

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সেতুর উপর আটকে পড়া যানবহণের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এদিন সকাল থেকেই উত্তরাঞ্চলের ১৬ জেলার গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পকারখানার হাজার হাজার কর্মজীবি মানুষ ঢাকা অভিমুখে বাস, ট্রাক, পিকাপ, কভার্ডভ্যান, প্রাইভেটকার, মাইক্রেবাসসহ বিভিন্ন যানবহণে ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ছুটতে থাকায় বঙ্গবন্ধু সেতুর উপর অতিরিক্ত যানবহণের চাপ বেড়ে এ অবস্থার সৃষ্টি হয় বলে যাত্রীরা জানিয়েছেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর উপর প্রাইভেটকারে আটকে পড়া ঢাকাগামী যাত্রী আলহাজ্ব এস এম শফিউল হক সিলিং জানান,সকাল ১০টার দিকে শাহজাদপুর থেকে জরুরী কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। বেলা ১১টার দিকে কড্ডার মোড়ে পৌছাই। এরপর থেকে শুরু হয় যানজট। ধীরগতিতে সেতু পর্যন্ত যেতে পারলেও সেতুর উপর ওঠার পর তীব্র যানজটে আটকা পড়ি। মাঝে মাঝে ধীর গতিতে গাড়ি চললেও ১৫ মিনিটের সেতু পাড় হতে আড়াই ঘন্টা সময় লাগে। এরপর দীর্ঘ জ্যাম ঠেলে সাড়ে ৭ ঘন্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা পৌছাই।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব লেনে গাড়ি টানতে না পাড়ায় স্বল্প সময়ের জন্য মাঝে মাঝে সেতুর উপর যানজটের সৃষ্টি হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তা আবার স্বাভাবিক হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়,অতিরিক্ত যানবহণের চাপের কারণে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ দফায় ১ ঘন্টা সেতুর পূর্ব লেন ও বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৩ দফায় পৌনে ১ ঘন্টা সেতুর পশ্চিম লেন বন্ধ তাকে। এ সময় কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে তা আবার স্বাভাবিক হয়।
এদিকে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কে দিনভর ধীরগতিতে চলে সকল যানবাহণ। অপরদিকে অতিরিক্ত যাত্রীর চাপে পরিবহণ গুলোতে স্বাস্থবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহণ করা হয়। এ ছাড়া জেলার চৌহালি উপজেলার এনায়েতপুর,জোতপাড়া,শাহজাদপুর উপজেলার মনাকষা,কৈজুরি,জগতলা ও জামিরতা ঘাট থেকে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি অমান্য করে কর্মজীবি মানুষ ঢাকা,নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্পাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন,মহাসড়কে অতিরিক্ত যানবাহণের চাপের কারণে ধীরগতিতে চলছে যানবাহণ। এ ধীরগতি থেকে মাঝে মধ্যে কিছু জায়গায় যানজটের সৃষ্টি হলেও আমরা দ্রæত পদক্ষেপ নেওয়ায় তা আবার স্বাভাবিক হচ্ছে।
এ বিষয়ে কড্ডা এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন,গার্মেন্টস কর্মীরা যে যেভাবে পারছে যাওয়ার চেষ্টা করছে। এ সুযোগে রযখানে সেখানে ট্রাক গুলো দাড়িয়ে যাত্রী তোলার কারণে কিছুটা যানজট হলেও আমরা পদক্ষেপ নিয়ে তা দ্রæত সমাধান করছি।
সম্পর্কিত সংবাদ

শিক্ষাঙ্গন
কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়
ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে... মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্... প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...
জীবনজাপন
সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা
শাহজাদপুর
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
রাজনীতি
আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
বিনোদন
মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