বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
শামছুর রহমান শিশির : প্রতিনিয়ত বিজ্ঞানের আধুনিকায়নের পদতলে পিষ্ট হয়ে এক সময়ের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় নানা ইলেকট্রনিক্স সামগ্রী হারিয়ে গেছে দেশ বিদেশ থেকে। আবার অধুনা বিজ্ঞানের স্পর্শে নিত্য নতুন আধুনিক ব্যবহার্যসামগ্রীর কদর কমতে কমতে একেবারেই শূন্যের কোঠায় পৌছে গিয়ে প্রায় পুরোপুরি বিলুপ্তির পথে।কালের চক্রে সময়ের বিবর্তন ও পরিধিতে তেমনি ভিসিডি ও ডিভিডির যাতাকলে পিষ্ট হয়ে অতীতকালের বিনোদনের সহায়ক মাধ্যম হিসাবে বহুল ব্যবহৃত ভিডিও ক্যাসেট রেকর্ডার(ভিসিআর) এর কদর বর্তমানে প্রায় শূন্যের কোঠায়।প্রায় দ্ইু যুগ আগেও গ্রাম বাংলার ঘরে ঘরে ভিসিআর ও ভিসিপির বহৃল ব্যবহার ও ব্যাপক জনপ্রিয়তা পরিলক্ষিত হলেও বর্তমানে এসব ভিসিআর ও ভিসিপি আর দেখা মেলেনা।যদিও কালে ভাদ্রে দু’একটি ভিসিআর ভিসিপি দেখা যায় সেগুলোও ব্যবহার হতে না হতে বিকল প্রায়।এখন আর বিনোদনের মাধ্যমের সহায়ক ভূমিকা পালনকারী এসব ভিসিআর ও ভিসিপির কোন ব্যবহার সচারচার পরিলক্ষিত না হওয়ায় প্রায় পুরোপুরি বিলুপ্তির পথে! জানা গেছে, বিগত ১৯৮৬ সালে এদেশে বিনোদনের সহায়ক ইলেকট্রনিক্স ভিডিও ক্যাসেট রেকর্ডার(ভিসিআর) ও ভিডিও ক্যাসেট প্লেয়ার (ভিসিপি)-এর প্রচলন শুরু হয়।প্রথমে এ ইলেকট্রনিক্স যন্ত্রটি শহরকেন্দ্রীক ব্যবহার পরিলক্ষিত হলেও এর পরবর্তী বছর থেকে ক্রমান্বয়ে গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়তে শুরু করে।এসব ভিসিআরের মূল্য প্রায় ৮০ হাজার টাকার ওপরে থাকায় তখন এ ইলেকট্রনিক্স যন্ত্রটি ধীরে ধীরে ঘরে ঘরে ছড়িয়ে পড়তে থাকে।গত ১৯৮৮ সালে দেশে অপেক্ষাকৃত কম মূল্যে অর্থাৎ ১৬/১৭ হাজার টাকা মূলে ফুনাই ভিসিপির বহুল প্রচলন শুরু হয়।পরবর্তী বছরগুলোতে ঘরে ঘরে ব্যাপক হারে ভিসিআর ও ভিসিপি ছড়িয়ে পড়ে।শাহজাদপুরে সর্বপ্রথম ভিসিআরের প্রচলন ঘটে এ প্রতিবেদকের বাড়িতে।এসময় একনজর টেলিভিশনে সিনেমা দেখার জন্য দুরদুরান্ত থেকে পৌরসদরের রূপপুর মহল্লাস্থ মোঃ শাহাদৎ হোসেন সাঈদের বাড়িতে প্রায় প্রতিদিনই অগণিত দর্শকদের আগমন ঘটতো।পরে দাম কমতে শুরু করায় শাহজাদপুরের অন্যান্য গ্রামগুলোতে ধীরে ধীরে ভিসিআর ও ভিসিপির ব্যাপক প্রচলন শুরু হয়। গতকাল বিকেলে শাহজাদপুর পৌরসদরের মণিরামপুর বাজারের এক সময়ের স্বনামধন্য চিত্রধারণ ও ভিডিও সম্পাদনাকারী প্রতিষ্ঠান ‘বাবু ভিডিও’-পরিদর্শনকালে অব্যবহৃত বিকল হয়ে যাওয়া বেশ কটি ভিসিআর ও ভিসিপি ধুলোবালি অবস্থায় দেখা যায়। এ সময় ওই দোকানের নিজু আহমেদ জানান, ‘ভিসিআর