শুক্রবার, ১১ জুলাই ২০২৫
আগামীকাল মঙ্গলবার দৈনিক সমকাল সাংবাদিক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রধান দুই আসামী পৌরসভার মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই হাসিবুল হক মিন্টু দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন শুনানি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেটের আদালতে অনুষ্ঠিত হবে । জানা গেছে, শাহজাদপুর কোর্টে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক স্বাক্ষী দেয়ার জন্য ঢাকায় গমন করায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে হালিমুল হক মিরু ও তার ভাই হাসিবুল হক মিন্টু এদের রিমান্ড শুনানি হবে। এজন্য তাদের দ্বিতীয় দফা রিমান্ড আবেদন শুনানীর জন্য শাহজাদপুর আনা হচ্ছে না। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আবুল কাশেম জানান, সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মিরু ও মিন্টু রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে এই হত্যা মামলার প্রধান দুই আসামী মেয়র মিরু ও তার ভাই মিন্টুকে দ্বিতীয় দফা পুলিশী রিমান্ডে এনে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে। উল্লেখ, গত ২ ফেব্রুয়ারি মেয়র মিরুর ভাই পিন্টু ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে রাস্তা থেকে তুলে নিয়ে মেয়রের বাড়িতে আটকে রেখে তার দুই পা ও হাত ভেঙ্গে দেয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মিছিল করে মেয়রের বাড়ির সামনে গেলে মেয়র মিরু ও তার ভাই মিন্টু মিছিলের উপর গুলি চালায়। এ সময় ঘটনান্থলে পেশাগত দায়িত্ব পালনকালে শিমুল চোখে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পরদিন তাকে বগুড়া হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহত শিমুলের স্ত্রী নুরুন নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে নামীয় ১৮ জন ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। গত ১৩ ফেব্রুয়ারি মেয়র মিরুসহ ৬ জন আসামীর ৫ দিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। রিমান্ড শেষে মেয়র মিরুসহ ৬ আসামীকে আদালতে হাজিরের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মামলার অধিকতর তদন্তের বৃহৎ স্বার্থে তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান দুই আসামী মেয়র মিরু ও তার ভাই মিন্টুর ফের ৭ দিনের পুলিশী রিমান্ডের আবেদন দাখিল করেন বিজ্ঞ আদালতে। ওইদিন আদালত এ বিষয়ে শুনানীর জন্য ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেন। ওই রিমান্ড শুনানী শাহজাদপুর আমলী আদালতের বিচারক হাসিবুল হকের আদালতে শুনানীর কথা থাকলেও বিজ্ঞ বিচারক স্বাক্ষী দেয়ার কাজে ঢাকায় গমন করায় আগামীকাল মেয়র মিরু ও তার ভাই মিন্টুর দ্বিতীয় দফা রিমান্ড শুনানী সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে শুনানী অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

জাতীয়

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...

‘আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়নে এগিয়ে গেছে বাংলাদেশ’- আইন সচিব

জাতীয়

‘আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়নে এগিয়ে গেছে বাংলাদেশ’- আইন সচিব

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক রক্তের...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...