

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার সাহা সভাপতি, খোকন চন্দ্র দাস সহ-সভাপতি ও স্বপন সূত্রধর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের হলরুমে বেলতৈল ইউনিয়ন পূজা উযদাপন পরিষদের সভাপতি অতুল গোবিন্দ সাহার সভাপতিত্বে ও শম্ভুনাথ সাহার পরিচালনায় অনুষ্ঠিত ওই দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক মানিক সরকার, বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ফটিক সুত্রধর, চন্দন কুমার রায় প্রমূখ। সম্মেলনের শুরুতেই প্রধান অতিথি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় সি.আর. দত্ত’র প্রতি বিন¯্র শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সংগ্রামী সাধারন সম্পাদক মানিক সরকার বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পূর্বপুরুষেরা মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে জীবন উৎসর্গ উৎসর্গ করায় ও মা বোনেদের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত হয়েছিলো আমাদের স্বাধীনতা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সাথে সাথে বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়ীক চেতনার স্বপকেও হত্যা ও ভুলন্ঠিত করা হয়েছে। মহান স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বঙ্গবন্ধুর সেই চেতনা, সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সমমর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবী, অধিকার আদায় ও নিজেদের অধিকার নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধতার কোন বিকল্প নাই।’
এ বিষয়ে উক্ত সম্মেলনের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তৃণমূলের সমর্থন অনুযায়ী ও শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল ও সাধারন সম্পাদক বিমল কুমার কুন্ডুর অনুমতি নিয়ে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার সাহাকে সভাপতি, খোকন চন্দ্র দাসকে সহ-সভাপতি ও স্বপন সূত্রধর সাধারন সম্পাদক ঘোষণা করা হয়েছে।’
উল্লেখ্য, উক্ত সম্মেলনে সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও শতশত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ উপস্থিত থেকে সম্মেললকে সফল ও প্রাণবন্ত করে তোলেন।


সম্পর্কিত সংবাদ

অপরাধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক যেন প...

শাহজাদপুর
পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি
সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

শাহজাদপুর
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন
সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

জাতীয়
কবিগুরু রবীন্দ্রনাথ সাধারন মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ - নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
কবিগুরু ১৬১তম জন্মজয়ন্তী উৎসবে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে কাছারিবাড়ি প্রাঙ্গণ। সেইসাথে উৎসবের...

বাংলাদেশ
বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার
জুম ঘর থেকে বান্দরবানে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মার্চ) দিবাগত রাতে পাহাড়ের জুম ঘর থেকে উদ্ধার...

শিক্ষাঙ্গন
শাহজাদপুরে ৩০০ ফিট রাস্তার জন্য চরম দূর্ভোগে সাত শতাধিক শিক্ষার্থী
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে মাত্র ৩০০ ফিট উঁচু সড়ক না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি ও অল্প...