

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে ঃ ‘নদী ভাঙ্গণ কবলিত পূর্বাঞ্চলের মানুষের যাতায়াতে দুর্ভোগ লাঘবে অচিরেই শাহজাদপুর - জামিরতা সড়কের সংস্কার করা হবে।’ গতকাল সোমবার (৩১ সে আগস্ট) শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল এর অকাল মৃত্যুর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।
শাহজাদপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক হলো শাহজাদপুর-জামিরতা সড়ক। কিন্তু দীর্ঘিদিন সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে এই শাহজাদপুর-জামিরতা সড়ক। এ সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে ও পিচ পাথর উঠে ঝূকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যে কোন সময় প্রাণহানির ঘটনার মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটার আশংকার সৃষ্টি হয়েছে । শাহজাদপুর উপজেলার কৈজুরি, পোরজনা, গালা ও সোনাতনী ইউনিয়নবাসির দীর্ঘদিনের প্রানের দাবি ছিল এই শাহজাদপুর-জামিরতা সড়কের সংস্কার করার।
এ সড়কের সংস্কার ও সোনাতনী, কৈজুরি ইউনিয়নের সংযোগস্থলে একটি ব্রীজের কাজ সম্পন্ন করার জোর দাবি করেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ লিয়াকত । তার এই দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যের সময় আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শুরুর ঘোষণা দেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ ঘোষণা দেয়ায় চার ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ স্থানীয় এমপি শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। উক্ত শোকসভায় শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ

জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

তথ্য-প্রযুক্তি
ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো
শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুরের ভেকা ও হাটপাচিল গ্রাম বিলীন হওয়ার উপক্রম
স্টাফ রিপোর্টারঃ দ্রুত বন্যার পানি কমতে থাকায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে ভয়াবহ ভাঙ্গন...

আইন-আদালত
শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক
ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

আন্তর্জাতিক
সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে
জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...