

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর গ্রামের আনোয়ার হোসেন মনির ছেলে তাঁত শ্রমিক জাহিদ হাসান (১৮) কে পিকনিকের কথা বলে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ করতোয়া নদীতে ফেলে দিয়েছে বলে এক অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে শাহজাদপুর পৌর সদরের রূপপুর নতুনপাড়া উড়িরচর এলাকার করতোয়া নদী থেকে জাহিদ হাসানের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জাহিদের দুই বন্ধু আকাশ (১৮) ও সাগর (১৯) কে তাদের দরগাপাড়ার নিজ বাড়ি থেকে সন্দেহজনকভাবে আটক করেছে। এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন মনি বাদি হয়ে জাহিদের ৭ বন্ধুর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জন বন্ধুকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই শুক্রবার সকাল ৭টার দিকে জাহিদকে নৌকায় পিকনিকে যাওয়ার কথা বলে বন্ধু রনি, তালেব, ও উজ্জল বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর দুদিন পেরিয়ে গেলেও জাহিদকে খুঁজে না পেয়ে জাহিদের মোবাইল ফোনে কল করলে রনি ফোন রিসিভ করে জানায়, মোবাইল রেখে জাহিদ বাড়ি চলে গেছে। এর একদিন পর শনিবার বিকেলে জাহিদের মোবাইল, জামা-কাপড় ও জুতা ৭ বন্ধু মিলে জাহিদের বাড়িতে পৌঁছে দিয়ে জানায়, পিকনিক শেষে জাহিদ জামা-কাপড় খুলে রেখে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে বাড়ি চলে এসেছে। এতে জাহিদের পরিবারের সন্দেহ হলে তারা রাতে শাহজাদপুর থানায় একটি জিডি মামলা দায়ের করে। সেই থেকে তিন দিন জাহিদ নিখোঁজ থাকার পর রোববার সকালে দরগারচর এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে রূপপুর নতুনপাড়া উড়িরচর এলাকার করতোয়া নদীতে তার ক্ষত-বিক্ষত ও বিভৎস লাশ ভেসে ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাহিদের পিকনিকের সাথী বন্ধুরা সবাই গাঁ ঢাকা দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহত জাহিদের পিতা আনোয়ার হোসেন মনি দাবি করেন, পিকনিকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুরা পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। শাহজাদপুর থানার এসআই কমল ও এসআই রেজাউল করিম জানান, নিহত জাহিদের হাত, গলা, নাক, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে জাহিদের পিতা আনোয়ার হোসেন মনি বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ

ইতিহাস ও ঐতিহ্য
গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দ... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আগামী ২৯ নভেম্বর বুধবারে অনুষ্ঠিতব্য শাহজাদপুরের রূপবাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বা... ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে... বাড়ির টয়লেটের সেপটিক ট্রাংকে ২ (২৬ নভেম্বর) ছেলের লাশ রাখে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাবা-মা সহ পরিবারের লোকজন। এমন... শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের হাতকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আজ শ...
শাহজাদপুর
শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
রাজনীতি
রূপবাটি ইউনিয়ন মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চমক দেখাতে চান সভাপতি প্রার্থী লিনা
আন্তর্জাতিক
উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু
শাহজাদপুর
ছেলের লাশ টয়লেটে রেখে নির্বাচনের প্রচারণা! বাবা-মা সহ আটক ৪
রাজনীতি
‘ভালোবাসা আর ঐক্যবদ্ধতায় রূপবাটি আওয়ামী যুবলীগকে এগিয়ে নিয়ে যেতে চাই’-- যুবলীগ নেতা হাফেজ সজীব