সোমবার, ১৪ জুলাই ২০২৫
ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া কলোনিপাড়া গ্রামের আবদুর রহমানের লিচুগাছে ধরা আমটি আজ মঙ্গলবার ছিঁড়ে ফেলেছেন একদল তরুণ। বিচিত্র এই ঘটনা দেখতে গিয়ে ঝামেলা ও বিতণ্ডার জের ধরে একদল তরুণ আমটি ছিঁড়ে পালিয়ে যান। তাঁদের ধাওয়া করেও ধরা যায়নি। ফলে এই ঘটনার বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা পাওয়ার কোনো সুযোগ থাকল না। লিচুর থোকায় একটি আম ধরেছে—এই খবরে বহু মানুষ তা দেখতে আবদুর রহমানের বাড়িতে ভিড় জমান। আজ বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে তিন তরুণ সেখানে গিয়ে আমটি ছিঁড়ে পালিয়ে যান বলে গাছের মালিকের দাবি। আবদুর রহমান বলেন, গত শনিবার গাছে লিচুর থোকার পাশে আম দেখতে পাওয়ার কথাটি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর লিচুগাছটি পাহারা দিতে শুরু করেন তিনি। আজ সকালেও লিচুগাছটি দেখতে এলাকায় ভিড় করেন অনেকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলামের ভাতিজা সোহেল রানা মোটরসাইকেলে করে আমটি দেখতে যান। ফেরার পথে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সোহেল রানার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সোহেল রানা আঘাত পান। আবদুর রহমানের ভাষ্য, ঘটনাটি ইউপি সদস্য সফিকুল ইসলাম জানার পর তিনি তাঁর (আবদুর রহমান) বোনকে ডেকে বলেন, এই আমের কারণে এখানে সমস্যা হচ্ছে। আমটি তিনি ছিঁড়ে ফেলবেন। এর ঘণ্টাখানেক পর তাঁর বাড়িতে আসেন সফিকুল ইসলাম। তাঁর পেছনে একটি মোটরসাইকেলে করে তিন তরুণও আসেন। লোকসমাগম ও লিচুগাছটি পাহারা নিয়ে সফিকুলের সঙ্গে আবদুর রহমানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তরুণেরা গাছ থেকে আমটি ছিঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যান। লোকজন তরুণদের পেছনে ধাওয়া করেও তাঁদের ধরতে পারেননি। এ ব্যাপারে বালিয়া ইউপির সদস্য সফিকুল ইসলামের ভাষ্য, ‘আমি সেখানে গিয়ে আবদুর রহমানকে বলেছি, এখন করোনার প্রকোপ বেশি। এখানে যাতে লোকজনের ভিড় কম হয়। এ কথা শুনে তিনি পাল্টা বলেন, আপনারা মেম্বার-চেয়ারম্যানরা কী করেন? এসব আপনারা সামলাতে পারেন না? এ নিয়ে তাঁর সঙ্গে তর্ক হওয়ার একপর্যায়ে কে আমটি ছিঁড়েছে, আমি তা বলতে পারছি না।’ তাঁর পেছনে মোটরসাইকেল নিয়ে আসা তরুণদের তিনি চেনেন না বলে দাবি করেন। লিচুগাছে আম ধরার কথাটি জানার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক আবু হোসেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের লিচুগাছটি পর্যবেক্ষণে রাখতে নির্দেশ দিয়েছিলেন। আজ গাছের আমটি ছিঁড়ে ফেলার খবর পেয়ে তিনি বলেন, ‘গাছে আমটি আরও কয়েক দিন থাকলেই বোঝা যেত, লিচুগাছে আসলেই প্রাকৃতিকভাবে আমটি ধরেছে কি না। আমটি ছিঁড়ে ফেলায় ঘটনাটির বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা জানা সম্ভব হলো না।’ এর আগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র হালদার বলেন, ‘লিচু ও আম এক পরিবারের উদ্ভিদ নয়। ক্রোমোজম সংখ্যা যদি এক হয়, তবে অনেক সময় ঘটতে পারে। তবে লিচু ও আমের ক্ষেত্রে এটা অবিশ্বাস্য। লিচু ও আমের টিস্যু সিস্টেম এক না হওয়ায় আম ও লিচুর গ্রাফটিংও সম্ভব নয়। লিচুর সঙ্গে আমগাছের ডাল জোড়া লেগেছে, এমন উদাহরণ নেই। উদ্ভিদতত্ত্বে এর কোনো ব্যাখ্যা নেই।’ সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর কোর্ট ভবনে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার স্থাপন

শাহজাদপুর

শাহজাদপুর কোর্ট ভবনে জীবাণু মুক্তকরণ প্রবেশদ্বার স্থাপন

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর হানায় থমকে গেছে বিশ্ব। করোনার ভয়াল থাবায় তিনমাসের অধিক সময় ধরে বন্ধ ছিলো দেশের সকল অধস্তন আদা...

শাহজাদপুরে শেখ ফজলুল হক এসপি'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

ফটোগ্যালারী

শাহজাদপুরে শেখ ফজলুল হক এসপি'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল ও শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটা'র ভাইস...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা

অর্থ-বাণিজ্য

তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা

শামছুর রহমান শিশির : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ দেশের তাঁতসমৃদ্ধ এলাকার তাঁত...

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ : সংবাদ সম্মেলনে বিএনপি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ : সংবাদ সম্মেলনে বিএনপি

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়িবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

এছাড়া শাহিন-২ নামে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পরিসর ২ হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪২ মাইল।