

শাহজাদপুর প্রতিনিধিঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেছেন দুগ্ধ শিল্পের উন্নয়নে বাঘাবাড়িতে মিল্কভিটা প্রতিষ্ঠা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই অবদানের জন্য আজ দেশের প্রান্তিক দুগ্ধ সমবায়ীরা স্বাবলম্বী হয়ে উঠেছে। সেইসাথে দুগ্ধ শিল্পেরও ব্যাপক প্রসার ঘটেছে। সেই মিল্কভিটা ধ্বংসে কোন সন্ত্রাসী কর্মকান্ড ষড়যন্ত্র ও অনিয়ম দুর্ণীতি মেনে নেওয়া হবেনা। যারাই এর সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সে যতবড় ক্ষমতাধর ব্যক্তিই হোকনা কেন কাউকেই ছাড় দেওয়া হবেনা।ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবেনা।
আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা কারখানা চত্বরে আয়োজিত সমন্বয় সভা ও সম্পুরক দুগ্ধ মুল্যের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমবায়ীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর চাচাতো ভাই ও মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, মিল্কভিটার পরিচালক এ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু, সাজ্জাদ হায়দার লিটন, নাজিম উদ্দিন হায়দার, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান হাসিব খান তরুণ, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সমবায়ী খামারী ছামাদ ফকির, শামছুল হক, কামাল হোসেন ও রায়হান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, গো-সম্পদ উন্নয়নে বাঘাবাড়িতে একটি পুর্ণাঙ্গ পশু হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া বাঘাবাড়ি মিল্কভিটা কারখানায় আরো একটি গুড়ো দুধ তৈরী প্লান্ট স্থাপন করা হবে। পুরনো মেশিনারি মেরামত করে তা আবার সচল করা হবে। মিল্কভিটা পরিচালনা কমিটি নির্বাচন সম্পর্কে তিনি বলেন আর ঢাকায় বসে উৎকোচের বিনিময়ে ভোট গ্রহন চলবেনা। ভোট কেন্দ্র স্থাপন করে সমবায়ীদের নিজ এলাকায় ভোট প্রদানের ব্যবস্থা করা হবে। ওয়ান ইলেভেনের চাকরীচ্যুত কর্মচারীদের চাকরীর ফিরিয়ে দেয়া হবে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন যে যে দল করিনা কেন বঙ্গবন্ধুর অবদান স্বীকার করতে হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। তিনি আরো বলেন ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করেন ইন্শাঅল্লাহ এদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। পরে প্রধান অতিথি সমবায়ীদের মাঝে সম্পুরক দুগ্ধ মুল্যের চেক বিতরণ করেন।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

বন্যা
অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...

শাহজাদপুর
শাহজাদপুরে বিএনপি নেতা শামীম স্মরণে মিলাদ মাহফিল
শাহজাদপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহজাদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি

দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি

ইতিহাস ও ঐতিহ্য
সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ি পাকা সড়ক থেকে দুই কিলোমিটার পূর্বে হুরাসাগর নদীর পশ্চিম তীরে হযরত মখদুম...