শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
29174 শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকা : বিশিষ্ট আইনজীবী এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিশ্বায়নের ফলে বিশ্ব অর্থনীতি ব্যাপক অগ্রগতি অর্জন করবে এটি আশা করা হয়েছিল। কিন্তু আমরা যারা টেকসই উন্নতির কথা বলেছি তারা এই ব্যাপক অগ্রগতি অর্জন বিষয়ে সন্দিহান ছিলাম। নব্য উদারতাবাদের ফলে উপরের মানুষের অগ্রগতি হয়েছে ঠিকই কিন্তু যারা দরিদ্র বা সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণীর ছিল তাদের অবস্থার কোন পরিবর্তন হয়নি। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুইদিনব্যাপী ‘দক্ষিণ এশিয়ায় নব্য-উদারতাবাদ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। এর আগে ‘নব্য-উদারতাবাদ বনাম নব্য- উদারবাদ অর্থনীতি: ‘অর্থনীতি ও রাজনীতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিনায়ক সেন। বাঙ্গলার পাঠশালা এই সেমিনারের আয়োজন করে।তিনি বলেন, বাজারে সরকারের নিয়ন্ত্রণ উঠিয়ে দেয়া হয়েছিল ঠিকই কিন্তু সেটি তেমনভাবে কাজ দেয়নি। মন্দা থেকে মুক্ত হওয়া যায়নি। যেসব পুঁজিপতি প্রতিষ্ঠানগুলো নব্য-উদারতাবাদকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে, আজ তারাই বাজার অর্থনীতিতে আইন-কানুনের কথা বলছেন এবং সেসব আইন-কানুন যেন তাদের অনুকূলে থাকে সে উদ্দেশ্যে তারা লবিংয়ে ব্যস্ত। মুক্তবাজার অর্থনীতির কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা আমরা আজও পুষিয়ে নিতে পারিনি।এর আগে সকাল ১০টায় সেমিনারের উদ্বোধন করা হয়। অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ ‘নব্য-উদারতাবাদ কি ও দক্ষিণ এশিয়ায় নব্য উদারতা বাদের ঐতিহাসিক পটভূমি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে তিনি বলেন, নব্য উদারতাবাদ দেশের ভেতরে যেমন আয় ও সম্পদের বৈষম্য বৃদ্ধি করেছে তেমনি সারা বিশ্বে একধরনের অসম বিশ্বায়ন প্রক্রিয়ারও জন্ম দিয়েছে। এই বৈশ্বিক অসমতার উৎস হচ্ছে পুঁজি এবং পণ্যের ক্ষেত্রে একপেশে মুক্ত বাজার অর্থনীতির অনুসরণ কিন্তু শ্রমের সচলতার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা আরোপ করে। এই অবস্থায় পুঁজিপতিরা শ্রমিকের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রে সর্বদাই অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থানে থেকে যায়।তিনি বলেন, ‘নব্য-উদারতাবাদের’ উদরতা বা ‘মুক্ত বাজারের’ মুক্তির মাত্রাও খন্ডিত এবং শ্রমিকের মুক্ত চলাচল সেখানে নিষিদ্ধ। এই অসংগতির কারণে শ্রমিক শ্রেণী ও শ্রমজীবী গোষ্ঠীগুলোর সঙ্গে ধনিক শ্রেণীর আয় ও সম্পদ বৈষম্য দেশের ভেতরে এবং বিশ্বব্যাপী ক্রমাগত বেড়েই চলেছে। নব্য-উদারতাবাদ থেকে বেরিয়ে এসে দরিদ্র গোষ্ঠীগুলির জন্য বিশেষ ইতিবাচক নীতি গ্রহণ না করলে এবং পুঁজির কম মজুরীর প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষমতা তৈরি না হলে এই বৈষম্য বাড়তেই থাকবে।উক্ত প্রবন্ধের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, উদারতাবাদের নামে দেশের বাণিজ্যকে যতটা মুক্ত ও শর্তবিহীন করা হয়েছে তার কুফল দেশের বিভিন্ন সেক্টরে পড়তে শুরু করেছে। দেশের মালিকশ্রেণীকে শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। সেই মালিকশ্রেণীর পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে পেটোয়া দলীয় পুলিশ বাহিনী। যতদিন এই সংস্কৃতিকে ভেঙ্গে নতুন করে শ্রমিকদের শক্তিশালী করার সংস্কৃতি গড়ে উঠবে না ততদিন এই অবনতি ও বৈষম্যের প্রক্রিয়া চলতেই থাকবে।এ সময় এম মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে ‘নব্য-উদারনৈতিক ভারতে আদি ধনার্জন, ভূমি গ্রাস এবং জনপ্রতিরোধ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন স্বপন আদনান, ‘নব্য-উদারতাবাদ ও স্থানীয় সংস্কৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সুদেষ্ণা চক্রবর্তী। সেমিনার আজ দুপুর পর্যন্ত চলবে। আজ দুপুরে অর্থনীতিবিদ আবুল বারকাত ‘দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য-বৈষম্য-অসমতা: একীভূত রাজনৈতিক-অর্থনীতি তত্ত্বের সন্ধানে’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতসোমবার দুপ...

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে দুই ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শাহজাদপুরে আ’লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে আ’লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরের ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে জালালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ইউন...

শাহজাদপুরে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

শাহজাদপুর

শাহজাদপুরে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জ শাহজাদপুরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণের ১শ দিন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণের ১শ দিন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্বপালনের প্রথম একশ দিন অতিবাহিত করলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড....

শাহজাদপুরে পোরজনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে পোরজনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বক্তারা বলেন,' ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে আর প্রতিরোধ নয়, এখন প্রতিহত করার সময় এসেছে। অদ্য সম্মেলনের মাধ্যমে ন...