মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষার প্রহর গুণছে পুরো দেশবাসী। দেশ ও জাতির এ অানন্দঘন মুহুর্তকে স্মরণীয় করে রাখতে দেশের বিভিন্নস্থানে আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (শুক্রবার) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে।  

এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারস্থ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার কার্যালয়ে জরুরি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী রাম সরকার, শ্রী তুষার কান্তি সাহা, শ্রী অসীম ভট্টাচার্য,  শ্রী উত্তম দত্ত; শ্রী কৃষ্ণ সূত্রধর সহ-সাধারণ সম্পাদক, শ্রী রবীন্দ্রনাথ দাস সহ-সাধারণ সম্পাদক, শ্রী রাম ফৌজদার কোষাধক্ষ্য, শ্রী দীপক কুমার মুখার্জি সাংগঠনিক সম্পাদক, শ্রী রাজেশ দত্ত সহ-সাংগঠনিক সম্পাদক, শ্রী ভরত সাহা প্রচার সম্পাদক,শ্রী তপন বসাক আইন বিষয়ক সম্পাদক, শ্রীমতি দীপিকা রানী বসাক মহিলা বিষয়ক সম্পাদক সম্পাদক, শ্রী পার্থ কুমার সাহা গণসংযোগ সম্পাদক, সমীর দত্ত সাংস্কৃতিক সম্পাদক, শ্রী গৌরাঙ্গ সাহা সহ পূজা সম্পাদক, সম্মানিত কার্যকরী সদস্য জনার্দন বসাক, আনন্দ সাহা, বিশ্বজিৎ সাহা, দীপক বসাক, দিনু কুন্ডু, পলান পাল, প্রবীর কুন্ডু, মানিক সাহা, সুব্রত মুখার্জি লিখন  প্রমূখ। 

উক্ত জরুরি প্রস্তুতি সভায় আলোচনায বক্তব্য  প্রদানকালে বক্তারা বলেন, পদ্মা সেতু আমাদের গোটা জাতির অহংকার ও সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ, শিল্প ও  অর্থনীতির ক্ষেত্রে  বিপ্লব ঘটাতে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরসহ শিল্প-কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখবে পদ্মা সেতু। এটা আমাদের পরম পাওয়া।'

এদিকে, আগামীকাল (শুক্রবার) সকাল ১০ টায় শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে শোভাযাত্রা  সফল ও সাফল্যমন্ডিত করতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ আপামর শাহজাদপুরবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক মানিক সরকার। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

আইন-আদালত

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

এমএ হান্নান, কোর্ট রিপোর্টার : আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের শাহজাদপুর বন্যায় প্লাবিত উপজেলা...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে গত বৃহস্পতিবার রাতে লোকনাট্য উৎসবের আয়োজন করা হয় । শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর...

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

শাহজাদপুর

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

মোঃ শফিকুল ইসলাম ফারুক : প্রায় সাড়ে আট শত বছরের পুরাতন হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর পবিত্র মাজার সংলগ্ন মখদ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...