রবিবার, ১৩ জুলাই ২০২৫
শামছুর রহমান শিশির : ‘ সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের আমৃত্যু সাজা নয়- মৃত্যুদন্ড চাই। সমকাল পরিবার নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের পরিবারের পাশে সবসময় থাকবে।’ আজ শনিবার বেলা ৩ টায় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক মরহুম আব্দুল হাকিম শিমুলের কবর জিয়ারত শেষে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ ( পিআইবি) এর চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এ কথা বলেন। এ সময় সমকাল পরিবারের পক্ষ থেকে মরহুম সাংবাদিক শিমুলের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন সমকাল সম্পাদক । স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, 'শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুই সেদিন সংঘর্ষের সময় পুলিশের বাঁধা উপেক্ষা করে শটগান দিয়ে সাংবাদিক শিমুলকে প্রকাশ্যে গুলি করে। তাদের গুলিতেই মারা যান সাংবাদিক শিমুল। এটা পুলিশই বলেছে। আমরা এ হত্যাকান্ডের প্রধান আসামি মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ সকল অপরাধীদের ফাঁসি চাই।’ সেইসাথে অবিলম্বে মেয়র মিরুকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কারেরও তিনি দাবি জানান। এ সময় দৈনিক সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) এস. এম শাহাব উদ্দিন, দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, দৈনিক সমকালের ডিজিএম (সার্কুলেশান) অমিত রায়হান, স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশীদ খান হাসান, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজ্রুী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ ও স্থানীয় গণ্যমাধ্যমকর্মী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পিআইবি চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বের ওই সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন । শাহজাদপুরে মরহুম সাংবাদিক শিমুলের কবর জিয়ারত শেষে পিআইবি’র চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে রওয়ানা দেন। এদিন বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সন্মেলন কক্ষে সমকাল সাংবাদিক শিমুলের স্মরণ সভা শীর্ষক এক সভায় তারা যোগদান করবেন বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর কোর্ট ভবনে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার স্থাপন

শাহজাদপুর

শাহজাদপুর কোর্ট ভবনে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার স্থাপন

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর হানায় থমকে গেছে বিশ্ব। করোনার ভয়াল থাবায় তিনমাসের অধিক সময় ধরে বন্ধ ছিলো দেশের সকল অধস্তন আদা...

শাহজাদপুরে শেখ ফজলুল হক এসপি'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

ফটোগ্যালারী

শাহজাদপুরে শেখ ফজলুল হক এসপি'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল ও শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটা'র ভাইস...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ : সংবাদ সম্মেলনে বিএনপি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ : সংবাদ সম্মেলনে বিএনপি

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়িবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

এছাড়া শাহিন-২ নামে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পরিসর ২ হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪২ মাইল।