শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বসির আহমেদের জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুর। অথচ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসংশ্লিষ্ট সব সরঞ্জামের জরাজীর্ণ অবস্থা। হাসপাতালটির দুটি অ্যানেসথেসিয়া মেশিন (অবেদন যন্ত্র) ১০ বছর এবং দুটি অ্যাম্বুলেন্স ২৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। অ্যানেসথেসিয়া মেশিন দুটি হাসপাতালের বারান্দায় এবং অ্যাম্বুলেন্স দুটি খোলা স্থানের একটি টিনশেডে অযত্ন-অবহেলায় পড়ে আছে। এ ছাড়া একটি আলট্রাসনোগ্রাফি মেশিনের অভাবে প্রসূতি ও গর্ভবতী মায়েদের চিকিৎসা ব্যাহত হচ্ছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট চিকিৎসক ও জনবল থাকলেও শুধু যন্ত্রপাতির অভাবে এই হাসপাতালে জটিল কোনো অস্ত্রোপচার এবং জরুরি রোগী পরিবহন সম্ভব হচ্ছে না।

অন্যদিকে হাসপাতালটিতে ৩ জন ওয়ার্ড বয়, ৪ জন আয়া, ২৫ জন স্বাস্থ্য সহকারী, ৪ জন হেলথ ইনচার্জ, ১ জন হিসাবরক্ষক, ২ জন অফিস সহায়ক, ১ জন এক্স-রে বিভাগের সহকারী, ১ জন ইসিজি টেকনিশিয়ান, ৩ জন সিএইচসিপি, ১ জন ডেন্টাল সার্জন, ১ জন হেড অ্যাসিস্ট্যান্ট, ১ জন মালি, ১ জন নাইটগার্ড ও ৩ জন পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শাখায় ৫১টি পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। এমন পরিস্থিতিতে উপজেলার প্রায় ৮ লাখ মানুষ তাদের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে ক্লিনিকনির্ভর হয়ে মোটা অঙ্কের ‘অর্থদণ্ড’ দিচ্ছেন।

এদিকে চিকিৎসাসংশ্লিষ্ট সরঞ্জাম ও জনবল সংকটের কথা জানিয়ে হাসপাতাল কর্র্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিলেও কোনো ফল মেলেনি। ফলে সংকট ক্রমশ জটিল আকার নিচ্ছে। অথচ ক্যানসার, চক্ষু ও হৃদরোগ বিভাগসহ এই হাসপাতালকে ১০০ শয্যার আধুনিক জেনারেল  হাসপাতালে রূপান্তরের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। এ ছাড়া শাহজাদপুর পৌর শহরের মধ্যে একটি ২০ বা ৩০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিও তাদের। আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে শাহজাদপুরে এক অনুষ্ঠানে এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে পৌর শহরের মধ্যে একটি ২০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু পরে তিনি স্বাস্থ্যমন্ত্রী না থাকায় তা আলোর মুখ দেখেনি।

উপজেলার একাধিক বাসিন্দা দেশ রূপান্তরের কাছে তাদের হতাশার কথা জানিয়ে বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর এলাকার হাসপাতালের এমন করুণ দশায় তারা মর্মাহত। তিনি এ পদে আসার পর এলাকার স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি হবে বলে আশার আলো দেখেছিলেন তারা। যমুনা নদীর ভাঙনকবলিত এই এলাকার হতদরিদ্র ছিন্নমূল মানুষ স্বল্পখরচে ক্যানসার, চক্ষু ও হৃদরোগের মতো জটিল সব রোগের চিকিৎসা পাবেন এমন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন এলাকাবাসী। কিন্তু সেসব তো দূরের কথা, আধুনিক ডিজিটাল অ্যানেসথেসিয়া মেশিন এবং নতুন অ্যাম্বুলেন্সের অভাবে চিকিৎসাসেবা বঞ্চিত হয়ে এলাকাবাসীর স্বপ্ন ধুলোয় মিশে যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এখানে যোগদান করেছি মাত্র দুই বছর হলো। এরই মধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণ, চিকিৎসক সংকট ও বেশ কিছু যন্ত্রপাতির অভাব দূর করেছি। হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করেছি। মা ও শিশুদের বন্ধ থাকা বিশেষ চিকিৎসার সেবা ৮ বছর পর পুনরায় চালু করেছি। অ্যানেসথেসিয়া মেশিনের অভাবে এ হাসপাতালে প্রায় ৮ বছর সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। স্থানীয় ব্যবস্থাপনায় কম দামের একটি অ্যানেসথেসিয়া মেশিন কিনে আবারও সিজারিয়ান অপারেশন চালু করেছি।’

