বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) ও হযরত জালাল উদ্দিন রুমী (রহ.) এর মহান ওস্তাদজী, জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.) এর দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়েছে । উক্ত বাৎসরিক ওরশ শরীফে যোগদান করতে ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তবৃন্দ শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ মখদুমিয়া জামে মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে সমবেত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) কোরআন শরীফ খতম, গেলাপ মিছিল, রওজা মোবারক গোসল, গেলাপ ছড়ানো, ফাতেহা পাঠ ও জিকির আসগরের মাধ্যমে দিনব্যাপী ওই ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ (বুধবার) বাদ মাগরিব মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন । ছদরে মাহফিল গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছি (তারেক) পীর ছাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, আ’লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, পৌরসভার কাউন্সিলর লিয়াকত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগের সাধারণ সম্পাদক মানুনুর রশীদ লিয়াকত প্রমূখ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন, আলহাজ্ব হাফেজ মাওলানা মখলেছুর রহমান বাঙ্গালী ছাহেব- কুষ্টিয়া, মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোঃ আলী আকবর ছাহেবসহ বরেণ্য ওলামায়ে কেরামগন। এদিন (বুধবার) দিবাগত রাতে সারারাত ওয়াজ মাহফিল, জিকির আসকর শেষে বাদ ফজর দেশ ও দশের কল্যাণ ও সমৃদ্ধি কামনাসহ সমগ্র মুসলিম জাহানের কল্যাণে বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত শেষে নেওয়াজ বিতরণ করা হবে। মহান ওস্তাদজী হযরত শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী আয়োজিত বাৎসরিক ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্বা ব্যাবস্থা জোরদাড় করা হয়েছে বলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানিয়েছেন। ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মহান ওস্তাদজী রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশে যোগদানের জন্য দেশী বিদেশী ধর্মপ্রাণ মুসলমান, ভক্তগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দু’দিনব্যাপী হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.) এর বাৎসরিক ওরশ শরু।

ইতিহাস ও ঐতিহ্য

শাহজাদপুরে দু’দিনব্যাপী হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.) এর বাৎসরিক ওরশ শরু।

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা

অপরাধ

শাহজাদপুরে ইভটিজিং এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে যুবক-যুবতীর সাজা

শাহজাদপুর প্রতিনিধি :- শাহজাদপুরে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক বেলা...

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...