রবিবার, ১৩ জুলাই ২০২৫

ঈদুল আজাহা উদযাপনে উত্তরবঙ্গে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহণের ব্যাপক চাপ বেড়েছে। এতে এ মহাসড়কের ৩টি পয়েন্টে যানবাহণ ধীরগতিতে চলছে। এ ছাড়া পরিবহণ সংকটে ঘরে ফেরা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, কভারভ্যান, মাইক্রোবাস, পিকাপভ্যান ও মোটরসাইকেলে রওনা দিয়েছে। বাড়তি চাপে এ সড়কে যানবহণ চলছে ধীরগতিতে। ফলে যাত্রীদেও গন্তব্যে পৌছাতে সময় বেশি লাগছে। ফলে চালক ও যাত্রীদের চরম ভোগান্তি পড়তে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি বেড়েছে সবচেয়ে বেশি। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখি গরুর ট্রাক দীর্ঘ সময় পথে আটকা পড়ে থাকায় গরু ব্যবসায়ীরা গরু নিয়ে চরম বিপাকে পড়েছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ-ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে ঘরে ফেরা মানুষের আরো দূর্ভোগ বেড়েছে। 

আশুলিয়ার জিরানী বাজার থেকে ঘরে ফেরা গার্মেন্টস কর্মী আখি খাতুন বলেন,তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। পরিবারের সাথে ঈদ করতে তিনি বাড়ি যাচ্ছেন। তার বৃদ্ধ বাবা তার জন্য পথ চেয়ে বসে আছেন। পথে আটকা পড়ায় তিনি দুশ্চিন্তায় বারবার ফোন করছেন। একই জেলার কহিনূর খাতুন জানান,তার শ্বশুর-শাশুড়ি ও বাবা-মাকে সথে নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। নীলফামারীর রফিকুল ইসলাম টেক্সটাইল মিলের শ্রমিক স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফিরছেন। বাড়িতে বাবা-মা ও ভাইদের নিয়ে ঈদ করবেন ও  কোরবানি দিবেন। তিনি বাড়ি ফেরার পর গরু কেনা হবে। ফথে রেরি হওয়ায় পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়েছেন। নীলফামারি সদরের আবুল হোসেন পেশায় হোটেল শ্রমিক। তিনি বলেন, ঢাকায় সারা বছর হোটেলে কাজ করি। যতই কিছু হোক না কেন বছরে দুই ঈদে গ্রামের বাড়ি যাই। ঈদের আনন্দ যদি আত্মীয়-স্বজনদের সঙ্গে ভাগাভাগি না করতে পারি, তাহলে ঈদকে ঈদই মনে হয় না। 

বাড়ি ফিরতে থাকা নিম্ন আয়ের একাধিক শ্রমজীবী মানুষ জানান, তাদের কেউ আশুলিয়া, কেউ জামগড়া, কেউ জিরানী বাজার ও বাইপাইল থেকে পিকআপ ও ট্রাকে চড়েছেন। বাসে ভাড়া বেশি হওয়ায় টাকা বাঁচাতে তারা খোলা পিকআপ ও ট্রাকে চড়েই রওনা হয়েছেন। রাত ১০ টার দিকে রওয়ানা দিয়ে সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জের হাটিকুরুল এসে পৌঁছেছেন। রাস্তায় যানজটের কারণে ৩ ঘণ্টার পথ আসতে ১০ ঘণ্টা সময় লেগেছে। পুরো যাত্রাপথে কখনো টানা রোদ আবার কখনো বৃষ্টির কবলে পড়তে হয়েছে। দুর্ভোগর মাথায় নিয়ে বাড়ি ফেরা এ সব যাত্রীরা বলেন, ঢাকায় কার সঙ্গে ঈদ করব। ওখানে তো শুধু কাজের জন্য থাকা। আত্মীয়-স্বজনরা তো এলাকায় থাকেন। আত্মীয়-স্বজনদের সঙ্গে কোরবানি দেওয়ার মজাই আলাদা। পিকআপ ভ্যান চালক শফিকুল ইসলাম বলেন, যাত্রীদের মধ্যে কুড়িগ্রাম ও নীলফামারী জেলার যাত্রী রয়েছে। ৬০০ থেকে ৭০০ টাকা ভাড়ায় রওনা দিয়েছি। বাসের ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা। স্বল্প খরচে যেতেই আমাদেও পরিবহণে উঠেছে এ সব যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু প‚র্বপাড় মহাসড়কের যানজট কাটিয়ে এ পর্যন্ত এসেছি। কখন গন্তব্যে ফৌছাব জানি না।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহণের চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে। মুলিবাড়ি, কড্ডা ও নলকা সেতু এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, অতিরিক্ত যানবাহণের চাপ থাকায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় প্রায় ৬ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ এ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, শেষ মূহুর্তে পরিবারের সাথে ঈদ উদযাপনে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ-ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের মানুষ। ফলে হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডা এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে কোথাও বড় ধরণের যানজট নেই। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর কোর্ট ভবনে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার স্থাপন

শাহজাদপুর

শাহজাদপুর কোর্ট ভবনে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার স্থাপন

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর হানায় থমকে গেছে বিশ্ব। করোনার ভয়াল থাবায় তিনমাসের অধিক সময় ধরে বন্ধ ছিলো দেশের সকল অধস্তন আদা...

শাহজাদপুরে শেখ ফজলুল হক এসপি'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

ফটোগ্যালারী

শাহজাদপুরে শেখ ফজলুল হক এসপি'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল ও শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটা'র ভাইস...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ : সংবাদ সম্মেলনে বিএনপি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ : সংবাদ সম্মেলনে বিএনপি

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়িবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

এছাড়া শাহিন-২ নামে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পরিসর ২ হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪২ মাইল।

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

বাংলাদেশ

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার...