মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

শাহজাদপুর সংবাদঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনস্থ এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দিতে ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কিনছে সরকার। আরইবির 'পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে এসব মিটার কেনা হচ্ছে বলে ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।

electroinc miter

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন এ প্রসঙ্গে বলেন, আরইবির সম্প্রসারণ প্রকল্পের আওতায় সাড়ে পাঁচ লাখের বেশি মিটার কেনা হচ্ছে। তিনি বলেন, পাঁচটি ভাগে এসব মিটার কেনা হবে। মিটার কেনার প্রস্তাব মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরইবি সূত্রে জানাযায়, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মিটার কেনার প্রস্তাবের সারসংক্ষেপ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার আগামী বৈঠকে এ প্রস্তাবটি উত্থাপন ও অনুমোদন হতে পারে বলেও এ কর্মকর্তারা জানান। অনুমোদনের জন্য পাঠানো সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, আরইবির 'পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কেনা হবে। এতে ব্যয় হবে ৬২ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। মোট পাঁচ লটে বা ধাপে এসব মিটার কেনা হবে। প্রতি ধাপে কেনা হবে ১ লাখ ১২ হাজার সিঙ্গেল ফেজ মিটার। এর আগে ১৫ জুলাই গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়াতে ৪ হাজার ৭১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি বিদ্যুৎ প্রকল্পের আওতায় ২৬ হাজার ১৯০ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ করার অনুমোদন দেয় সরকার। এ তিন প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে পাঁচ বিভাগের ৪৩ জেলায় ২ হাজার ৮১০ কিলোমিটর সঞ্চালন লাইনও সংস্কার করা হবে। তিন প্রকল্পের আওতায় সারা দেশে নতুন করে ১১ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রকল্প তিনটি হলো পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যক্রম-২ এবং পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কার্যক্রম-২।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

আইন-আদালত

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

এমএ হান্নান, কোর্ট রিপোর্টার : আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের শাহজাদপুর বন্যায় প্লাবিত উপজেলা...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে গত বৃহস্পতিবার রাতে লোকনাট্য উৎসবের আয়োজন করা হয় । শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর...

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

শাহজাদপুর

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

মোঃ শফিকুল ইসলাম ফারুক : প্রায় সাড়ে আট শত বছরের পুরাতন হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর পবিত্র মাজার সংলগ্ন মখদ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...