শাহজাদপুর শহরের টাউন মসজিদের পাশে মনিরামপুর বাজারের উপস্বাস্থ্যকেন্দ্রটি প্রায় ১৬ বছর ধরে জনবল সংকটে বন্ধ ছিল জানিয়ে ডা. আমিনুল আরও বলেন, ‘ভবনটি জরাজীর্ণ হয়ে জঙ্গলে ভরেছিল। সেটা পরিষ্কার করে সেখানে গর্ভবতী মায়েদের সেবাদানের সুব্যবস্থা করেছি। আগে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তেমন রোগী আসত না। এখন সেবার মান বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। কিন্তু একটি আধুনিক ডিজিটাল অ্যানেসথেসিয়া মেশিনের অভাবে এখানে জরুরি ও জটিল কোনো অপারেশন করা সম্ভব হচ্ছে না।’

জটিল রোগীদের সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী বা ঢাকায় রেফার্ড করার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের অভাবে বিড়ম্বনায় পড়তে হয় জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘অনেক চেষ্টার পর ১০ বছর নষ্ট হয়ে পড়ে থাকা পুরনো একটি অ্যাম্বুলেন্স মেরামত করে কোনোরকমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত রোগী পাঠানো সম্ভব হচ্ছে। এর চেয়ে জটিল রোগী এলে তাদের বগুড়া, রাজশাহী বা ঢাকায় রেফার্ড করার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের অভাবে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অর্থাভাবে আরও দুটি অ্যাম্বুলেন্স প্রায় ২৫ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। নতুন একটি অ্যাম্বুলেন্স হলে এলাকাবাসী একটু ভালো সেবা পেতে পারবে। তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষ জানিয়েছে, তারা অচিরেই এ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দেবেন।’

আলট্রাসনোগ্রাফি মেশিনের অভাবে প্রসূতি ও গর্ভবতী মায়েদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ডা. আমিনুল বলেন, ‘এ জন্য বারবার সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে চিঠি দিচ্ছি। কিন্তু এসব চিঠি কোনো কাজেই আসছে না। তাই একটু সমস্যায় আছি। আশা করি এ সমস্যা অচিরেই দূর হয়ে যাবে। এ ছাড়া এই হাসপাতালে শূন্য পদগুলো জরুরিভিত্তিতে পূরণ করা প্রয়োজন। তা না হলে কাজের চরম অসুবিধা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে সমাধানের ব্যবস্থা করা হবে।’

অন্যদিকে নিজ এলাকার স্বাস্থ্য খাতের বেহাল পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বসির আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য খাতের যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।’

সূত্রঃ দেশ রূপান্তর

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো

তথ্য-প্রযুক্তি

ফেসবুকের কল্যাণে ঢাকা থেকে ১১ দিন পূর্বে হারিয়ে যাওয়া শাহজাদপুরের কিশোরী লিমা বাড়ি ফিরলো

শাহজাদপুর প্রতিনিধি : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত ‘হারানো বিজ্ঞপ্...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

আইন-আদালত

শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।...

সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে

আন্তর্জাতিক

সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিপিএ–৫ না পেয়েও কেমব্রিজে

জাহিদ হোসাইন খানঃ ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সাজিদ আখতার পেয়েছিলেন জিপিএ-৪.৫০। আর এ...

শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা

অপরাধ

শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা

শাহজাদপুর প্রতিনিধি :- শাহজাদপুরে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক বেলা...