সরকারের গৃহায়ণ প্রকল্প নিয়ে নানা অভিযোগে তোপের মুখে আছেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এই ঘটনাকে পুঁজি করে দেশব্যাপী চাঁদাবাজির জাল বিস্তার করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহায়ণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার হলে সরকার অনেককেই শাস্তি দিতে শুরু করে। এসব সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি সাইফুল ইসলাম দেশের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের ফোন দিতে শুরু করে। ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রচার করা হবে বলেও ইউএনওদের হুমকি দেন। এতে ওই সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে বিকাশে টাকা পাঠাতে থাকেন।
বিষয়টি বাগেরহাট জেলা পুলিশের নজরে এলে পুলিশ বিষয়টি সিরাজগঞ্জ জেলা পুলিশকে জানায়। পরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় শহরের কাঠেরপুল এলাকা থেকে তাঁকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ শিকার করে। নানামুখী প্রতারণার অভিযোগে এর আগেও সাইফুলকে কয়েক বার গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার।
সাইফুলকে আটকের পর সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। এতে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান—আটক সাইফুল ইসলাম একজন পেশাদার প্রতারক। তিনি প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে টাকা আদায় করে থাকেন। তাঁর বিরুদ্ধে এনআই অ্যাক্টের ৩টি মামলা আদালতে বিচারাধীন ও তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে শিগগিরই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আটক সাইফুল চান্দাইকোনা এলাকার মৃত আব্দুল ওয়াহেদ এর ছেলে। তিনি ২০১১ সাল থেকে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পরে বিভিন্ন অপরাধ, প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরুঃ সভাপতি চয়ন ইসলাম ও সহ-সভাপতি শহিদুল আলম সাচ্চু
নিজস্ব প্রতিবেদক : আজ জাতীয় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের সমন্বয়ে নবগঠিত স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ...
অপরাধ
লম্পট শিক্ষকের লালসায় ৯ম শ্রেণীর ছাত্রী ৯ মাসের অন্তসত্বাঃ লম্পট শিক্ষক পলাতক
রাজিব আহম্মেদঃ বেলকুচি উপজেলার বওড়া আকন্দপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ১৬ বছর বয়সী মেয়ে স্থানীয় ইকরা কোচিং সেন্টারে...
শিক্ষাঙ্গন
শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্বাচন- ঠান্ডু সভাপতি, বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত
শাহজাদপুর প্রতিনিধিঃ আজ রোববার শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। এতে সভ...
রাজনীতি
'নৌকায় ভোট ও দোয়া ভালোবাসা চাই'- জননেতা শেখ আব্দুল হামিদ লাবলু
নিজস্ব প্রতিবেদক : মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...