সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স এম এম এইচ নামের একটি ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও মানবস্বাস্থ্যে সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘অবৈধ ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
উত্তরাঞ্চলের নদ-নদী মরা খালে পরিণত!
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা করতোয়া, বড়াল, হুরাসাগর, নন্দকুজা, বেশানী, আত্রা...
আইন-আদালত
বাংলাদেশের কোনো আইনজীবীকে হাতকড়া পড়ানো যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশের কোনো আইনজীবীকে হাতকড়া পড়ানোর ব্যাপারে কোন কোন ক্ষেত্রে নিয়ম মানছে না পুলিশ । বাংলাদেশের সুপ্রীম কোর্ট বারসহ অ...
