করেন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

অপরাধ

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র সাব্ব...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...