মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক : হালিমুল হক মিরু একাধারে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার মেয়র। দু’ইয়ে মিলে তার অবস্থান ছিল পোয়াবারো। নিজস্ব বলয় তৈরি করে সবসময় এলাকায় তার বাহিনী নিয়ে দাপট দেখাতেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেতো না। কেউ প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়া হতো। যার সর্বশেষ প্রমাণ শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদ। পৌরসভার নিম্নমানের কাজের প্রতিবাদ করায় গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মেয়র তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে বেদম মারপিট করে হাত-পা ভেঙে দেয়। এ সময় বিজয়ের পাশে মিরুর অপরিচিত সন্ত্রাসী অবৈধ পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল। পরে বিজয়কে রিক্সায় তুলে পথিমধ্যে ফেলে রেখে চলে যায় তারা। বর্তমানে বিজয় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শংকটাপন্ন বলে জানিয়েছেন তার স্বজন সাবেক ভিপি আব্দুর রহিম। স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আশ্রয় ও প্রশ্রয়ে মেয়র মিরু বেপরোয়া হয়ে ওঠে। মেয়র নির্বাচনের আগ থেকে তার বাড়িতে ২৫-৩০ জনের একজন সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হয়েছিল। এর বেশির ভাগ সন্ত্রাসী অন্য জেলার। তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ছিল। সন্ত্রাসী দলের নেতৃত্বে ছিল তার দুই ভাই পিন্টু ও মিন্টু। হাসিবুল হক মিন্টু পাবনা জেলার জাসদের সাধারণ সম্পাদক। সন্ত্রাসী দলটি গত শুক্রবার পর্যন্ত মেয়রের বাসায় অবস্থান করছিল। বড় ভাই মেয়র হওয়ায় পৌরসভার টেন্ডার পিন্টু ও মিন্টুই নিয়ন্ত্রণ করতো। উন্নয়নের নামে কাজের কাজ কিছুই হতো না। ঠিকাদার দায়সারা কাজ দেখিয়ে লুটে নিতো টাকা। ফলে এসব উন্নয়ন থেকে পৌরবাসী কোনো সুফল পেতো না। মেয়রের ওপর শুধু সরকারের একজন দায়িত্ব ছিল ব্যক্তির নয়, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আরও দু-একজনের আশীর্বাদও ছিল। যে কারণে অনেক বাধার মুখেও তিনি মেয়র পদে দলীয় মনোনয়ন পান। ফলে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে তিনি কোনো গুরুত্বই দিতেন না। জানা গেছে, মেয়র নির্বাচন করেছেন মিরু তার নিজস্ব স্টাইলে ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে। যে কারণে তিনি নির্বাচিত হওয়ার পর নিজেকে জনপ্রতিনিধি বা মেয়র মনে করতেন না। তার নিজস্ব গড়ে তোলা বাহিনী দিয়ে পৌরসভার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন। সাপ্তাহিক জনতার মশাল’র বার্তা সম্পাদক ও দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে বৃহস্পতিবার বিকেলে মেয়র হালিমুল হক মিরু সরাসরি গুলি করেও তিনি অনুশোচনা করেননি। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মিরুর বাড়ি ছিলেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি মেয়রকে গুলি করতে নিষেধ করেছি। কিন্তু তিনি শোনেননি। গুলিতে সাংবাদিক আহত হওয়ায় মেয়রের শটগান ও গুলি পুলিশ জব্দ করে।’ এ সময় পুলিশ তাকে আটক করতে পারত কিন্তু তাও করেনি। এর কোনো উত্তর মেলেনি। শুক্রবার দুপুর পর্যন্ত মেয়র মিরু তার মণিরামপুর বাড়িতে ছিলেন। অনেক সাংবাদিকের সাথে তিনি কথা বলেছেন। এ সময় তার ভাব এমন ছিল, যেন কিছুই হয়নি। দুপুরের পর সাংবাদিক শিমুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেয়র ও তার সন্ত্রাসী বাহিনী শাহজাদপুর থেকে পালিয়ে যায়। ২০১৬ সালের ৩০ অক্টোবর মেয়র মিরুর নিজ গ্রাম নলুয়া তে আঁখি খাতুন নামে একটি গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছিলেন মেয়রের এক কর্মী। মামলাটি মীমাংসার জন্য মেয়র ৫ লাখ টাকা হাতিয়ে নেন বলেও জনশ্রুতি রয়েছে। যে কারণে কোনো মামলা হয়নি। ৩২ ঘণ্টা পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। অনেক অপরাধ করলেও মেয়র মিরু উপরের আশীর্বাদপুষ্ট হয়ে কোনো সময় জেলে যাননি। হালিমুল হক মিরু দলে থেকে কোন নেতাকর্মীর উপকার করেছেন এমন নজির বা এমন একথা কেউ বলতে পারেননি। মেয়র মিরু তার দুই ভাই পিন্টু ও মিন্টু ছাড়া কোনো কাজই করতেন না। সব কাজ তাদের সঙ্গে নিয়ে করতেন। তাদের কথার বাইরে মেয়র চলতেন না। এবার মেয়র হয়ে হালিমুল হক মিরু অফিসে বসে ঘোষণা দেন, ‘আমি সন্ত্রাস করে অস্ত্র দিয়ে ভোট নিয়ে মেয়র হয়েছি। অস্ত্র দিয়েই আমি পৌরসভার ক্ষমতা চালাবো। আমার কোনো কর্মীর প্রয়োজন নেই।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

অর্থ-বাণিজ্য

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর, বিন্দু সিরাজগঞ্জের ত...

শাহজাদপুরে দূর্ঘটনায় নিহত পরিবারে ৪০ হাজার টাকার চেক বিতরণ