‘আপনাদের পাশে থেকে যথযথ মর্যাদায় ধর্মীয় সংস্কৃতি পালন ও সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা ও সমাজের কল্যাণে যে গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি, বিভিন্ন সময়ে বিভিন্ন অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি সেজন্য সকলের আশীর্বাদ ও সদা সহযোগীতা কামনা করি।’ শুক্রবার (২০ মে) বেলা ১১ টায় শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারে শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার নবনির্বাচিত সাধারন সম্পাদক মানিক সরকার।
শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারন সম্পাদক মানিক সরকারের আহবানে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারন সম্পাদক প্রদীপ পোদ্দার, হিন্দু সম্প্রদায় নেতা দিলীপ মুখার্জী, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, শাহজাদপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সূত্রধর ও ফটিক সূত্রধর প্রমূখ। পরিচিতি সভা পরিচালনা করেন সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষক শ্যামল দত্ত। প্রথমেই মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এ পরিচিতি সভা শুরু হয়। এরপর শ্রী ভগবত গীতা পাঠ করেন শাহজাদপুর কেন্দ্রীয় গৌর নিতাই সেবা আশ্রমের সেবায়েত শ্রীবাস। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকার নবনির্বাচিত সকল সদস্য ও অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।
জানা গেছে, গত ১২ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে রতন কুমার বসাক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার সাধারন সম্পাদক নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এতে সহ-সভাপতি পদে বলদেব সাহা, রাম সরকার, উত্তম কুমার দত্ত, অসীম ভট্টাচার্য, তুষার কান্তি সাহা, যুগ্ম-সাধারন সম্পাদক পদে কৃষ্ণ কুমার সূত্রধর, রবীন্দ্রনাথ দাস, কোষাধ্যক্ষ পদে রামচন্দ্র ফৌজদার, সহ-কোষাধ্যক্ষ পদে মানিক কুমার দেব, সাংগঠনিক সম্পাদক পদে দীপক মুখার্জী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, দপ্তর সম্পাদক পদে অসীম কুমার রায়, আইন বিষয়ক সম্পাদক পদে তপন কুমার বসাক, প্রচার সম্পাদক পদে ভরত সাহা, গণসংযোগ সম্পাদক পদে পার্থ সাহা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে সুব্রত মুখার্জী (লিখন), সাংস্কৃতিক সম্পাদক পদে সমির কুমার দত্ত, সমাজকল্যাণ সম্পাদক পদে রনি বসাক, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক পদে ধীরেন্দ্রনাথ দাস, মহিলা সম্পাদক পদে দীপিকা রানী সাহা, পূজা সম্পাদক পদে দিলিপ গোস্বামী ও সহ-পূজা সম্পাদক পদে গৌরাঙ্গ সাহা নির্বাচিত হন। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর এদিন এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক... সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
স্বাস্থ্য
৫টি উপায়ে মনকে নিয়ন্ত্রণে রাখুন
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
