শনিবার, ১২ জুলাই ২০২৫
01   শাহজাদুর সংবাদ ডট কম স্থানীয় প্রতিনিধি :  শুক্রবার বিকেলে মালয়েশিয়ায় নিহত জাহাঙ্গীর হোসেনের  (৩৫) লাশ তার গ্রামের বাড়ি শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্রামে এসে পৌছেছে। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। গ্রাম জুড়ে চলে শোকের মাতম। জাহাঙ্গীরের লাশ এক নজর দেখতে তার বাড়িতে মানুষের ভিড় থৈ থৈ করে। পওে  নামাযে জানাযা শেষে ার লাশ গ্রামের কবরস্থানে দাফন সম্পনন করা হয়। জানাযায়,  গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার রড মিস্ত্রী জাহাঙ্গীর হোসেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কাজান নামক স্থানের প্রাইভেট চিকিৎসকের অধিনে চিকিৎসারত অবস্থায় মারা যান। তার লাশ বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ বিমানে করে শুক্রবার ভোর ৫ টায় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এস পৌছে। বিমান বন্দর কর্তৃপক্ষ জাহাঙ্গীরের লাশ তার চাচাত ভাই আলামিন হোসেনের কাছছে হস্তান্তর করেন। পরে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে একটি প্রাইভেট এম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি পুঠিয়া নিয়ে যাওয়া হয়। নিহতের বড় ভাই মোক্তার হোসেন জানান, তাত শ্রমিক জাহাঙ্গীর হোসেন সংসারের অভাব অনটন দুর করতে গত আড়াই মাস আগে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে সাড়ে ৩ লাখ টাকা ঋণ  নিয়ে টুরিষ্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে অবৈধ ভাবে পুত্রাজয়া নামক এলাকার একটি ব্যক্তি মালিকানার নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজ নেয়। দিনভর সেখানে কাজ শেষে রাতে কাজান এলাকার জঙ্গলে পলিথিনে ছাওয়া ঝুপড়ির মধ্যে ঘুমাতেন। ১৩ আগষ্ট বুধবার রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে ঝুপড়িটি ভেঙ্গে যায়। রাতভর বৃষ্টিতে ভিজে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে। পরদিন সকালে জরুরী ভিত্তিতে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার হার্ডএ্যাটাকে করুন মৃত্যু হয়। নানা আনুষ্ঠানিকতা শেষে  ৯ দিন পর গতকাল শুক্রবার নিহত জাহাঙ্গীরের মরদেহ দেশে  ্এসে পৌছায়। এদিন বাদ আছর নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। যমুনা নদীর ভাঙ্গনে নিঃস্ব জাহাঙ্গীর হোসেন স্ত্রী ও ২ কন্যা নিয়ে পুঠিয়া গ্রামে বসবাস শুরু করে। স্বামী-স্ত্রী দুজনে তাত শ্রমিকের কাজ করে সংসার চলে না। তাই অধিক উপার্জন করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে অবৈধ পন্থায় সে মালয়েশিয়ায়ে পাড়ি জমিয়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরলো। তার স্ত্রী লালবানু জানান, অভাবের সংসারে সুদে-আসলে ৪ লাখ টাকা ঋণ করে প্রবাসে গিয়ে মৃত্যুবরণ করায় লাশ ফেরত আনতেও প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এ টাকাও ধারদেনা ও সুদ করে যোগাড় করা হয়েছে। স্বামীর মৃত্যু শোক, ২ কন্যার ভরনপোষন ও এই বিপুল পরিমান  ঋনের টাকা তিনি কিভাবে পরিশোধ করবেন তা ভেবে বারবার মুর্ছা যাচ্ছেন। এদিকে জাহাঙ্গীরের এই অকাল মৃত্যুতে সপ্তম শ্রেণীতে পড়–য়া শিউলি (১৩) ও  তৃতীয় শ্রেণীতে পড়–য়া ছোট মেয়ে সুমির (১০) লেখাপড়া  অর্থাভাবে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এ দুই অবুঝ শিশুর  অন্ধকার ভবিষ্যৎ থেকে আলোর মুখ দেখাতে হৃদয়বান ব্যক্তি অথবা প্রতিষ্ঠান এগিয়ে আসবেন কি ?  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

জাতীয়

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...

‘আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়নে এগিয়ে গেছে বাংলাদেশ’- আইন সচিব

জাতীয়

‘আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়নে এগিয়ে গেছে বাংলাদেশ’- আইন সচিব

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক রক্তের...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...