

শাহজাদপুর সংবাদ ডেক্সঃ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে আগামী বুধবার রাত ৯টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে আরো এক বার ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজের আগে শেষ অনুশীলন করেছেন তারা। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন মুশফিক। টানা ৭ মাস ধরে ব্যর্থতার বৃত্তেই আটকে আছে মুশফিকবাহিনী। তারপরও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী মুশফিক। আমার মনে হয় ক্রিকেট কোন সহজ খেলা নয়। প্রতিটি সিরিজেই আমাদের প্রতিদ্বন্দিতাপূর্ণ ক্রিকেট খেলার টার্গেট থাকে। ভাল খেললে ক্রিকেটের যে কোন ফরম্যাটেই জেতা সম্ভব। প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট না খেললে কোন ফরম্যাটেই জোত সম্ভব নয়। সবকিছু যদি ঠিকঠাক থাকলে অবশ্যই আমরা ভাল করতে পারব। অনেকগুল ম্যাচ জেতার সুযোগ রয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজেরও খুব একটা ভাল সময় যাচ্ছেনা। কারণ শেষ সিরিজে ওরা নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে। মানসিক ভাবে ওরাও হতাশ। আমাদের লক্ষ্য সেরা খেলাটা উপহার দেওয়ার। এই সিরিজে সাকিবের না থাকা প্রসঙ্গে মুশফিক বলেন,। সাকিব আমাদের একজন বড় পারফরমার। গত ৮-৯ বছর ধরে সে আমাদের সঙ্গে আছে। কিন্তু সাকিব দলে থাকলে বিষয়টি কিন্তু এমন নয় যে অন্যরা সবাই রিলেক্সে থাকবে, বা সব কাজ ও একাই করবে। ক্রিকেট কিন্তু একজনের খেলা না। দলে অন্তত ৩/৪ জনকে ভাল পারফর্ম করতেই হয়। মোটিভেশন হিসেবে এটাই বলব যে আমাদের যে কয়জন খেলোয়াড় আছেন তারা ফর্মে নেই। গত এক-দেড় মাস তারা অনেক কঠিন পরিশ্রম করছেন। আশা করব এবারের সিরিজে তারা ভাল ভাবেই চাপ নিতে পারবেন। আমার মনে হয়, তাদের সেরা পারফর্ম করতে হবে। আবহাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ কথা ঠিক যে অনেক দিন আমরা লংগার ভার্সন ম্যাচ খেলিনি। যেহেতু আমরা ওদের ওখানে গিয়ে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলব; এরপর টোয়েন্টি২০ খেলব। সেক্ষেত্রে ওদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আর ওদের ওখানে এর আগেও আমরা খেলেছি। আমরা একটু হলেও জানি। সব কিছু নির্ভর করে ওদের ওখানে গিয়ে কেমন খেলব তার ওপর; শুরুটা কেমন হবে তার ওপর। আশা করছি সব কিছু আমাদের ভাল হবে। ২০১০ সালের পুনরাবৃত্তি হতে পারে কিনা? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন একটা ভাল অবস্থানে থাকলে তা দলের জন্য ইতিবাচক হিসেবে কাজ করে। ওই সময় দলের মধ্যে একটা স্পিরিট ছিল। এছাড়া আমরা ভাল ক্রিকেটও খেলেছিলাম, তাই জিতেছি।তখন ওদের দলে একটু সমস্যা ছিল। কিন্তু এবার ওদের দলটা আগের চেয়ে শক্তিশালী। আপনি যেখানেই খেলেন না কেনও ভাল ক্রিকেট খেললে যেকোন দলকে হারান সম্ভব। গত এক দেড় বছর আমরা যেমনটি খেলছিলাম তেমনটি এই বছর খেলতে পারছি না। উইন্ডিজে যেন জয়ে ফিরতে পারি সেই চেষ্টাই করব। ওয়েস্ট ইন্ডিজের উইকেট সম্পর্কে তিনি বলেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি উইকেটে বা ফিল্ডিং উইকেটে হয়তো আমরা যাচ্ছি না। আমরা বাইরে খেলতে যাচ্ছি। আর বাইরে আমাদের অর্জন যে খুব ভাল তাও না। ওদের বিপক্ষে খেলার জন্য আমরা কিছু পরিকল্পনা করেছি- ওদেরকে যেন হারান সম্ভব হয়। মিডেল অর্ডারে যেন ভাল করা যায় তাও লক্ষ্য রেখেছি। দলে তরুণ কিছু ক্রিকেটার আছে এমন মন্তব্য করে মুশফিক বলেন, বিজয়-আল আমিন-তাসকিন সবাই নতুন হিসেবে ভাল খেলছে। তাদের জন্য এটা বড় একটা সুযোগ। দলে বেশকিছু ভাল ব্যাটসম্যান আছে; আমাদের বোলারদের সুযোগ থাকবে। সেই দিক থেকে বলব যে এবারের সফরে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকছে।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড
সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতসোমবার দুপ...

দিনের বিশেষ নিউজ
৪ কিলোমিটার ‘মুজিব বাঁধ’ ঝুকিপূর্ণ; জনদুর্ভোগ চরমে
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণ পাড় থেকে শুরু করে বেড়া পাম্প হাউ...

জীবনজাপন
নতুন সম্পর্কে জড়ানোর আগে...
সিরাজগঞ্জ শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির... সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার(১০ ডিসেম্বর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্য... মানুষের প্রয়োজনে দুনিয়ায় কত শত পেশা যে তৈরি হয়েছে তার ইয়ত্তা নাই । দেখুন না, জুতা সেলাই থেকে জাহাজ তৈরি কিংবা টিকা তৈরি...
শাহজাদপুর
শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে সরকারি চাউল উদ্ধার
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু
উপ-সম্পাদকীয়
কোন পেশাই ছোট নয়, সব পেশাকে সম্মান করুন