সোমবার, ২১ এপ্রিল ২০২৫
মাঠে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন দেশের ক্রিকেটাররা। তবে সাকিব আল হাসানের জন্য ফেরার আকুতিটা একটু ভিন্ন। কেননা তার সময় কাটছে নিষেধাজ্ঞার প্রহর কবে শেষ হবে, এই ভাবনায়। খেলার বাইরে নানা সময় বিতর্কিত হয়েছিলেন সাকিব। এসব বিতর্ক আর নিজের ভুলের কথা প্রতিনিয়তই মনে করেন তিনি। তবে তাঁর ভুল থেকে অন্যরা শিখবে, এমনটাই চাওয়া সাকিবের। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো'কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন সাকিব। তিনি বলেন, 'আমি মনে করি আমাকে নিয়ে বিতর্কটা দুই দিক থেকেই হয়ে হয়েছে। কখনও কখনও বিতর্ক আমার পিছু নিয়েছে, আবার কখনও নিজে থেকেই বিতর্ককে আমন্ত্রণ জানিয়েছি। আমি অধিনায়কের দায়িত্ব পাই মাত্র ২১ বছর বয়সে। আমি তখন কিছু ভুল করেছি এবং মানুষ আমার ব্যাপারে অনেক কিছু ভাবতে শুরু করেছিল। এখন আমার মনে হয় যে, কিছু ক্ষেত্রে আমার ভুল ছিল এবং কিছু ক্ষেত্রে আমাকে ভুল বোঝা হয়েছিল। আমি সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েছি। কেননা উপমহাদেশে এসব খুবই স্বাভাবিক বিষয়।’ সাকিব আরও বলেন, 'আপনাকে সৎ হতে হবে। কারও সঙ্গেই মিথ্যা বলা ঠিক না এবং অন্য কিছু দেখানো উচিত না। যা হওয়ার তা হয়ে গেছে। ভুল সবারই হয়। কেউ কখনো শতভাগ সঠিক হয় না। তবে দেখার বিষয়, আপনি কিভাবে ভুল থেকে ফিরে আসবেন। ভুল না করতে কিভাবে অন্যকে উদ্বুদ্ধ করবেন।' সময়ের সঙ্গে বেশ পরিণত সাকিব। ক্যারিয়ারে বেশ লম্বা পাড়ি দিয়েছেন এই অলরাউন্ডার। এতটা সময় পেরিয়ে বুঝতে পেরেছেন জীবন এবং ক্রিকেটের নানান দিক। বদলে গেছে সাকিবের জীবনবোধ। আর এই বদলে যাওয়া পেছনে রয়েছে তার দুই মেয়ে। জীবনকে পাল্টে দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা আলায়না ও ইররামের বলে জানান বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। তিনি বলেন, 'এখন যত পারি কম ভুল করার চেষ্টা করি। বিয়ে করেছি, দুটা বাচ্চা হয়েছে। আমি এখন জীবন এবং খেলা আরও ভালো বুঝতে পারি। বিশ বছর বয়সে আমি যেমন ছিলাম, তার চেয়ে অনেক বেশি শান্ত ও স্থির এখন। নিজেকে বদলে ফেলেছি অনেক। আমার দুই মেয়ে আমার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে।' জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় গত বছরের অক্টোবরে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব।

সম্পর্কিত সংবাদ

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

রাজনীতি

শাহজাদপুরে নিরীহ এলাকাবাসী ব্যবসায়ী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার প্রার্থীর সমর্থকদের তান্ডব

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন, ‘এখনো কোন পক্ষেরই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আই...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

শাহজাদপুর

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর

রাজনীতি

আ.লীগের সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড নামঞ্জুর

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।