

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর বিএনপি'র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে । এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ মটর মালিক সমিতি-শাহজাদপুর এর যুগ্ম-সাধারন সম্পাদক, হাসিব এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী, পরিবহন ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদকে দায়ী করে এদিন ৩০ ডিসেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১ টায় পৌর এলাকার শক্তিপুরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন আহত বিএনপি নেতা মোঃ আলাল হোসেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
শাহজাদপুর পৌর বিএনপি'র যুগ্ম-সাধারন সম্পাদক আহত মোঃ আলাল হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, "২৯ ডিসেম্বর রবিবার রাতে পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডে হাসিব এন্টারপ্রাইজ পরিবহন ব্যবসায়ী আওয়ামী লীগের মোঃ হারুন অর রশিদের নির্দেশে শক্তিপুর গ্রামের আরিফ, সবুজ, আলামিন, জসিম, বাবুসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সুবিচার দাবী করেন।" তিনি আরও অভিযোগ করেন, "হাসিব এন্টারপ্রাইজ পরিবহন মালিক হারুন অর রশিদ আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামের ও আলীগের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা'র ছেলে সুমগ্ন করিমের হাত ধরে মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। "
এদিকে, পৌর বিএনপি নেতা মোঃ আলাল হোসেনের উপর হামলার খবর জানতে পেরে শাহজাদপুর উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফসহ দলীয় নেতাকর্মীরা ছুঁটে যান ও আহত আলাল হোসেনের খোঁজখবর নেন।
এদিন, ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে নিজের উপর আনীত উপরোক্ত অভিযোগ অস্বীকার করে ও বিষয়টি অবগত নন দাবী করে অপ্রপ্রচারের প্রতিবাদে খঞ্জনদিয়ারস্থ নিজ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পরিবহন ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ। পাল্টা সংবাদ সম্মেলন তিনি দাবী করেন, "মোঃ আলাল হোসেনের উপর হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।" তাকে কেনো এ ঘটনায় দায়ী করা হচ্ছে? - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ আরও বলেন, "তার পরিবহন ব্যবসায়ের সুনাম নষ্ট করতে এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হতে পারে।"
এছাড়া, এদিন রাতে হাসিব এন্টারপ্রাইজ পরিবহনের ম্যানেজার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, শক্তিপুর গ্রামের মোঃ সবুজও পৃথক সংবাদ সম্মেলন করেছেন। প্রকৃত ঘটনা উল্লেখ করে তিনি দাবী করেন, "৩১ ডিসেম্বর গ্রাম্যভাবে গ্রামের ছোট ছেলেরা খেলার আয়োজন করে। উক্ত খেয়ায় পৌর বিএনপি'র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেনকে অতিথি হিসেবে দাওয়াত না দেয়ায় তিনি রেগে গিয়ে আমাকে ধ্বাক্কা দেন। প্রতিবাদে আমিও ধ্বাক্কা দিলে আলাল হোসেন পড়ে যান ও তার নাক ফেঁটে যায়। তিনি বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আমাদের উপর মিথ্যা অভিযোগ আনছেন।"
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, "লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড হবে।"
সম্পর্কিত সংবাদ

জাতীয়
শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

অপরাধ
কামারখন্দে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত
কামারখন্দ উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গল...

ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুর
শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় ম...

শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

খেলাধুলা
শাহজাদপুরে মাদলা ক্রিকেট ক্লাবকে হারিয়ে বাঘাবাড়ী কিংস চ্যাম্পিয়ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা (রহ.) ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট ফাইনাল