ও ভিসিপি প্রচলনের শুরুর দিকে ঢাকার রোজভেলী ভিডিও ক্লাব ও বগুড়ার ভিডিও পয়েন্ট থেকে সপ্তাহ প্রতি ২৫০ টাকা থেকে ৩শ’ টাকায় একেকটি ভিডিও ক্যাসেট ভাড়া নিয়ে আসা হতো। অতি অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় ও চাহিদা বাড়ায় ওই সমসায়ীক সময়ে একেকটি ভিডিও ক্যাসেট ৬/৭শ’ টাকায় কিনে আনা হতো। এসব ভিসিআর ও ভিসিপি ও ভিডিও ক্যাসেটের সমন্বয়ে সারা দেশে শত শত ভিডিও ক্লাব গড়ে ওঠে। এসব ক্লাব থেকে ভিসিআর,ভিসিপি ও ভিডিও ক্যাসেট ভাড়া দেওয়া শুরু হয়।এতে এসব ভিসিআর,ভিসিপি ও ভিডিও ক্যাসেটকে পুঁজি করে অসংখ্য লোকের কর্মসংস্থানের ও আয়ের সুযোগ সৃষ্টি হয়। পরবর্তীতে বিগত ১৯৯৮ সালের পরে দেশে ভিসিডি (ভিডিও কমপ্যাক্ট ডিস্ক) এর প্রচলন শুরু হলে ভিসিআর ও ভিসিপির কদর কমতে শুর করে। এর আরও কিছুসময় পর ডিভিডি প্লেয়ারের আগমনে ব্যাপকহারে সিডি ভিসিডি গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তে শুরু করে। মূলত এর পরবর্তী সময়কালে ধীরে ধীরে ভিসিআর, ভিসিপি ও ভিডিও ক্যাসেটের কদর কমতে কমতে একেবারেই বর্তমানে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বর্তমান সময়ে দু’একটি পুরাতন বৃহদাকার এনালগ সিষ্টেমের ভিডিও ক্যামেরায় ভিডিও ক্যাসেটের ব্যবহার দেখা যায়। আর ওইসব ক্যামেরায় ধারণকৃত ভিডিও চিত্রের সম্পাদনার কাজে দু’একটি ভিসিআর ভিসিপির ব্যবহার চলছে। কিন্তু বর্তমানে ব্যাবহারের মাত্রা এতটাই নগন্য যে এক সময়ের জনপ্রিয় ওইসব ভিসিআর,ভিসিপি ও ভিডিও ক্যাসেটের দেখা মেলাই দূরহ হয়ে পড়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদন্ড

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদন্ড

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সকালে সিরজাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শাহজাদপুর শা...

৪ কিলোমিটার ‘মুজিব বাঁধ’ ঝুকিপূর্ণ; জনদুর্ভোগ চরমে

দিনের বিশেষ নিউজ

৪ কিলোমিটার ‘মুজিব বাঁধ’ ঝুকিপূর্ণ; জনদুর্ভোগ চরমে

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণ পাড় থেকে শুরু করে বেড়া পাম্প হাউ...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...

শাহজাদপুরে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে ২ হাজার দুস্থ্য রোগীকে চিকিৎসা প্রদান

স্বাস্থ্য

শাহজাদপুরে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে ২ হাজার দুস্থ্য রোগীকে চিকিৎসা প্রদান

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে দিন ব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ শুক্রব...