

মিঞা জাহান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ রমজানের ঈদ ঘনিয়ে আসছে তুবও জমে ওঠেনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর শাড়ি কাপড়ের হাট। বিগত বছরগুলোর চেয়ে এ বছর অর্ধেক বেচা-বিক্রিও হয়নি বলে দাবি করেছেন তাঁতীরা। এর কারণ অনুসন্ধানে জানা যায়, এ কাপড়ের হাট থেকে সিংহভাগ তাঁতের শাড়ি-লুঙ্গি দেশের চাহিদা মিটিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে। ফলে ভারতে এখানকার তাঁতের শাড়ি-লুঙ্গির ব্যাপক জনপ্রিয়তা থাকায় এর বিশাল মার্কেট গড়ে উঠেছে। হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার আমদানিকারকদের উপর ৬ ভাগ আমদানি শুল্ক ধার্য করায় এখান থেকে শাড়ি-লুঙ্গি আমদানি অর্ধেক কমে গেছে। ফলে শাহজাদপুরসহ পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলাসহ সারাদেশের হস্তচালিত তাঁতের তৈরি শাড়ি-লুঙ্গি গামছার বেচা-বিক্রি দুই তিন গুন কমে গেছে। এতে এসব জেলার তাঁতীরা চরম লোকসানের মুখে পড়েছে। উল্লেখ্য শাহজাদপুর শাড়ি কাপড়ের হাটে শাহজাদপুরসহ পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমারখালিসহ দেশের বিভিন্ন স্থানে তাঁত বস্ত্র বিক্রি হয়ে থাকে। এ ব্যাপারে বাংলাদেশ হ্যান্ডলুম প্রোডাক্টস এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক নিত্যানন্দ রায়, রপ্তানিকারক রকিবুল ইসলাম, এনামুল হোসেন মোজমাল, বিপ্লব সাহা, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকার তাঁত বস্ত্র আমদানিকারক গজেন্দ্রনাথ সরকার ও প্রবাস প্রামানিক জানান, ১৯৯৬ সনে ভারত-বাংলাদেশ সরকারের মধ্যে শুল্কমুক্ত তাঁত বস্ত্র আমদানি-রপ্তানি দিপক্ষীয় চুক্তি সম্পন্ন হলে শাহজাদপুরসহ পাবনা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় উৎপাদিত তাঁতের শাড়ি-লুঙ্গি ও গামছার বিশাল বাজার গড়ে ওঠে। সেই থেকে বাংলাদেশ তাঁত বোর্ড অনুমোদিত ১০৮ জন রপ্তানিকারক ও পশ্চিমবঙ্গের অর্ধশতক আমদানিকারক এ ব্যবসার সাথে যুক্ত হয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করে। ফলে এ অঞ্চলের তাঁত শিল্পের ব্যাপক প্রসার ঘটতে থাকে। আধুনিকতার ছোঁয়ায় তৈরি হতে থাকে নতুন নতুন ডিজাইনের তাঁতের শাড়ি-লুঙ্গি ও গামছা। ফলে এ শিল্পের সাথে জড়িত প্রান্তিক তাঁতীরা তারা ক্রমশ স্বচ্ছল হয়ে ওঠে। ফলে এ অঞ্চলের তাঁতের তৈরি পণ্য দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত হয়। হঠাৎ করে ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার আমদানিকারকদের উপর ৬ ভাগ আমদানি শুল্ক ধার্য করে। ধার্যকৃত এ শুল্ক ২০১১ সাল থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত যে পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে তা পরিশোধের নোটিশ জারি করে। ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিক্রিত পণ্যের শুল্ক পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং এদের লাইসেন্স স্থগিত করা হয়। এছাড়া ব্যাংকের লেনদেনও বন্ধ করে দেয়া হয়। এতে তারা চরম বেকায়দায় পড়ে যায় এবং লোকসানের মুখে পড়ে। ফলে ভারতীয় এসব আমদানিকারকরা এ অঞ্চলের তাঁত পণ্য আগের চেয়ে দুই তিন গুণ কমিয়ে দেয়। এতে এ অঞ্চলের তাঁতীরা চরম লোকসানের মুখে পড়ে। তারা আরও জানায়, বর্তমানে প্রতিমাসে শাহজাদপুর হাট থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের শাড়ি-লুঙ্গি ও গামছা পশ্চিমবঙ্গে রপ্তানি হচ্ছে। শুল্কমুক্ত অবস্থায় এর চেয়ে দুই তিন গুণ বেশি রপ্তানি হতো। এই রপ্তানি কমে যাওয়ায় শাহজাদপুরসহ পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও কুমারখালি এলাকার তাঁত শিল্প ধ্বংসের মুখে পড়েছে। এতে ৩ লাখ প্রান্তিক তাঁতীসহ ৪০ লাখ তাঁত শ্রমিক ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে। ইতিমধ্যেই এ অঞ্চলের ১০ হাজার তাঁত বন্ধ হয়ে গেছে। এছাড়া এ শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৩ কোটি শ্রমিক বেকার হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। শাহজাদপুরের রপ্তানিকারক প্রতিষ্ঠান জেবি কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী একরামুল্লাহ সাঈদ যীশু ও কায়ছার আহম্মেদ এর সত্যতা স্বীকার করে বলেন, শাহজাদপুরের কাপড় হাটের শাড়ি-লুঙ্গি ও গামছা শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি করার অনুমতি রয়েছে। এতে পশ্চিমবঙ্গের মালদাহ, মুর্শিবাদ, আসাম, গঙ্গারামপুর, শিলিগুড়ি, পশ্চিম দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলায় তাঁত পণ্য সরবরাহে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেশি টাকা খরচ হচ্ছে। অথচ সোনামসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে এই পণ্য সরবরাহের অনুমতি দেয়া হলে এর ৪০ ভাগ খরচ কমে যাবে। এ ব্যাপারে তারা দু’দেশের সরকারকে দিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জোর দাবি জানিয়েছেন। এছাড়া বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি
সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

শাহজাদপুর
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন
সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

জাতীয়
কবিগুরু রবীন্দ্রনাথ সাধারন মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ - নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
কবিগুরু ১৬১তম জন্মজয়ন্তী উৎসবে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে কাছারিবাড়ি প্রাঙ্গণ। সেইসাথে উৎসবের...

বাংলাদেশ
বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার
জুম ঘর থেকে বান্দরবানে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মার্চ) দিবাগত রাতে পাহাড়ের জুম ঘর থেকে উদ্ধার...

শিক্ষাঙ্গন
শাহজাদপুরে ৩০০ ফিট রাস্তার জন্য চরম দূর্ভোগে সাত শতাধিক শিক্ষার্থী
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে মাত্র ৩০০ ফিট উঁচু সড়ক না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি ও অল্প...

বাংলাদেশ
ঘুষি মারা সেই বৃদ্ধকে এবার নিজ হাতে চাল দিলেন কাদের মির্জা
ঈদ উপহার নিতে যাওয়া সেই বৃদ্ধকে ঘুষি দেওয়ার এক দিন পর আজ রোববার তাঁকে নিজ হাতে সহায়তার চাল দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভ...