

চলতি বছরের ২১ জানুয়ারি ব্যবসা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২১০ কোটি টাকা লোকসান গুনেছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট লিমিটেড। মোট ১ হাজার ১০০ কোটি টাকার পণ্য কেনাবেচায় এ লোকসান হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার।
আজ রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঞ্জুর আলম শিকদার বলেন, ‘আমাদের বিক্রীত একটি পণ্যে মূল্যছাড় দেওয়ার কারণে প্রায় ৩৫০ কোটি টাকা লোকসান দিতে হয়েছে। আর অন্যান্য পণ্য বিক্রিতে মুনাফা হয়েছে ১৪০ কোটি টাকা। সব মিলিয়ে আমাদের লোকসানের পরিমাণ প্রায় ২১০ কোটি টাকা।’
লোকসানের অর্থের সংস্থান কীভাবে করেছেন, এমন প্রশ্নের জবাবে আলেশা মার্টের চেয়ারম্যান জানান, নিজের সম্পত্তি বিক্রি করে এ অর্থের সংস্থান করেছেন। এর জন্য কোনো ব্যাংক থেকে ঋণ নেননি তিনি।
তবে, মূল্যছাড় দিয়ে আর ব্যবসা করা সম্ভব নয় জানিয়ে মঞ্জুর আলম শিকদার বলেন, ‘মূল্যছাড় দিয়ে দীর্ঘ সময় ব্যবসা করা সম্ভব নয়। আমরা বাজার ধরতে ভর্তুকি দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন থেকে আমরা আর ভর্তুকি দেব না।’
উল্লেখ্য, ইভ্যালি, আলেশা মার্টসহ এ ধরনের আরও কয়েকটি ই–কমার্সের ব্যবসায়িক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পর তদন্ত শুরু করে বাংলাদেশ ব্যাংক। এতে প্রতিষ্ঠানগুলোর ব্যালান্স শিটে অনেক অসামঞ্জস্য উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে দেশের ব্যাংকগুলো এসব প্রতিষ্ঠানে কার্ডে লেনদেন স্থগিত করার ঘোষণা দেয়। সর্বশেষ গতকাল শনিবার বিকাশও তাদের সঙ্গে আর লেনদেন করবে না ঘোষণা দিয়েছে।
সম্পর্কিত সংবাদ

সম্পাদকীয়
তৃতীয় বর্ষ পদার্পনে প্রধান সম্পাদকের মন্তব্য ও বক্তব্য
সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার জোতপাড়া বাজারে জাটকা মাছ বিক্রয় করায় চরধীতপুর গ্রামের মো: শহিদ নামে... নিজস্ব প্রতিনিধিঃ সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যমুনা নদীতে আরেকটি টার্ণেল নি... বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সাধারন সম্পাদক মানিক সরকার বলেন, ‘দেশী বিদেশী নানা ষড়যন্ত্র প্রত... “হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের... এম এ হান্নান শেখ, কোর্ট রিপোর্টারঃ আজ সোমবার সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা আইনজীবি শাখা শাহজাদপুরকে জেলা ঘোষনার দাবীতে শাহ...
আইন-আদালত
চৌহালীতে জাটকা বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
সরকার যমুনায় আরো একটি টার্ণেল নির্মাণের চিন্তা ভাবনা করছে- ওবায়দুল কাদের
জাতীয়
শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের বিশাল আনন্দ শোভাযাত্রা
জাতীয়
বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস
ফটোগ্যালারী
শাহজাদপুরকে জেলা ঘোষনার দাবীতে মানববন্ধন