মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর বিএনপি'র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে । এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ মটর মালিক সমিতি-শাহজাদপুর এর যুগ্ম-সাধারন সম্পাদক, হাসিব এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী, পরিবহন ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদকে দায়ী করে এদিন ৩০ ডিসেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১ টায় পৌর এলাকার শক্তিপুরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন আহত বিএনপি নেতা মোঃ আলাল হোসেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 



শাহজাদপুর পৌর বিএনপি'র যুগ্ম-সাধারন সম্পাদক আহত মোঃ আলাল হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, "২৯ ডিসেম্বর রবিবার রাতে পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডে হাসিব এন্টারপ্রাইজ  পরিবহন ব্যবসায়ী আওয়ামী লীগের মোঃ হারুন অর রশিদের নির্দেশে শক্তিপুর গ্রামের আরিফ, সবুজ, আলামিন, জসিম, বাবুসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সুবিচার দাবী করেন।" তিনি আরও অভিযোগ করেন, "হাসিব এন্টারপ্রাইজ পরিবহন মালিক হারুন অর রশিদ আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামের ও আলীগের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা'র ছেলে সুমগ্ন করিমের হাত ধরে মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। "



এদিকে, পৌর বিএনপি নেতা মোঃ আলাল হোসেনের উপর হামলার খবর জানতে পেরে শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফসহ দলীয় নেতাকর্মীরা ছুঁটে যান ও আহত আলাল হোসেনের খোঁজখবর নেন।



এদিন, ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে নিজের উপর আনীত উপরোক্ত অভিযোগ অস্বীকার করে ও বিষয়টি অবগত নন দাবী করে অপ্রপ্রচারের প্রতিবাদে খঞ্জনদিয়ারস্থ নিজ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পরিবহন ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ। পাল্টা সংবাদ সম্মেলন তিনি দাবী করেন, "মোঃ আলাল হোসেনের উপর হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।" তাকে কেনো এ ঘটনায় দায়ী করা হচ্ছে? - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ আরও বলেন, "তার পরিবহন ব্যবসায়ের সুনাম নষ্ট করতে এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হতে পারে।"

এছাড়া, এদিন রাতে হাসিব এন্টারপ্রাইজ পরিবহনের ম্যানেজার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, শক্তিপুর গ্রামের মোঃ সবুজও পৃথক সংবাদ সম্মেলন করেছেন। প্রকৃত ঘটনা উল্লেখ করে তিনি দাবী করেন, "৩১ ডিসেম্বর গ্রাম্যভাবে গ্রামের ছোট ছেলেরা খেলার আয়োজন করে। উক্ত খেয়ায় পৌর বিএনপি'র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেনকে অতিথি হিসেবে দাওয়াত না দেয়ায় তিনি রেগে গিয়ে আমাকে ধ্বাক্কা দেন। প্রতিবাদে আমিও ধ্বাক্কা দিলে আলাল হোসেন পড়ে যান ও তার নাক ফেঁটে যায়। তিনি বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আমাদের উপর মিথ্যা অভিযোগ আনছেন।"

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, "লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড হবে।"

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

অপরাধ

শাহজাদপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, গণমাধ্যমকর্মীকে প্রাণ নাশের হুমকি দেয়ার ঘটনায় থানায় জ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উদযাপন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উদযাপন

সিরাজগঞ্জ শাহজাদপুরে ২৫ মার্চ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপল...

রবিবা’র আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে দুই প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাদপুর

রবিবা’র আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে দুই প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে লার্নিং ম্যানেজমেন্ট, ইআরপি ও অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির...

বাংলাদেশ আমাদের, লুটেরা পাঁচারকারীদের নয়

সম্পাদকীয়

বাংলাদেশ আমাদের, লুটেরা পাঁচারকারীদের নয়

এর মর্মার্থ হলো এই- তিনি তাদেরকে বোঝাতে চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের পাট বিদেশের কাছে বেঁচে, সেই টাকা দিয়ে পশ্চিম পাকিস্ত...

উল্লাপাড়ায় চেয়ারম্যানের অনুমতিতে ‘বঙ্গবন্ধু ক্লাব’ বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় চেয়ারম্যানের অনুমতিতে ‘বঙ্গবন্ধু ক্লাব’ বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানার অনুমতিতে বঙ্গবন্ধু ক্লা...

‘ব্যাটসম্যান’ নয়, এখন থেকে বলা হবে ‘ব্যাটার’

খেলাধুলা

‘ব্যাটসম্যান’ নয়, এখন থেকে বলা হবে ‘ব্যাটার’

ভাষা একটি প্রবহমান ধারা। ভাষা পরিবর্তনশীল। যেকোন ভাষার প্রচলিত অনেক শব্দও পরিবর্তন হয়। শুরুতে কাগজে-কলমে, এরপর মানুষের ম...