শুক্রবার, ১১ জুলাই ২০২৫
bccnews24.com-taka_money_londer শাহজাদপুর সংবাদ ডটকম স্থানীয় প্রতিনিধি : শাহজাদপুরে ২টি সিলিং ফ্যান ও ১টি টিউবওয়েল দিয়ে এলজিএসপি-২ প্রকল্পের ১লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এক অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিয়ারবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এদিকে সরেজমিনে টিয়ারবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে এ বিদ্যালয়ের নামে এলজিএসপি-২ প্রকল্পের বরাদ্দকৃত ১ লাখ টাকা ব্যয়ে আসবাবপত্র সরবরাহের কথা থাকলেও সেখানে কোন আসবাবপত্র সরবরাহ না করে এ বিদ্যালয়ে ২টি সিলিং ফ্যান ও ১টি টিউবওয়েল মেরামত অসমাপ্ত রেখেই প্রকল্পের সভাপতি ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মমিন পুরো টাকাই আত্মসাৎ করেছেন। এ বিষয়ে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আব্দুল মমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্পের সিংহভাগ টাকা চেয়ারম্যানসহ বিভিন্ন অফিসে দিতে হয়েছে। পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন স্ব-স্ব প্রকল্পের টাকা ওই প্রকল্পের সভাপতির ব্যাংক হিসাবে সরাসরি জমা হওয়ায় এ প্রকল্পের টাকা চেয়ারম্যানদের আত্মসাতের কোন সুযোগ নেই। এ বিষয়ে টিয়ারবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, আসবাবপত্রের পরিবর্তে বিদ্যালয় ভবনসহ ল্যাট্রিন ও টিউবওয়েল মেরামতের কথা বলে আব্দুল মমিন মেম্বর বিদ্যালয়ের প্যাডে ১ লাখ টাকার আসবাবপত্র বুঝিয়া পাওয়া গেছে এই মর্মে একটি প্রত্যয়ন পত্র নিয়েছেন। এই প্রত্যয়ন পত্র নেওয়ার পর ওই প্রকল্পের সভাপতি মাত্র ১৫ হাজার টাকা ব্যয় করে আমার বিদ্যালয়ে ২টি সিলিং ফ্যান, ১টি টিউবওয়েল আংশিক মেরামত ও ১টি টয়লেট মেরামত করে দিয়ে প্রকল্পের সভাপতি আব্দুল মমিন মেম্বর আর কোন যোগাযোগ রাখেননি। তিনি আরো জানান, এবিষয়ে উক্ত প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী নাইমুল ইসলাম উজ্জলকে বিস্তারিত জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) তন্ময় দাস ও এলজিএসপি-২ , ইউপিজিপি প্রকল্পের জেলা সমন্বয়কারী মুক্তি রানী চক্রবতীর সাথে যোগাযোগ করা হলে এ কর্মকর্তারা জানান, এ অনিয়ম সম্পর্কে আমাদের জানা নাই। তারা আরো জানান, এলজিএসপি-২ প্রতিটি প্রকল্পের আওতাধিন স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের ব্যাংক হিসাবে টাকা জমা হওয়ার পর চেয়ারম্যানগন ওই বরাদ্দের টাকা প্রকল্পের সভাপতি ইউপি সদস্যদের ভাগ করে দেওয়ার কথা। তারা আরো জানান, স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্যকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা আছে । এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের অধিনে সংশ্লিষ্ট প্রকল্পের কারিগরী বিষয়ে অভিজ্ঞদের নিয়ে একটি তদারকি কমিটিও গঠন করা আছে। তারা আরো জানান, প্রকল্পের সভাপতি এবং ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে এ অর্থ যথাযথ ভাবে প্রকল্প কাজে ব্যয় করতে বলা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , এলজিএসপি-২ প্রকল্পের প্রথম ধাপের বরাদ্দের সময় আমি দায়িত্বে না থাকায় বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে যদি কেউ কোন অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

জাতীয়

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...

‘আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়নে এগিয়ে গেছে বাংলাদেশ’- আইন সচিব

জাতীয়

‘আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়নে এগিয়ে গেছে বাংলাদেশ’- আইন সচিব

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক রক্তের...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...