সোমবার, ২১ এপ্রিল ২০২৫
5 (1) দীপংকর গৌতম শাহজাদপুর সংবাদ ডটকম : চিত্রকলায় যার ছবির বিষয় সম্পূর্ন গতির উপর নির্ভরশীল তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তার ছবির ক্যানভাসের সঙ্গে প্রয়াত শ্বিবরেন্য শিল্পী এসএম সুলতানের বিশেষ মিল খুঁজে পাওয়া যায়। তবে পেশীবহুল মানুষ ও তার গতি তাকে সবকিছু থেকে আলাদা করে চিত্র কলার এক ভিন্ন আসনে আসিন করেছে। এই গতির উৎস কোথায়? একবার তাঁর সাক্ষাতকার নেয়ার সময় প্রশ্ন করলে তিনি বলেছিলেন,গতি ছাড়া যে কোন বস্তুই মৃত।তবে গতির শিক্ষা প্রথম পেয়েছি আমার শিক্ষক শিল্পী জয়নুল আবেদীমের কাছ থেকে। তার শিল্পকর্মের গতি আমাকে বিস্মিত করেছিলো বিশেষত তা ষাড় গরুর ছবিটা । ‘বিদ্রোহী’ নামের এছবিটার গতি মুগ্ধঘ হওয়ার মতো। শিলী শাহাবুদ্দিনের চিত্রকলার প্রাতস্বিকতা তাকে একটি প্রতিষ্ঠানে পরিনত করেছে। 4 (1) তার কাজের যথাযথ মূল্যায়ন করেছে ফ্রান্সের সরকার তাকে নাইট উপাধি দিয়ে । চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ফ্রান্সের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন দেশবরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ফরাসি সরকারের নাইট উপাধি দেয়াকে এক দারণ খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী শাহাবুদ্দিন। ফ্রান্স থেকে গতকাল টেলিফোনে বিভিন্ন গনমাধ্যমে বলেন, অবশেষে ফরাসি সরকার এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। খুবই ভালো লাগছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা হলেও আগামী সেপ্টেম্বরে নাইট উপাধি প্রদানের অনুষ্ঠান হবে। তখনই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ফ্রান্সের প্যারিসে থাকা বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শাহাবুদ্দিনকে শেভালিয়র ডা এল'ওর্ডরে'তে (শিল্প ও সাহিত্যের জন্য নাইট) ভূষিত করা হয়েছে। এক অভিনন্দন বার্তায় ফ্রান্সের সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী অরলি ফিলিপেত্তি বলেন, ফ্রান্সের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার অসামান্য অবদান রয়েছে। শুধু ফ্রান্স নয়, সারাবিশ্বের সংস্কৃতি ও চিত্রশিল্পে তার অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ এই উপাধি দেয়া হচ্ছে। 2 (1) 4 (1)       কোনো ব্যক্তি সরকারি চাকরিতে কমপক্ষে ২০ বছর বা পেশাগত কাজে ২৫ বছর যুক্ত থাকার পরই কেবল ফরাসি নাইট উপাধি পাওয়ার যোগ্য হয়। এর আগে প্রখ্যাত বাংলাদেশি মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার ফ্রান্সের নাইট উপাধি পান। উল্লেখ্য, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের পৈত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে। ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন শিল্পী শাহাবুদ্দিন। তার বাবা তায়েবউদ্দীন প্রধান ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। মায়ের নাম সাইফুন্নেছা আহমেদ। তার স্ত্রী আনা ইসলাম কথা সাহিত্যিক ও শিল্প সমালোচক।

সম্পর্কিত সংবাদ

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

রাজনীতি

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন, ‘এখনো কোন পক্ষেরই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আই...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

শাহজাদপুর

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর

রাজনীতি

আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।