

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন। এতেই পাওয়ানাদার হাজী রাসেল সেই গাছ স্থানীয় ব্যাপারী আবু তালেবের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। এমনই ঘটনা ঘটিয়েছেন উপজেলার জালালপুর ইউনিয়নের দাদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিম। মঙ্গলবার আবু তালেব ১৪ টি গাছ কাটার পর এলাকাবাসীর বাঁধার মুখে কাটা বন্ধ রাখেন।
সরেজমিনে গেলে হাজী রাসেল এবং আবু তালেব জানান, উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সুজাবুল আলম এবং তার ভাই দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিম একটি সরকারি জোলা ২ বছরের জন্য ইজারা নেয়। এরপর একই গ্রামের হাজী রাসেলের কাছে ৪ বছরের জন্য সাব-লিজ দেন সেই জোলা। হাজী রাসেল যখন বুঝতে পারেন সেলিম গং ২ বছরের ইজারা নিয়ে ৪ বছরের সাব-লিজ দিয়েছে এবং ঠিকমতো পানি না থাকায় মাছ চাষ করার অনুপযোগী হয়ে গেছে তখন টাকা ফেরত চান। তখন হাজী সেলিমের টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে জলাশয়ের পাড়ে পুরনো ৫০টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করে টাকা নিতে বললে হাজী রাসেল স্থানীয় ব্যাপারী আবু তালেবের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। মঙ্গলবার গাছ কাটতে গিয়ে ১৭টি গাছ কাটার পর স্থানীয়দের বাধার মুখে পড়ে বন্ধ রাখেন।
এদিকে গত বছরের ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত সুজাবুল আলম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত সুজাবুলের ভাই দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিমের বক্তব্যের জন্য গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন জানান, খবর পেয়ে তদন্তের জন্য সহকারি শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। একজন সরকারি কর্মচারি যদি সরকারি সম্পদের ক্ষতির সাথে জড়িত থাকে তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, কাটা গাছগুলো ওই জায়গা থেকে সরাতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত পূর্বক সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত সংবাদ

দিনের বিশেষ নিউজ
রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি
সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

তৃতীয় প্রজন্মের ভাবনা
শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...

ফটোগ্যালারী
শাহজাদপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যহতঃ যমুনার ভাঙ্গণে ২ শতাধিক ঘরবাড়ি বিলিন
মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যহত থাকায় উপজেলার সোনাতুনি ইউনিয়নে যমুনা নদীর ভাঙ্গণ ভয়াবহ আকা...

জীবনজাপন
‘আর কতজ্বাল বুনমু তাঁতে, দুখ পাথারে ভাইস্যা !’ শাহজাদপুরের তাঁত শ্রমিকদের মানবেতর দিনযাপন
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : বরেণ্য কন্ঠশিল্পী আব্দুল আলিমের লেখা ও তার কন্ঠে গাওয়া জননন্দিত ‘আর কতোকাল ভাসবো আম...

স্বাস্থ্য
শাহজাদপুরে আবারো ১৩ অ্যানথ্রাক্স রোগী সনাক্তঃ এলাকায় আতংক
নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে মানব দেহে আবারো ভয়ংকর প্রাণী রোগ অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে।...

মহাসড়কে চাঁদাবাজী দেখলেই গ্রেফতার- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় উপলক্ষ্যে মহাসড়কে চাঁদ...