শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী ফজলুল হক (নৌকা) গ্রুপের সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক মন্ত্রী (আনারস) গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষকালে স্থানীয় আওয়ামীলীগ অফিস, একটি দোকান, ২টি বাড়ি, ১২টি মটরসাইকেল ভাংচুর, একটি মটরসাইকেলে অগ্নি সংযোগ ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ৭জন আহত হয়েছে। আহতরা হলেন, জহুরুল ইসলাম, ফারুক সরকার, হাজী আব্দুল কাদের, হারুন অর রশিদ, ফরিদুল ইসলাম, মিনা খাতুন, জরিনা খাতুন । এদেরকে শাহজাদপুর ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আওয়ামীলীগ প্রার্থী ফজলুল হক বাদী হয়ে বিদ্রোহী প্রার্থী ফজলুল হক মন্ত্রী সহ ১২৪ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। আবারো হামলা ও পুলিশি গ্রেফতার এড়াতে বিদ্রোহী প্রার্থী ফজলুল হক মন্ত্রী সহ তার ২শতাধিক সমর্থক এলাকা ছেড়ে আত্মগোপনে পালিয়ে রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নরিনা বাজারের একপাশে আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত নরিনা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক বিদ্রোহী প্রার্থী ফজলুল হক মন্ত্রীর নির্বাচনী জনসভা চলছিল। এ সময় শাহজাদপুর উপজেলা যুবলীগ নেতা আশিকুল হক দিনারের নেতৃত্বে ১৫/২০টি মটরসাইকেল ৩০/৩৫ জন নেতা কর্মী নরিনা বাজারে দলীয় প্রার্থীর নৌকা প্রতীকে ভোট চাইতে যাওয়ার সময় এই মটরসাইকে বহর থেকে কে বা কারা উস্কানি মূলক কথা বলার অভিযোগে সতন্ত্রপ্রার্থীর ২/৩শ লোক লাঠি সোঠা ও দেশী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলাকালে যুবলীগ নেতা আশিকুল হক দিনারের মটরসাইকেলে অগ্নিসংযোগ ও আরও ১০/১২টি মটরসাইকেল ভাংচুর করে। এ সময় দিনার সহ তার সমর্থকেরা প্রাণ ভয়ে ইরির জমির ভিতরে দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করে। এ হামলাকালে বিদ্রোহী প্রার্থী সমর্থকেরা নরিনা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের আসবাবপত্রও ব্যাপক ভাংচুর করে। এ ঘটনার পর আওয়ামীলীগ প্রার্থী ফজলুল হকের লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিদ্রোহী প্রার্থী ফজলুল হক মন্ত্রীর বাড়ি ঘর ও দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ফলে নরিনা বাজার ও আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর থেকে নরিনা বাজার অনেকটা জনশুন্য হয়ে পড়েছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও ক্রেতার অভাবে বেচা বিক্রি করতে দেখা যায়নি। অপর দিকে দোকানদারদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। বিদ্রোহী প্রার্থী ফজলুল হক মন্ত্রীর পক্ষ থেকেও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনা কে কেন্দ্র করে নরিনা গ্রামে থম থমে অবস্থা বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

শাহজাদপুর

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার

তথ্য-প্রযুক্তি

ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে দুটি নতুন প্রাইভেসি ফিচার চালু করা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে...

মনে হচ্ছে আজ নিজের অর্ধেক মৃত্যু হয়ে গেল: কুমার বিশ্বজিৎ

বিনোদন

মনে হচ্ছে আজ নিজের অর্ধেক মৃত্যু হয়ে গেল: কুমার বিশ্বজিৎ

নন্দিত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর আর নেই। সোমবার (৬ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যান...

এবার করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

এবার করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার আক্রান্ত হওয়ার...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...