

সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের এক কর্মকর্তাসহ জেলার ১৭ জন ব্যক্তি নিখোঁজ আছেন। বিভিন্ন বয়সের এসব ব্যক্তি প্রায় দেড় বছর ধরে নিখোঁজ। এদিকে পুলিশ জানিয়েছে, নিজ জেলার বাইরে গিয়ে সিরাজগঞ্জের একাধিক ব্যক্তি নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে কাজ করছে বলে তথ্য আছে।১২ জনের নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ সদর থানার পাঁচজন, উল্লাপাড়া থানার চারজন, তাড়াশের একজন, কাজীপুর থানার একজন এবং চৌহালী উপজেলার এনায়েতপুর থানার একজন রয়েছেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে। পুলিশ সুপার কার্যালয় থেকে সব থানার ওসিদের এসব তালিকা প্রস্তুত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক ওসিদের মাঠপর্যায়ে সরেজমিনে খোঁজ নিয়ে নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনার পর থেকেই এসব তালিকা তৈরির কাজ চলছে। জেলার শাহজাদপুর, বেলকুচি, চৌহালী ও কাজিপুর উপজেলার প্রত্যন্ত যমুনার চরাঞ্চলে জঙ্গি আস্তানা গড়ে তোলার আশঙ্কায় পুলিশের অভিযান চলছে বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জে নিখোঁজ ব্যক্তিরা হলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের জেলা সমাজবিজ্ঞানী শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের হাবিবুর রহমান আলী জিন্নাহ (২৭), তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ময়দান আলী (৪০), উল্লাপাড়া উপজেলার রাউতান গ্রামের জাভেদ সিদ্দিক (২৫), দাদপুর গ্রামের হাফেজ আবদুল মোমিন (২৭), শেখপাড়ার রাকিবুল ইসলাম (২৩) ও চুড়ুইমুরী গ্রামের মাসুদ রানা (২৭)। এনায়েতপুর থানার জাকির হোসেন (১৬), কাজীপুর উপজেলার বেরী পোটল গ্রামের আরমান রেজা (১৫), সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলগাতী গ্রামের আমিনুল ইসলাম (৩৫), রাঙ্গালিয়াগাতী গ্রামের জাহাঙ্গীর আলম (২৭), কাওছার খান (৪০) ও পশ্চিম গজারিয়া গ্রামের আবদুল মোমিন (২৩)। এ ছাড়া সাধারণ ডায়েরি করা হয়নি এমন আরো পাঁচজন ছেলের নিখোঁজ হওয়ার সন্ধান পেয়েছে পুলিশ। তবে ‘তদন্তের স্বার্থে’ পুলিশ তাদের নাম প্রকাশ করেনি। নিখোঁজ ব্যক্তিদের বয়স ১৪ থেকে ৩০ বছর। এরা মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। পুলিশের অপর একটি সূত্র জানায়, পরিবারের পক্ষ থেকে যাদের নিখোঁজদের বিষয়ে জিডি করা হয়েছে তাদের বেশির ভাগই ছাত্র। এর মধ্যে মাদ্রাসা ও পলিটেকনিকের ছাত্র বেশি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানায় করা জিডি থেকে জানা যায়, এসব ব্যক্তি গত দেড় বছর ধরে নিখোঁজ। বাড়ির কাউকে না জানিয়ে তারা হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায়। এরপর আর তারা পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। এদের মধ্যে যারা মোবাইল ফোন ব্যবহার করতেন, তাদের ফোনগুলো নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধ আছে। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, এনায়েতপুর থানাধীন জাকির হোসেন দশম শ্রেণির ছাত্র। জাকির গত ২ জুলাই নিখোঁজ হয়। রাতে কোনো এক সময় সে ঘর থেকে বের হয়ে চলে যায়। উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি মাদ্রাসা থেকে হাফেজ আবদুল মোমিন আট মাস আগে তাবলিগে যাওয়ার কথা বলে কাকরাইলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর থেকে তার সন্ধান নেই। বাকি নিখোঁজরা বাড়ি থেকে নিজেদের ইচ্ছেয় চলে গেছে। এসব বিষয়ে পরিবারও সঠিক তথ্য দিতে পারেনি। সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম মাহফুজুর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করার পর হাবিবুর রহমান জিন্নাহ আমাদের দপ্তরে যোগ দেন। একেবারেই তরুণ। অবিবাহিত। নম্র ও ভদ্র ছিল। নিয়মিত নামাজ পড়ত। গত বছরের ২৪ অক্টোবর হঠাৎ কর্মস্থল থেকে উধাও হন তিনি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সদর থানায় জিডি করা হয়েছে। আমরাও সংবাদপত্রে হাবিবুরের ছবিসহ নিখোঁজ সংবাদ ছপিয়েছি। কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি।’ এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘বিভিন্ন থানায় পরিবারের পক্ষ থেকে করা জিডি থেকে এদের নিখোঁজ হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে জিডি করা হয়নি অথচ নিখোঁজ রয়েছে এমন আরো পাঁচ ব্যক্তির সম্পর্কে তথ্য পাওয়া যায়।’ সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা প্রস্তুতকরণ এখনো শেষ হয়নি। সিরাজগঞ্জে এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো ঘটনা না ঘটলেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সিরাজগঞ্জে কতিপয় ব্যক্তি ওই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত হয়ে সিরাজগঞ্জের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে এমন তথ্য পুলিশের কাছে আছে।
Source: ntv
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুর কোর্ট ভবনে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার স্থাপন
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর হানায় থমকে গেছে বিশ্ব। করোনার ভয়াল থাবায় তিনমাসের অধিক সময় ধরে বন্ধ ছিলো দেশের সকল অধস্তন আদা...

ফটোগ্যালারী
শাহজাদপুরে শেখ ফজলুল হক এসপি'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল ও শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটা'র ভাইস...

জীবনজাপন
শাহজাদপুরে শীতবস্ত্রের অভাবে হৎদরিদ্রদের দুর্বিসহ দিনযাপন
শামছুর রহমান শিশির : গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসায় শীতবস্ত্রের অভাবে উপজেলার যমুনা নদী তীরবর্তী শাহজাদপুর উপজেলার ৪ টি...

সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে । গত শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার চর...

অর্থ-বাণিজ্য
তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা
শামছুর রহমান শিশির : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ দেশের তাঁতসমৃদ্ধ এলাকার তাঁত...

দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের