সোমবার, ২৪ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: আজ ২৫ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার ত্রি-বার্র্ষিক সন্মেলন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ৪র্থ বারের মতো আবারও ওই সন্মেলন স্থগিত করায় স্থানীয় যুবলীগ নেতাকর্মী ও সমর্থকেরা চরম আক্ষেপ আর হতাশা প্রকাশ করেছেন। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক কাজকর্মে গতিশীলতা ফিরিয়ে এনে নৌকা মার্কাকে বিজয়ী করে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা’কে আবারও বাংলার প্রধানমন্ত্রী করতে কেন্দ্রীয় যুবলীগ যে অঙ্গীকারে আবদ্ধ; শেষতক ৪র্থ বারের মতো স্থানীয় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন আবারও স্থগিত করায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেয়া সেই লক্ষ্য সেই অঙ্গীকারেও গুঁড়েবালি পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মতামত ব্যাক্ত করেছেন। গত ১১ মার্চ সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি মঈন উদ্দিন খান চিনু ও সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল হাকিম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন করার তারিখ নির্ধারণপূর্বক সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয় শাহজাদপুর উপজেলা যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে । ওই নির্দেশনা মোতাবেক শাহজাদপুর উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত সন্মেলন সম্পন্ন করতে সকল প্রস্তুতিও নিয়েছিলেন। ভোটারগণ ১৩ বছর পর ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের স্বপ্ন দেখলেও সন্মেলন স্থগিত করায় সে আশা সেই স্বপ্ন শেষমেষ হতাশায় নিমজ্জিত হয়েছে। জানা গেছে, গত ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোঃ ইউনুস আলী সভাপতি, মামুনর রশীদ লিয়াকত সাধারণ সম্পাদক ও হারুণ শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী ৩ বছর পর ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হবার পর আয়োজকবৃন্দ মোট ৪ বার সন্মেলন সম্পন্ন করার তারিখ ঘোষণা করলেও তা সম্পন্ন না হওয়ায় প্রার্থীগণ ও ভোটারেরা চরম দুঃখ প্রকাশ করেন। এ সন্মেলনে সভাপতি পদে মানুনর রশীদ লিয়াকত (বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক), ইউনুস আলী ( বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর), আরিফুল ইসলাম পলাশ (সাবেক জিএস, সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ), নুরুল ইসলাম মিঠু (উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও সহ-সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থা) এবং সাধারণ সম্পাদক প্রদে মোঃ রাজীব শেখ ( উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), কামরুল হাসান হিরোক (সবুজ বিপ্লবের উদ্যোক্তা, শাহজাদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক-সভাপতি) ও যুবলীগ নেতা আশিকুল হক দিনারের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো। এ সন্মেলনের সভাপতি-সাধারণ সম্পাদক পদের সিংহভাগ নেতৃবৃন্দ ও ভোটারেরা চরম হতাশা প্রকাশপূর্বক অভিযোগে জানান,‘তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন করার জন্য ইতিপূর্বে ৩ বার দলীয় ভাবে তারিখ, দিন, ক্ষণ, স্থান নির্ধারণ করে ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন করার ঘোষণা দেয়া হলেও শেষমেষ তার ওপর স্থগিতাদেশ নেমে আসে। ৪র্থ বারের মতো আজ (২৫) এপ্রিল সন্মেলনের তারিখ ঘোষিত হলেও স্থানীয় জনৈক নেতার সমর্থনপূষ্ট প্রার্থী পরাজিত হবেন-এমন আশংকায় সন্মেলন সম্পন্ন করতে বাধাগ্রস্থ করা হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন।’ নির্ধারিত তারিখে সন্মেলন সম্পন্ন করতে সন্মেলনের সাম্ভাব্য সিংহভাগ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণের মধ্যে কোন দ্বন্দ্ব, সংঘাত, গ্রুপিং ও কোন্দল নেই-তারা ঐক্যবদ্ধভাবে ও শান্তিপূর্ণভাবে সন্মেলন সম্পন্ন করতে প্রতিশ্রতিবদ্ধ মর্মে শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে গিয়ে বিষয়টি অবগত করলেও শেষমেষ অনুষ্ঠিতব্য ওই সন্মেলনের ওপর স্থগিতাদেশই বহাল থাকায় নেতৃবৃন্দ ও ভোটারবৃন্দ হতাশাগ্রস্থ্য হয়ে পড়েছেন বলে তারা জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

বিগত পাঁচবছরে সুইডেনে বাংলাদেশের রপ্তানি প্রায় দ্বিগুণ বেড়েছে  						-- বাণিজ্যমন্ত্রী

অর্থ-বাণিজ্য

বিগত পাঁচবছরে সুইডেনে বাংলাদেশের রপ্তানি প্রায় দ্বিগুণ বেড়েছে -- বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সুইডেন বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। দীর্ঘদিন ধরে সুইডেনের বাজারে বাংলাদেশি...

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

“দৈনিক ভোরের পাতার যুগপুর্তি ও ডিজিট্যাল বাংলাদেশ বিনির্মাণে সংবাদপত্রের ভূমিকা” শিরোনামে-প্রবন্ধ।

উপ-সম্পাদকীয়

“দৈনিক ভোরের পাতার যুগপুর্তি ও ডিজিট্যাল বাংলাদেশ বিনির্মাণে সংবাদপত্রের ভূমিকা” শিরোনামে-প্রবন্ধ।

-আবুল বাশার-প্রধান সম্পাদক সময়ের কথা- এক সময় গণমাধ্যম বলতে শুধু খবরের কাগজকে বোঝাত। উনবিংশ শতাব্দীর শেষদিকে...

বিএনপি জেগে জেগে ঘুমায়, তাই তারা দিবা স্বপ্ন দেখছে- নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান

জাতীয়

বিএনপি জেগে জেগে ঘুমায়, তাই তারা দিবা স্বপ্ন দেখছে- নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান

শাহজাদপুর প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে নৌ পরিবহন মন্ত্রী...

প্রসঙ্গ দেশপ্রেম

ধর্ম

প্রসঙ্গ দেশপ্রেম

রাইয়ান ইবনে লুৎফুর রহমানঃ এটা অবধারিত সত্য যে, একজন মানুষ যখন পৃথিবীর...